গ্রন্থনা: মেহেদী হাসান | Sponsored by: DUKUAPP
তথ্যসমূহ:—
১. এলিসি প্রাসাদ হলো— ফরাসি প্রেসিডেন্টের বাসভবন।
২. সম্প্রতি (বিলের প্রতিবাদ ও তাতে রাষ্ট্রীয় প্রতিরোধের সুত্র ধরে) গণতন্ত্রের আন্দোলন শুরু হয় চীনের— হংকংয়ে।
৩. নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে— ইলেক্ট্রন। ইলেক্ট্রনের কক্ষপথ নির্দিষ্ট। হাইড্রোজেন পরমাণুতে ইলেক্ট্রন থাকে- একটি। এর কক্ষপথগুলো বিন্যাস্ত হওয়ার সুত্র—2n to the power 2।
৪. সম্প্রতি ফিফার চূড়ান্ত পরীক্ষায় রেফারি হিসেবে মনোনীত হওয়া দুই বাংলাদেশী নারী— জয়া ও সালমা। তারা ২০২০ সাল থেকে বিদেশে ফিফার বিভিন্ন আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করতে পারবেন।
৫. মহাকাশে পাঠানো মানবাকৃতির রোবট স্যুয়োজ এমএস-১৪— রাশিয়ার।
৬. বিশ্বের সর্ববৃহৎ চিরহরিৎ বনাঞ্চল— আমাজন মহাবন। এটি দক্ষিণ আমেরিকার ৯টি দেশজুড়ে বিস্তৃত।
৭. আমাজন মহাবনের ৬০ শতাংশ ব্রাজিলে পড়েছে।
৮. 'মুরা' আদিবাসীদের বাস— আমাজনের ব্রাজিল অংশে।
৯. ব্রাজিলের প্রেসিডেন্ট— জইর বলসোনারো।
১০. জি-৭ হলো— বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট।
১১. ওয়ানএমডিবি কেলেঙ্কারি সংঘটিত হয়— মালয়েশিয়ায়।
১২. নবনিযুক্ত মন্ত্রীপরিষদ সচিব— খন্দকার আনোয়ারুল ইসলাম।
১. এলিসি প্রাসাদ হলো— ফরাসি প্রেসিডেন্টের বাসভবন।
২. সম্প্রতি (বিলের প্রতিবাদ ও তাতে রাষ্ট্রীয় প্রতিরোধের সুত্র ধরে) গণতন্ত্রের আন্দোলন শুরু হয় চীনের— হংকংয়ে।
৩. নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে— ইলেক্ট্রন। ইলেক্ট্রনের কক্ষপথ নির্দিষ্ট। হাইড্রোজেন পরমাণুতে ইলেক্ট্রন থাকে- একটি। এর কক্ষপথগুলো বিন্যাস্ত হওয়ার সুত্র—2n to the power 2।
৪. সম্প্রতি ফিফার চূড়ান্ত পরীক্ষায় রেফারি হিসেবে মনোনীত হওয়া দুই বাংলাদেশী নারী— জয়া ও সালমা। তারা ২০২০ সাল থেকে বিদেশে ফিফার বিভিন্ন আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করতে পারবেন।
৫. মহাকাশে পাঠানো মানবাকৃতির রোবট স্যুয়োজ এমএস-১৪— রাশিয়ার।
৬. বিশ্বের সর্ববৃহৎ চিরহরিৎ বনাঞ্চল— আমাজন মহাবন। এটি দক্ষিণ আমেরিকার ৯টি দেশজুড়ে বিস্তৃত।
৭. আমাজন মহাবনের ৬০ শতাংশ ব্রাজিলে পড়েছে।
৮. 'মুরা' আদিবাসীদের বাস— আমাজনের ব্রাজিল অংশে।
৯. ব্রাজিলের প্রেসিডেন্ট— জইর বলসোনারো।
১০. জি-৭ হলো— বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট।
১১. ওয়ানএমডিবি কেলেঙ্কারি সংঘটিত হয়— মালয়েশিয়ায়।
১২. নবনিযুক্ত মন্ত্রীপরিষদ সচিব— খন্দকার আনোয়ারুল ইসলাম।
আমার নিজের নামে একটা ব্লগ-বেসড সাইট তৈরী করলাম। বুকমার্ক করে রাখতে পারো। নিজের সাইট হলেও তোমাদের প্রয়োজনীয় অনেক কিছুই এখানে পাবে।
আমি লাইফে কী কী করেছি, কতগুলো অর্টিকেল লিখেছি ইত্যাদি ইত্যাদি অনেক হাইলাইটেড বিষয়গুলো এখানে দিয়েছি।
আমার লেখা আর্টিকেলগুলো তোমাদের অনেকের লাইফের কিছু ভুল ধরিয়ে দিয়ে তোমাদের জীবনও বদলে দিতে পারে।
ওয়েব অ্যাড্রেস→
-মেহেদী হাসান,
লেখক, গবেষক, সম্পাদক, উপস্থাপক, অভিনেতা, পরিচালক, প্রকল্পদোক্তা ও ডিজাইনার।