Friday, January 25, 2019

সাপ্তাহিক সংখ্যা—১০: ১৯/০১/২০১৯ হতে ২৫/০১/২০১৯

গ্রন্থনা: মেহেদী হাসান  |  Sponsored by: DUKUAPP


তথ্যসমূহ:—
১. ছাগলের দুধ উৎপাদনে বাংলাদেশের অবস্থান বিশ্বে— দ্বিতীয়। আর ছাগলের মাংস উৎপাদনে— চতুর্থ।
২. গবাদিপশু উৎপাদনে বাংলাদেশ বিশ্বে— ১২ তম।
৩. উইঘুর মুসলিম সম্প্রদায় বাস করে— চীনে।
৪. যুক্তরাজ্যের গবেষণা সংস্থা সেন্টার ফর ইকোনমিক অ্যান্ড বিজনেস রিসার্চ (সিইবিআর) এর মতে বাংলাদেশ বিশ্বের ৪১ তম অর্থনীতির দেশ।
৫. বাংলাদেশে প্রণীত সর্বশেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদকাল— ২০১৬-২০২১ খ্রিঃ।
৬. ২০১৮ এর জুনে থাইল্যান্ডের থাম লুয়াং গুহায় আটকে পড়া ১২ জন খুদে ফুটবলার ও তাদের কোচকে উদ্ধার অভিযানের গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্র— দ্য কেইভ। এর পরিচালক টম ওয়েলার।
৭. গরিব মানুষের বসবাসে বিশ্বে বাংলাদেশের অবস্থান— ৫ম।
৮. সৌরজগতের বাইরে পৃথিবীর মতো কাছাকাছি বৈশিষ্ট্যসম্পন্ন একটি গ্রহ হলো— 'রস ১২৮-বি' গ্রহ।
৯. আন্তর্জাতিক পুলিশ সংস্থা— ইন্টারপোল (ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন)।
১০. আশিয়ান হলো— দক্ষিণপূর্ব এশীয় দেশগুলোর জোট।
১১. জাতিসংঘের সদস্য দেশ— ১৯৩ টি।
১২. জিকা ভাইরাসের উৎপত্তি উগান্ডায় এবং ইহা প্রথম ছড়ায় ব্রাজিলে।
১৩. জিকা ভাইরাস ছড়ায়— এডিস মশা। এডিস মশা ডেঙ্গু ও চিকনগুনিয়া ভাইরাসও ছড়ায়।
১৪. এইচআইভি তে আক্রান্ত শীর্ষ দেশ— সোয়াজিল্যান্ড।
১৫. হুতি বিদ্রোহীরা— ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী।
১৬. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবনের নাম— হোয়াইট হাউজ এবং এর পশ্চিম অংশে অবস্থিত প্রেসিডেন্টের কার্যালয়ের নাম— ওভাল অফিস।
১৭. মিয়ানমারে জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক বিশেষ দূত ইয়াংহি লি।
১৮. উনসত্তরের (১৯৬৯) গণঅভ্যুন্থান গড়ে তুলেছিল— ছাত্রসমাজ।
১৯. বাংলাদেশের সর্বাধিক বিখ্যাত জলপ্রপাত— মাধবকুণ্ড। এটি মৌলভিবাজারের বড়লেখায় অবস্থিত। এটির উৎপত্তি— পাথুরিয়া পাহাড় থেকে। এর পানি ২৫০ ফুট উপর থেকে নিচে পতিত হয়।
২০. হামহাম জলপ্রপাত মৌলভিবাজারের কমলগঞ্জে অবস্থিত। আর শৈলপ্রপাত জলপ্রপাতটি বান্দরবান হতে ৪ কি. মি. দূরে অবস্থিত।
২১. কুয়াকাটা সমুদ্রসৈকত অবস্থিত— পটুয়াখালীর কলাপাড়া উপজেলায়। এ সমুদ্র সৈকতে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত উভয় দৃশ্যই দেখা যায় এবং একে সাগরকণ্যা বলা হয়।
২২. সম্প্রতি ইইউভুক্ত দেশগুলোর নাগরিকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করে— যুক্তরাজ্য।
২৩. জিআরইউ হলো— রাশিয়ার শীর্ষ সামরিক গোয়েন্দা সংস্থা।
২৪. 'গ্লোবাল টাইমস' হলো— চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত দৈনিক।
২৫. চা উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান— নবম। এই র‍্যাংকিং করেছে লন্ডনভিত্তিক 'ইন্টারন্যাশনাল টি কমিটি'।
২৬. এখন দেশে মোট চা বাগান আছে— ১৬৬ টি।
২৭. বাংলাদেশে পরিযায়ী পাখি আসে— শীতকালে।
২৮. আসাদুজ্জামান (শহীদ আসাদ) শহীদ হয়েছিলেন— উনসত্তরের (১৯৬৯) গণ-অভ্যুন্থানে।
২৯. উসত্তরের গণ-অভ্যুন্থানে ২৪ জানুয়ারিতে শহীদ হয়েছিলেন— ছাত্রনেতা মতিউর রহমান।
৩০. সৌরজগৎ মিল্কিওয়ে গ্যালাক্সির অন্তর্ভুক্ত।
৩১. ইতালির ভিসুভিয়াস, জাপানের ফুজিয়ামা হলো— আগ্নেয়পর্বত।
৩২. দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র— কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র। এটি কর্ণফুলী নদীর কাপ্তাই নামক স্থানে অবস্থিত।
৩৩. চাঁদের নিজস্ব আলো নেই, চাঁদে সূর্যের আলো প্রতিফলিত হয়। চাঁদের কোনো বায়ুমণ্ডল নেই।
৩৪. সম্প্রতি ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর ব্যবহার নিয়ে বিতর্ক ও প্রতিবাদ দেখা দেয়— ভারতে।
৩৫. নায়াগ্রা জলপ্রপাত— কানাডায় অবস্থিত।
৩৬. গাছ থেকে ফল মাটিতে পড়ে— অভিকর্ষ বলের প্রভাবে।
৩৭. সম্প্রতি প্রচণ্ড দাবদাহের কারণে ৯০ টি বন্য ঘোড়ার মৃত্যু হয়— অস্ট্রেলিয়ায়।
৩৮. সম্প্রতি ভেনেজুয়েলায় এক প্রেসিডেন্টবিরোধী গণআন্দোলন হয়। এতে সেখানে রাজনৈতিক সংকট দেখা দেয়।
৩৯. 'স্টেট অব দ্যা ইউনিয়ন' নামক ভাষণ দেন— যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টগণ।
৪০. মালয়েশিয়ার নতুন রাজা— সুলতান আবদুল্লাহ।



তারুণ্য ও প্রেরণামূলক লেখা ও তথ্যাদি পেতে ভিজিট করুন Youth Magazine ব্লগ। সেজন্য ভিজিট করুন→
youthmagazine-world.blogspot.com

প্রেরণা হোক তারুণ্যের শক্তি.../
মেহেদী হাসান।

Friday, January 18, 2019

সাপ্তাহিক সংখ্যা—৯: ১২/০১/২০১৯ হতে ১৮/০১/২০১৯

গ্রন্থনা: মেহেদী হাসান  |  Sponsored by: DUKUAPP


তথ্যসমূহ:—
১. মৌসুমি ফল উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান— দশম। বর্তমানে দেশে ৭২ প্রজাতির ফলের চাষ হচ্ছে।
২. কাঁঠাল উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান— দ্বিতীয়। এছাড়াও আম উৎপাদনে ৭ম এবং পেয়ারা উৎপাদনে ৮ম।
৩. সম্প্রতি এক বিতর্কিত নাগরিকত্ব বিল পাশ হয়— ভারতের পার্লামেন্ট লোকসভায়।
৪. নর্থ সেন্টিনেল দ্বীপ— ভারতের আন্দামান দ্বীপপুঞ্জে।
৫. একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক আয়োডিন দরকার— ১০০ থেকে ১৪০ মাইক্রোগ্রাম।
৬. সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক এর "বিশ্ব সুখী প্রতিবেদন-২০১৮" তে বাংলাদেশের অবস্থান— ১১৫ তম (১৫৬টি দেশের মধ্যে)।
৭. স্মৃতিসৌধ 'স্মৃতি অম্লান' অবস্থিত— রাজশাহীতে।
৮. একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে রক্ত থাকে— ৫ থেকে ৬ লিটার।
৯. বাংলাদেশের ৭৫ শতাংশ লোক কৃষির উপর নির্ভরশীল এবং জাতীয় আয়ের ১৩ শতাংশ আসে কৃষি থেকে।
১০. সম্প্রতি ফ্রান্সের পর 'ইয়েলো ভেস্ট' আন্দোলন শুরু হয়— যুক্তরাজ্যে।
১১. সম্প্রতি প্রতিবেশী দেশের সীমান্তে দেয়াল নির্মাণ নিয়ে পার্লামেন্টের বিতর্কে দেশে অচলাবস্থা দেখা দিয়েছে— যুক্তরাষ্ট্রে। মেক্সিকো সীমান্তে দেয়াল দেওয়া নিয়ে এই অচলাবস্থায় সৃষ্টি হয়েছে।
১২. সর্বপ্রথম ই-মেইল পাঠানো হয়— ১৯৭২ সালে অরপানেটে।
১৩. একটি ই-মেইল অ্যাড্রেসের মাঝে অবশ্যই @ চিহ্নটি থাকবে।
১৪. সম্প্রতি কানাডায় আশ্রয় ও নাগরিকত্ব পাওয়া সৌদি অভিবাসী তরুণী— রাহাফ আল কুনুন।
১৫. সম্প্রতি নারায়ণগঞ্জে এক হাজার একর জমিতে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করেছে— জাপান। এর ২৪ শতাংশ মালিকানা পাবে বাংলাদেশ।
১৬. দেশের বর্তমান প্রধান বিচারপতি— সৈয়দ মাহমুদ হোসেন।
১৭. সেলিম আল দীন ছিলেন একজন— প্রখ্যাত বাংলাদেশী নাট্যকার।
১৮. জীবকোষের আবিষ্কারক— রবার্ট হুক।
১৯. বঙ্গোপসাগরের আয়তন— ২২ লক্ষ বর্গকিলোমিটার।
২০. 'সোয়াচ অব নো গ্রাউন্ড' বঙ্গোপসাগরের একটি গভীর খাদের নাম; এই খাদের অন্য নাম গঙ্গাখাত।
২১. যুক্তরাজ্যের পার্লামেন্টে ব্রেক্সিট প্রশ্নে ভোট অনুষ্ঠিত হয়— ১৫ জানুয়ারি ২০১৯।
২২. শরণার্থীদের নিয়ে লেখা নোবেলজয়ী মালালা ইউসুফজাই এর বই— উই আর ডিসপ্লেসড।
২৩. বাংলাদেশে বর্তমানে ১৯টি গ্যাসক্ষেত্রের ৮৩ টি কূপ হতে গ্যাস উৎপাদিত হচ্ছে।
২৪. জীবের সমস্ত বংশগতির তথ্যের সমষ্টি হলো— জিনোম সিকোয়েন্স। বাংলায় বলা হয় জীবনরহস্য বা জিন নকশা।
২৫. ওয়েস্ট মিনিস্টার প্যালেস হলো— ব্রিটেনের পার্লামেন্ট ভবন আর ওয়েস্ট মিনিস্টার অ্যাবে হলো— ব্রিটেনের রাজকীয় সমাধিক্ষেত্র।
২৬. অভিনেত্রী সুচিত্রা সেনের জন্মস্থান ছিল— পাবনা।
২৭. 'ভিয়েন আনমেন স্কয়ার' অবস্থিত— চীনের রাজধানী বেইজিংয়ে। এটি একটি তোরণ। এই স্থানে দাঁড়িয়ে ১৯৪৯ সালের ১ অক্টোবর মাও সে তুং চীনকে সমাজতান্ত্রিক রাষ্ট্র ঘোষণা দেন।
২৮. হংকং ব্রিটেন থেকে চীনের কাছে হস্তান্তরিত হয়— ১৯৯৭ সালে।
২৯. জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা— ইউএনএইচসিআর।
৩০. জাতিসংঘের মহাসচিব— আন্তোনিও গুতেরেস।
৩১. বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন— এফবিসিসিআই।
৩২. স্পুটনিক হলো— রাশিয়ার বার্তা সংস্থা।
৩৩. আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন 'হিউম্যান রাইটস ওয়াচ' হলো— যুক্তরাষ্ট্রভিত্তিক।
৩৪. চাঁদের ভূপৃষ্ঠে চীনের মহাকাশযানের তত্ত্বাবধানে জন্মানো প্রথম উদ্ভিদ ছিল— কার্পাস তুলার বীজ।
৩৫. রিমোট কন্ট্রোলসমূহে ব্যবহৃত হয়— অবলোহিত রশ্মি। এই রশ্মির বিকিরণ খালি চোখে দেখা যায় না।
৩৬. মার্কিন কংগ্রেসের স্পিকার— ন্যান্সি পেলোসি।
৩৭. সাদত হাসান মান্টো ছিলেন— উপমহাদেশের একজন নন্দিত লেখক।
৩৮. আটলান্টিক মহাসাগরে প্রচুর পরিমাণে জলজ উদ্ভিদ জন্মায়। আটলান্টিক মহাসাগরের পানি সবুজ দেখায়।
৩৯. সিসিলি দ্বীপ অবস্থিত— ইতালির দক্ষিণাঞ্চলে। এই দ্বীপে পাহাড়ের উপরে নির্মিত বাড়িগুলোর জানালা দিয়ে ভূমধ্যসাগরের অপরূপ দৃশ্য দেখা যায়।



বাংলাদেশিদের বিভিন্ন কৃতিত্বপূর্ণ আবিষ্কার ও উদ্ভাবন সম্পর্কে জানতে ও নিয়মিত আপডেট দেখতে ভিজিট করুন Innovation Magazine এর ব্লগ কিংবা ফেসবুক পেজ।

উদ্ভাবন আমাদের কৃতিত্ব।
© মেহেদী হাসান।

Friday, January 11, 2019

সাপ্তাহিক সংখ্যা—৮: ০৫/০১/২০১৯ হতে ১১/০১/২০১৯

গ্রন্থনা: মেহেদী হাসান  |  Sponsored by: DUKUAPP


তথ্যসমূহ:—
১. সম্প্রতি কথাসাহিত্যিক মোস্তফা কামালের 'জননী' উপন্যাসের ইংরেজি সংস্করণ প্রকাশিত হয় 'দ্য মাদার' নামে লন্ডন থেকে। এটি প্রকাশ করে লন্ডনের 'অলিম্পিয়া পাবলিশার্স'।
২. এপিকালচার হলো— মৌমাছি চাষবিদ্যা।
৩. জীবের শ্রেণিবিন্যাসের জনক— ক্যারোলাস লিনিয়াস। তিনিই প্রথম প্রজাতির দ্বিপদ নামকরনের প্রবর্তন করেন।
৪. জ্বীনতত্ত্বের জনক— গ্রেগর জোহান মেন্ডেল।
৫. ভারতের ঐতিহাসিক 'বাবরি মসজিদ' ছিল— অযোধ্যায়।
৬. যুক্তরাষ্ট্রে বাংলাদেশি উদ্ভাবক সানি সানওয়ার এর প্রতিষ্ঠানের নাম— ভার্ড টু গো।
৭. 'ডি-৮' হলো— উন্নয়নশীল ৮টি দেশের জোট।
৮. 'দ্য টেলিগ্রাফ', 'দ্য ইকোনমিক টাইমস' এবং 'দ্য পাইওনিয়ার' হলো— ভারতের ইংরেজি ভাষার দৈনিক; এর মধ্যে 'দ্য পাইওনিয়ার' হলো সর্বাধিক প্রখ্যাত পত্রিকা।
৯. হংকংয়ে বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম আইন প্রণেতা— ২০ বছর বয়সী ফারিহা সালমা দিয়া।
১০. সোফট হলো— একটি আইটি (তথ্যপ্রযুক্তি) নিরাপত্তা প্রতিষ্ঠান।
১১. বই পড়ার সংস্কৃতি উন্নয়নের সৈনিক 'পলান সরকার' এর বাড়ি— রাজশাহীতে।
১২. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন— ১৭ মার্চ।
১৩. সম্প্রতি জার্মানি, সুইডেন, ফ্রান্স, নেদারল্যান্ড, ইংল্যান্ড, ইতালি ও নরওয়েসহ বিশ্বের ১৮টি দেশে রপ্তানি হওয়া বাংলাদেশের ঝুড়ি তৈরি হচ্ছে— বগুড়ার শেরপুরে।
১৪. ফ্রিজের অভ্যন্তরভাগ ঠাণ্ডা রাখার জন্য ব্যবহৃত হচ্ছে— সিএফসি গ্যাস।
১৫. সিএসসি গ্যাস বায়ুমণ্ডলের ওজোন স্তর নষ্ট করে ও ক্ষতিকর অতিবেগুনি রশ্মি ভূপৃষ্ঠে আসতে সহায়তা করে। এর ফলে চর্মরোগ বেড়ে যায়।
১৬. পেন্টাগন হলো— মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর।
১৭. সেন্টার ফর ইকোনমিক অ্যান্ড বিজনেস রিসার্চ (সিইবিআর) হলো— যুক্তরাজ্যভিত্তিক অর্থনীতি ও বাণিজ্য গবেষণা প্রতিষ্ঠান।
১৮. 'এ গোল্ডেন এজ', 'দ্যা গুড মুসলিম' বইগুলির লেখক— তহমিনা আনাম।
১৯. জাতিসংঘ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল— পাঁচটি।
২০. 'ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কার্নিভাল' সাংস্কৃতিক উৎসব হয় কলম্বিয়ায়। ইউনেসকো এটিকে বিশ্ব ঐতিহ্যের অংশ বলে স্বীকৃতি দিয়েছে ২০০৯ সালে।
২১. সম্প্রতি দেশে বিনিয়োগকারীদের জন্য পরীক্ষামূলকভাবে 'ওয়ান স্টপ সার্ভিস' চালু করেছে— বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কতৃপক্ষ (বিডা)।
২২. মন্ত্রীদের পদমর্যাদার ক্রম হলো— মন্ত্রী> প্রতিমন্ত্রী> উপমন্ত্রী।
২৩. সম্প্রতি 'প্রতিষ্ঠার সার্ধশতবর্ষ' পূর্ণ হয়— চট্টগ্রাম কলেজের।
২৪. ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা— সিবিআই তথা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন; (বাংলাদেশের পিবিআই— পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন এবং যুক্তরাষ্ট্রের এফবিআই— ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন)।
২৫. সম্প্রতি পদত্যাগ করেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট— জিম ইয়ং কিম।
২৬. বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস— ১০ জানুয়ারি। পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে প্রথমে লন্ডন ও তারপর নয়াদিল্লী হয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন।
২৭. বাংলাদেশে জঙ্গি ও সন্ত্রাস দমনে গঠিত পুলিশের বেঞ্চ— অ্যান্টি টেরিজম ইউনিট (এটিইউ)।
২৮. জিআই বা 'জিওগ্রাফিক্যাল ইনডেক্স' হলো— ভৌগোলিক নির্দেশক পণ্য। অর্থাৎ ওই পণ্যটি শুধু পৃথিবীর ওই নির্দিষ্ট অঞ্চলেই উৎপাদিত হয়। ইলিশ বাংলাদেশের একটি ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য। এছাড়াও ফজলি আম, নকশিকাঁথা ও জামদানি শাড়ি প্রভৃতি বাংলাদেশের জিআই পণ্য।
২৯. ইলিশের জীবনরহস্য (জিনোম সিকোয়েন্স) উন্মোচনকারী বাংলাদেশি দলটির নেতৃত্বে ছিলেন— ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুজীববিজ্ঞান বিভাগের অধ্যাপক— হাসিনা খান।
৩০. হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ থাকে— রক্তের লোহিত রক্তকণিকায়। লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না। লোহিত রক্তকণিকা যকৃৎ ও অস্তিমজ্জায় তৈরি হয়।
৩১. অস্ট্রেলিয়ার রাজধানী— ক্যানবেরা।
৩২. সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর প্রধান অর্থনীতিবিদ হিসেবে দায়িত্ব নেওয়া প্রথম নারী— গীতা গোপিনাথ। তিনি একজন ভারতীয়।
৩৩. সম্প্রতি বিশ্ব পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান— ৯৭ তম।
৩৪. 'স্মার্ট ওয়ার্কস'— নারীর জীবনমান উন্নয়নে কাজ করা লন্ডনভিত্তিক দাতব্য সংস্থা।
৩৫. স্নেহ পদার্থ বা লিপিড গঠিত হয়— ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলের সমন্বয়ে।
৩৬. সম্প্রতি বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের উল্টোপিঠে তথা অদেখা অংশে রোবট পাঠিয়ে সফল হলো— চীন।
৩৭. উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ রাজনৈতিক আশ্রয় নেন— লন্ডনের ইকুয়েডর দূতাবাসে ২০১২ সালে।
৩৮. সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন— কমিটি টু প্রজেক্ট জার্নালিস্ট (সিপিজে)।



সুখপাঠ্য ও শিক্ষণীয় গল্পের ডালা নিয়ে এলো "লিটারেচার ডেস্ক"! গল্প পড়ো ও লিখো 'লাইফ একাডেমি' এর লিটারেচার ডেস্কে। লেখা মানসম্মত হলে আমরা প্রকাশ করবো।
ওয়েব অ্যাড্রেস/ লিংক/ URL:
literaturedesk.blogspot.com

লেখা পঠাতে পারো ই-মেইলে কিংবা ফেসবুক পেজে।
ই-মেইল: lifeacademy.ac.bd@gmail.com
ফেসবুক: facebook.com/lifeacademy.ac.bd

লিখো মন খুলে.../
মেহেদী হাসান
প্রতিষ্ঠাতা, লাইফ একাডেমি।

Friday, January 4, 2019

সাপ্তাহিক সংখ্যা—৭: ২৯/১২/২০১৮ হতে ০৪/০১/২০১৯

২৯ ডিসেম্বর, ২০১৮ শনিবার → ০৪ জানুয়ারি, ২০১৯ শুক্রবার


তথ্যসমূহ:—
১. 'পোলিং এজেন্ট' (Polling Agent) অর্থ— ভোটগ্রহণ প্রতিনিধি।
২. 'দ্যা গার্ডিয়ান' হলো— যুক্তরাজ্যের প্রভাবশালী গণমাধ্যম।
৩. শিল্পাচার্য জয়নুল আবেদীনের জন্মস্থান— কিশোরগঞ্জ।
৪. রাইড শেয়ারিং হলো— অ্যাপসভিত্তিক যানবাহন রিজার্ভ করা ও যাত্রাপথের দূরত্ব মেপে সেই মোতাবেক ভাড়া পরিশোধের একটি প্রযুক্তিগত ব্যবস্থা। এতে বাইক বা গাড়িতে স্পেস শেয়ার করে তথা লিফট দিয়ে আয় করারও ব্যবস্থা আছে।
৫. ২০১৮ এর শেষেরদিকে যুক্তরাষ্ট্র অভিমুখে বিপুল সংখ্যক অভিবাসন প্রত্যাশী এসেছিল— হন্ডুরাস থেকে।
৬. রনিল বিক্রমাসিংহে শ্রীলংকার প্রধানমন্ত্রীর পদে পুনঃপ্রতিষ্ঠিত হন— ১৬ ডিসেম্বর, ২০১৮।
৭. থাইল্যান্ডের 'থাম লুয়াং' গুহা থেকে খুদে ফুটবলারদের ও তাদের কোচকে উদ্ধার করা ব্রিটিশ ডুবুরি দলটি সম্প্রতি অর্জন করে— 'নিউ ইয়ার অনার্স' নামক যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী সম্মাননা।
৮. 'মাদাগাস্কার পোচার্ড' হলো— বিরল প্রজাতির হাঁস।
৯. পৃথিবীর সবচেয়ে বেশি বয়সী গাছের জীবন্ত নিদর্শন— আফ্রিকার 'বাওবাব' গাছ। এই বাওবাব গাছ পৃথিবীতে বীজ উৎপাদনকারী কোনো উদ্ভিদের মধ্যে সবচেয়ে দীর্ঘায়ু উদ্ভিদ।
১০. 'নেচার প্ল্যান্টস' হলো— একটি বিজ্ঞান সাময়িকী।
১১. বার্তা সংস্থা 'রয়টার্স' হলো— যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আর এএফপি হলো ফ্রান্সভিত্তিক এবং মধ্যপ্রাচ্যের প্রভাবশালী গণমাধ্যম 'আল-জাজিরা' হলো কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম। রাশিয়ার বার্তা সংস্থা— তাস।
১২. সম্প্রতি প্রলয়ংকরী ঝড় 'উসমান' আঘাত হানে— ফিলিপাইনে।
১৩. সোভিয়েত ইউনিয়নের পতন হয়— ১৯৯১ সালে।
১৪. 'ওবামাকেয়ার' হলো— স্বাস্থ্যসেবা কর্মসূচি।
১৫. জাপানের প্রধানমন্ত্রী— শিনজো আবে।
১৬. কয়লা হলো একধরনের— পাললিক শিলা। এর মূল উপাদান 'কার্বন'।
১৭. উত্তর কোরিয়ার রাজধানী— পিয়ংইয়ং।
১৮. 'দক্ষিণায়নের দিন', 'উত্তরের খেপ', 'প্রদোষে প্রাকৃতজন' উপন্যাসগুলির লেখক— শওকত আলী।
১৯. ওর স্যালাইন বা খাওয়ার স্যালাইনের আবিষ্কারকদের অন্যতম ছিলেন— ডা. রফিকুল ইসলাম।
২০. বীরপ্রতীক কাঁকন বিবির বাড়ি ছিল— সুনামগঞ্জে।
২১. কুড়িগ্রামের মুক্তিযোদ্ধা তারামন বিবি মৃত্যুবরণ করেন— ১ডিসেম্বর, ২০১৮। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ১৯৭৩ সালে বীরপ্রতীক খেতাব দেয়।
২২. 'একাত্তরের জননী' গ্রন্থটির লেখক— রমা চৌধুরী।
২৩. 'নয়নমণি' চলচ্চিত্রটির নির্মাতা ছিলেন— আমজাদ হোসেন।
২৪. বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির ঐতিহ্য জাদুঘর অবস্থিত— রাজধানীর 'নিমতলীর দেউড়ি' তে।
২৫. জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি (ইউনাইটেড ন্যাশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম) ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর নিউইয়র্কে। ১৯৭২ সাল থেকে ইউএনডিপি বাংলাদেশের উন্নয়নে সহায়তা করে আসছে।
২৬. ব্রাজিলের প্রেসিডেন্ট— জইর বলসোনারো।
২৭. 'তাইওয়ান' চীনের নিয়ন্ত্রণাধীন একটি স্বশাসিত অঞ্চল।
২৮. 'দ্যা ইকনোমিস্ট' হলো— লন্ডনভিত্তিক সাপ্তাহিক সাময়িকী।
২৯. 'এশিয়া টাইমস' হলো— হংকংভিত্তিক সংবাদবিষয়ক ওয়েবসাইট।
৩০. 'গ্লোবাল টাইমস' চীনের সংবাদপত্র এবং 'ব্লুমবার্গ' যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম।
৩১. 'পিপলস রিভিউ' নেপালের সাপ্তাহিক। 'দ্য নিউজ' পাকিস্তানের সংবাদমাধ্যম।
৩২. কোষের সব শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে— নিউক্লিয়াস। প্রোটোপ্লাজমের মধ্যে ভাসমান গোলাকার ঘন বস্তুটি নিউক্লিয়াস। নিউক্লিয়াস চারটি অংশ নিয়ে গঠিত যথা— নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, ক্রোমাটিক তন্তু ও নিউক্লিওলাস।
৩৩. সম্প্রতি অসচ্ছল মুক্তিযোদ্ধাদের বসবাসের জন্য নির্মাণ করা বাড়ির নাম ছিল— 'বীর নিবাশ'।
৩৪. সম্প্রতি ভারতে জাতীয় পর্যায়ে গঠিত হওয়া প্রথম নারীকেন্দ্রিক রাজনৈতিক দল— "ন্যাশনাল উইমেন্স পার্টি"।
৩৫. 'পথের পাঁচালি' উপন্যাসটির লেখক ছিলেন— বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
৩৬. সম্প্রতি চাঁদে পাঠানো চীনের মহাকাশযান— চ্যাং ই-৪।



স্বাস্থ্য পরিচর্যায় ভেষজ উপাদানসমূহের ব্যবহার সম্পর্কে জানতে ও রূপচর্চার বিভিন্ন ভেষজ রেসিপি তৈরির প্রক্রিয়া জানতে ভিজিট করুন Home Laboratory এর ব্লগ কিংবা ফেসবুক পেজ।
ব্লগের ওয়েব অ্যাড্রেস/ URL:
homelaboratory1.blogspot.com

ফেসবুক পেজের লিংক→

Home Laboratory | ভেষজ রেসিপিবুক