২৯ ডিসেম্বর, ২০১৮ শনিবার → ০৪ জানুয়ারি, ২০১৯ শুক্রবার
তথ্যসমূহ:—
১. 'পোলিং এজেন্ট' (Polling Agent) অর্থ— ভোটগ্রহণ প্রতিনিধি।
২. 'দ্যা গার্ডিয়ান' হলো— যুক্তরাজ্যের প্রভাবশালী গণমাধ্যম।
৩. শিল্পাচার্য জয়নুল আবেদীনের জন্মস্থান— কিশোরগঞ্জ।
৪. রাইড শেয়ারিং হলো— অ্যাপসভিত্তিক যানবাহন রিজার্ভ করা ও যাত্রাপথের দূরত্ব মেপে সেই মোতাবেক ভাড়া পরিশোধের একটি প্রযুক্তিগত ব্যবস্থা। এতে বাইক বা গাড়িতে স্পেস শেয়ার করে তথা লিফট দিয়ে আয় করারও ব্যবস্থা আছে।
৫. ২০১৮ এর শেষেরদিকে যুক্তরাষ্ট্র অভিমুখে বিপুল সংখ্যক অভিবাসন প্রত্যাশী এসেছিল— হন্ডুরাস থেকে।
৬. রনিল বিক্রমাসিংহে শ্রীলংকার প্রধানমন্ত্রীর পদে পুনঃপ্রতিষ্ঠিত হন— ১৬ ডিসেম্বর, ২০১৮।
৭. থাইল্যান্ডের 'থাম লুয়াং' গুহা থেকে খুদে ফুটবলারদের ও তাদের কোচকে উদ্ধার করা ব্রিটিশ ডুবুরি দলটি সম্প্রতি অর্জন করে— 'নিউ ইয়ার অনার্স' নামক যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী সম্মাননা।
৮. 'মাদাগাস্কার পোচার্ড' হলো— বিরল প্রজাতির হাঁস।
৯. পৃথিবীর সবচেয়ে বেশি বয়সী গাছের জীবন্ত নিদর্শন— আফ্রিকার 'বাওবাব' গাছ। এই বাওবাব গাছ পৃথিবীতে বীজ উৎপাদনকারী কোনো উদ্ভিদের মধ্যে সবচেয়ে দীর্ঘায়ু উদ্ভিদ।
১০. 'নেচার প্ল্যান্টস' হলো— একটি বিজ্ঞান সাময়িকী।
১১. বার্তা সংস্থা 'রয়টার্স' হলো— যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আর এএফপি হলো ফ্রান্সভিত্তিক এবং মধ্যপ্রাচ্যের প্রভাবশালী গণমাধ্যম 'আল-জাজিরা' হলো কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম। রাশিয়ার বার্তা সংস্থা— তাস।
১২. সম্প্রতি প্রলয়ংকরী ঝড় 'উসমান' আঘাত হানে— ফিলিপাইনে।
১৩. সোভিয়েত ইউনিয়নের পতন হয়— ১৯৯১ সালে।
১৪. 'ওবামাকেয়ার' হলো— স্বাস্থ্যসেবা কর্মসূচি।
১৫. জাপানের প্রধানমন্ত্রী— শিনজো আবে।
১৬. কয়লা হলো একধরনের— পাললিক শিলা। এর মূল উপাদান 'কার্বন'।
১৭. উত্তর কোরিয়ার রাজধানী— পিয়ংইয়ং।
১৮. 'দক্ষিণায়নের দিন', 'উত্তরের খেপ', 'প্রদোষে প্রাকৃতজন' উপন্যাসগুলির লেখক— শওকত আলী।১৯. ওর স্যালাইন বা খাওয়ার স্যালাইনের আবিষ্কারকদের অন্যতম ছিলেন— ডা. রফিকুল ইসলাম।
২০. বীরপ্রতীক কাঁকন বিবির বাড়ি ছিল— সুনামগঞ্জে।
২১. কুড়িগ্রামের মুক্তিযোদ্ধা তারামন বিবি মৃত্যুবরণ করেন— ১ডিসেম্বর, ২০১৮। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ১৯৭৩ সালে বীরপ্রতীক খেতাব দেয়।
২২. 'একাত্তরের জননী' গ্রন্থটির লেখক— রমা চৌধুরী।
২৩. 'নয়নমণি' চলচ্চিত্রটির নির্মাতা ছিলেন— আমজাদ হোসেন।
২৪. বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির ঐতিহ্য জাদুঘর অবস্থিত— রাজধানীর 'নিমতলীর দেউড়ি' তে।
২৫. জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি (ইউনাইটেড ন্যাশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম) ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর নিউইয়র্কে। ১৯৭২ সাল থেকে ইউএনডিপি বাংলাদেশের উন্নয়নে সহায়তা করে আসছে।
২৬. ব্রাজিলের প্রেসিডেন্ট— জইর বলসোনারো।
২৭. 'তাইওয়ান' চীনের নিয়ন্ত্রণাধীন একটি স্বশাসিত অঞ্চল।
২৮. 'দ্যা ইকনোমিস্ট' হলো— লন্ডনভিত্তিক সাপ্তাহিক সাময়িকী।
২৯. 'এশিয়া টাইমস' হলো— হংকংভিত্তিক সংবাদবিষয়ক ওয়েবসাইট।
৩০. 'গ্লোবাল টাইমস' চীনের সংবাদপত্র এবং 'ব্লুমবার্গ' যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম।
৩১. 'পিপলস রিভিউ' নেপালের সাপ্তাহিক। 'দ্য নিউজ' পাকিস্তানের সংবাদমাধ্যম।
৩২. কোষের সব শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে— নিউক্লিয়াস। প্রোটোপ্লাজমের মধ্যে ভাসমান গোলাকার ঘন বস্তুটি নিউক্লিয়াস। নিউক্লিয়াস চারটি অংশ নিয়ে গঠিত যথা— নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, ক্রোমাটিক তন্তু ও নিউক্লিওলাস।
৩৩. সম্প্রতি অসচ্ছল মুক্তিযোদ্ধাদের বসবাসের জন্য নির্মাণ করা বাড়ির নাম ছিল— 'বীর নিবাশ'।
৩৪. সম্প্রতি ভারতে জাতীয় পর্যায়ে গঠিত হওয়া প্রথম নারীকেন্দ্রিক রাজনৈতিক দল— "ন্যাশনাল উইমেন্স পার্টি"।
৩৫. 'পথের পাঁচালি' উপন্যাসটির লেখক ছিলেন— বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
৩৬. সম্প্রতি চাঁদে পাঠানো চীনের মহাকাশযান— চ্যাং ই-৪।
স্বাস্থ্য পরিচর্যায় ভেষজ উপাদানসমূহের ব্যবহার সম্পর্কে জানতে ও রূপচর্চার বিভিন্ন ভেষজ রেসিপি তৈরির প্রক্রিয়া জানতে ভিজিট করুন Home Laboratory এর ব্লগ কিংবা ফেসবুক পেজ।
ব্লগের ওয়েব অ্যাড্রেস/ URL:
homelaboratory1.blogspot.com
ফেসবুক পেজের লিংক→
Home Laboratory | ভেষজ রেসিপিবুক
No comments:
Post a Comment