Friday, August 30, 2019

সাপ্তাহিক সংখ্যা—৪১: ২৪/০৮/২০১৯ হতে ৩০/০৮/২০১৯

গ্রন্থনা: মেহেদী হাসান  |  Sponsored by: DUKUAPP


তথ্যসমূহ:—
১. এলিসি প্রাসাদ হলো— ফরাসি প্রেসিডেন্টের বাসভবন।
২. সম্প্রতি (বিলের প্রতিবাদ ও তাতে রাষ্ট্রীয় প্রতিরোধের সুত্র ধরে) গণতন্ত্রের আন্দোলন শুরু হয় চীনের— হংকংয়ে।
৩. নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে— ইলেক্ট্রন। ইলেক্ট্রনের কক্ষপথ নির্দিষ্ট। হাইড্রোজেন পরমাণুতে ইলেক্ট্রন থাকে- একটি। এর কক্ষপথগুলো বিন্যাস্ত হওয়ার সুত্র—2n to the power 2।
৪. সম্প্রতি ফিফার চূড়ান্ত পরীক্ষায় রেফারি হিসেবে মনোনীত হওয়া দুই বাংলাদেশী নারী— জয়া ও সালমা। তারা ২০২০ সাল থেকে বিদেশে ফিফার বিভিন্ন আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করতে পারবেন।
৫. মহাকাশে পাঠানো মানবাকৃতির রোবট স্যুয়োজ এমএস-১৪— রাশিয়ার।
৬. বিশ্বের সর্ববৃহৎ চিরহরিৎ বনাঞ্চল— আমাজন মহাবন। এটি দক্ষিণ আমেরিকার ৯টি দেশজুড়ে বিস্তৃত।
৭. আমাজন মহাবনের ৬০ শতাংশ ব্রাজিলে পড়েছে।
৮. 'মুরা' আদিবাসীদের বাস— আমাজনের ব্রাজিল অংশে।
৯. ব্রাজিলের প্রেসিডেন্ট— জইর বলসোনারো।
১০. জি-৭ হলো— বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট।
১১. ওয়ানএমডিবি কেলেঙ্কারি সংঘটিত হয়— মালয়েশিয়ায়।
১২. নবনিযুক্ত মন্ত্রীপরিষদ সচিব— খন্দকার আনোয়ারুল ইসলাম।



আমার নিজের নামে একটা ব্লগ-বেসড সাইট তৈরী করলাম। বুকমার্ক করে রাখতে পারো। নিজের সাইট হলেও তোমাদের প্রয়োজনীয় অনেক কিছুই এখানে পাবে।
আমি লাইফে কী কী করেছি, কতগুলো অর্টিকেল লিখেছি ইত্যাদি ইত্যাদি অনেক হাইলাইটেড বিষয়গুলো এখানে দিয়েছি।
আমার লেখা আর্টিকেলগুলো তোমাদের অনেকের লাইফের কিছু ভুল ধরিয়ে দিয়ে তোমাদের জীবনও বদলে দিতে পারে।
ওয়েব অ্যাড্রেস→

-মেহেদী হাসান,
লেখক, গবেষক, সম্পাদক, উপস্থাপক, অভিনেতা, পরিচালক, প্রকল্পদোক্তা ও ডিজাইনার।

Friday, August 23, 2019

সাপ্তাহিক সংখ্যা—৪০: ১৭/০৮/২০১৯ হতে ২৩/০৮/২০১৯

গ্রন্থনা: মেহেদী হাসান  |  Sponsored by: DUKUAPP


তথ্যসমূহ:—
১. জাতিসংঘ "বঙ্গবন্ধু" কে Friend of the World' (বিশ্ববন্ধু) উপাধিতে ভূষিত করে— ১৬ আগস্ট ২০১৯ তে।
২. কাশ্মীর ইস্যুতে সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠক বসে— ৫০ বছর পর।
৩. জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম (জিআইএস) হলো— ভৌগলিক তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণের ব্যবস্থা। এই কৌশল ১৯৬৪ সালে প্রথম কানাডায় ব্যবহার করা শুরু হয় এবং ১৯৮০ সালে এটি বিশ্বে ব্যাপকভাবে ব্যবহার শুরু হয়। বর্তমানে এটি ভূমি ব্যবস্থাপনা, জনসংখ্যা বিশ্লেষণ, আঞ্চলিক গবেষণা, পরিবহন ও যোগাযোগব্যবস্থা বিশ্লেষণ প্রভৃতি কাজে ব্যবহৃত হচ্ছে।
৪. বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের নবনিযুক্ত কোচ— রাসেল ডমিঙ্গো। তিনি দক্ষিণ আফ্রিকার নাগরিক।
৫. ২০৩০ সাল নাগাদ বাংলাদেশ বিশ্বে আবির্ভূত হতে যাচ্ছে— ২৬ তম অর্থনীতির দেশ হিসেবে। বর্তমানে বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশ ৪১তম বৃহৎ অর্থনীতির দেশ।
৬. সম্প্রতি তৃতীয়বারের মতো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানো বাংলাদেশি তরুণ— মাহামুদুল হাসান (১৭)।
৭. সম্প্রতি ব্ল্যাক বেঙ্গল ছাগলের পূর্ণাঙ্গ জীবনরহস্য (জিনোম সিকোয়েন্স) উন্মোচনকারী দলের নেতৃত্ব দেন— এ এম এ এম জুনায়েদ ছিদ্দিকী।
৮. বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত রাবার বাগান— ১৭ টি।
৯. তামিল টাইগার বিদ্রোহীরা— শ্রীলংকার, আর মাওবাদীরা— নেপালের।
১০. অযোধ্যার ঐতিহাসিক বাবরী মসজিদ ধ্বংস করা হয়— ১৯৯২ সালের ৬ ডিসেম্বর।
১১. পৃথিবীর আকর্ষণ বলের নাম— অভিকর্ষ। গাছের ফল মাটিতে পড়ে এই অভিকর্ষের প্রভাবে।
১২. চীনের ক্ষমতাশীন দল— কমিউনিস্ট পার্টি।
১৩. "চন্দ্রযান-২" হলো— ভারতের চন্দ্রাভিযানের বোরটযান।
১৪. জম্মু-কাশ্মীর রাজ্যের মর্যাদা হারায়— ভারতীয় সংবিধানের ৩৭০ ও ৩৫(ক) ধারা বাতিলের ফলে।
১৫. জম্মু-কাশ্মীর অবরুদ্ধ হয়ে পড়ে— ৫ আগস্ট ২০১৯ হতে।
১৬. ভারতের পররাষ্ট্রমন্ত্রী— এস জয়শঙ্কর।
১৭. সম্প্রতি প্রধানমন্ত্রী উদ্বোধন করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ড্রিমলাইনার— গাঙচিল।
১৮. পৃথিবীর বৃহত্তম দ্বীপ— গ্রিনল্যান্ড। এটি ডেনমার্কের একটি স্বশাসিত অঞ্চল।
১৯. পৃথিবীর ফুসফুসখ্যাত আমাজন মহাবনে সম্প্রতি মানবসৃষ্ট ভয়াবহ দাবানল ঘটে— ব্রাজিলের রোরাইমা প্রদেশে। দাবানলের এই প্রকোপ আগের সমস্ত রেকর্ড ছাপিয়ে গিয়েছে বলে দাবি ব্রাজিলের মহাকাশ গবেষণা কেন্দ্র ‘ইনপে’-র। এই মহাবন পৃথিবীর ২০% অক্সিজেন সরবরাহ করে।



BCS এর সিলেবাস, মানবণ্টন হতে শুরু করে তথ্য, পরামর্শ, নোটবুক, বই ও পত্রিকার ডাইজেস্ট, প্রয়োজনীয় বইগুলোর PDF কপি ইত্যাদি প্রায় প্রয়োজনীয় সবই পাবেন এই ব্লগে। তাই এখনই ভিজিট করুন বিসিএস প্রস্তুতি প্রকল্পের ব্লগ।

স্বপ্ন যখন বিসিএস |
BCS Preparation Program