গ্রন্থনা: মেহেদী হাসান | Sponsored by: DUKUAPP
তথ্যসমূহ:—
১. মৌসুমি ফল উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান— দশম। বর্তমানে দেশে ৭২ প্রজাতির ফলের চাষ হচ্ছে।
২. কাঁঠাল উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান— দ্বিতীয়। এছাড়াও আম উৎপাদনে ৭ম এবং পেয়ারা উৎপাদনে ৮ম।
৩. সম্প্রতি এক বিতর্কিত নাগরিকত্ব বিল পাশ হয়— ভারতের পার্লামেন্ট লোকসভায়।
৪. নর্থ সেন্টিনেল দ্বীপ— ভারতের আন্দামান দ্বীপপুঞ্জে।
৫. একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক আয়োডিন দরকার— ১০০ থেকে ১৪০ মাইক্রোগ্রাম।
৬. সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক এর "বিশ্ব সুখী প্রতিবেদন-২০১৮" তে বাংলাদেশের অবস্থান— ১১৫ তম (১৫৬টি দেশের মধ্যে)।
৭. স্মৃতিসৌধ 'স্মৃতি অম্লান' অবস্থিত— রাজশাহীতে।
৮. একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে রক্ত থাকে— ৫ থেকে ৬ লিটার।
৯. বাংলাদেশের ৭৫ শতাংশ লোক কৃষির উপর নির্ভরশীল এবং জাতীয় আয়ের ১৩ শতাংশ আসে কৃষি থেকে।
১০. সম্প্রতি ফ্রান্সের পর 'ইয়েলো ভেস্ট' আন্দোলন শুরু হয়— যুক্তরাজ্যে।
১১. সম্প্রতি প্রতিবেশী দেশের সীমান্তে দেয়াল নির্মাণ নিয়ে পার্লামেন্টের বিতর্কে দেশে অচলাবস্থা দেখা দিয়েছে— যুক্তরাষ্ট্রে। মেক্সিকো সীমান্তে দেয়াল দেওয়া নিয়ে এই অচলাবস্থায় সৃষ্টি হয়েছে।
১২. সর্বপ্রথম ই-মেইল পাঠানো হয়— ১৯৭২ সালে অরপানেটে।
১৩. একটি ই-মেইল অ্যাড্রেসের মাঝে অবশ্যই @ চিহ্নটি থাকবে।
১৪. সম্প্রতি কানাডায় আশ্রয় ও নাগরিকত্ব পাওয়া সৌদি অভিবাসী তরুণী— রাহাফ আল কুনুন।
১৫. সম্প্রতি নারায়ণগঞ্জে এক হাজার একর জমিতে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করেছে— জাপান। এর ২৪ শতাংশ মালিকানা পাবে বাংলাদেশ।
১৬. দেশের বর্তমান প্রধান বিচারপতি— সৈয়দ মাহমুদ হোসেন।
১৭. সেলিম আল দীন ছিলেন একজন— প্রখ্যাত বাংলাদেশী নাট্যকার।
১৮. জীবকোষের আবিষ্কারক— রবার্ট হুক।
১৯. বঙ্গোপসাগরের আয়তন— ২২ লক্ষ বর্গকিলোমিটার।
২০. 'সোয়াচ অব নো গ্রাউন্ড' বঙ্গোপসাগরের একটি গভীর খাদের নাম; এই খাদের অন্য নাম গঙ্গাখাত।
২১. যুক্তরাজ্যের পার্লামেন্টে ব্রেক্সিট প্রশ্নে ভোট অনুষ্ঠিত হয়— ১৫ জানুয়ারি ২০১৯।২২. শরণার্থীদের নিয়ে লেখা নোবেলজয়ী মালালা ইউসুফজাই এর বই— উই আর ডিসপ্লেসড।
২৩. বাংলাদেশে বর্তমানে ১৯টি গ্যাসক্ষেত্রের ৮৩ টি কূপ হতে গ্যাস উৎপাদিত হচ্ছে।
২৪. জীবের সমস্ত বংশগতির তথ্যের সমষ্টি হলো— জিনোম সিকোয়েন্স। বাংলায় বলা হয় জীবনরহস্য বা জিন নকশা।
২৫. ওয়েস্ট মিনিস্টার প্যালেস হলো— ব্রিটেনের পার্লামেন্ট ভবন আর ওয়েস্ট মিনিস্টার অ্যাবে হলো— ব্রিটেনের রাজকীয় সমাধিক্ষেত্র।
২৬. অভিনেত্রী সুচিত্রা সেনের জন্মস্থান ছিল— পাবনা।
২৭. 'ভিয়েন আনমেন স্কয়ার' অবস্থিত— চীনের রাজধানী বেইজিংয়ে। এটি একটি তোরণ। এই স্থানে দাঁড়িয়ে ১৯৪৯ সালের ১ অক্টোবর মাও সে তুং চীনকে সমাজতান্ত্রিক রাষ্ট্র ঘোষণা দেন।
২৮. হংকং ব্রিটেন থেকে চীনের কাছে হস্তান্তরিত হয়— ১৯৯৭ সালে।
২৯. জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা— ইউএনএইচসিআর।
৩০. জাতিসংঘের মহাসচিব— আন্তোনিও গুতেরেস।
৩১. বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন— এফবিসিসিআই।
৩২. স্পুটনিক হলো— রাশিয়ার বার্তা সংস্থা।
৩৩. আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন 'হিউম্যান রাইটস ওয়াচ' হলো— যুক্তরাষ্ট্রভিত্তিক।
৩৪. চাঁদের ভূপৃষ্ঠে চীনের মহাকাশযানের তত্ত্বাবধানে জন্মানো প্রথম উদ্ভিদ ছিল— কার্পাস তুলার বীজ।
৩৫. রিমোট কন্ট্রোলসমূহে ব্যবহৃত হয়— অবলোহিত রশ্মি। এই রশ্মির বিকিরণ খালি চোখে দেখা যায় না।
৩৬. মার্কিন কংগ্রেসের স্পিকার— ন্যান্সি পেলোসি।
৩৭. সাদত হাসান মান্টো ছিলেন— উপমহাদেশের একজন নন্দিত লেখক।
৩৮. আটলান্টিক মহাসাগরে প্রচুর পরিমাণে জলজ উদ্ভিদ জন্মায়। আটলান্টিক মহাসাগরের পানি সবুজ দেখায়।
৩৯. সিসিলি দ্বীপ অবস্থিত— ইতালির দক্ষিণাঞ্চলে। এই দ্বীপে পাহাড়ের উপরে নির্মিত বাড়িগুলোর জানালা দিয়ে ভূমধ্যসাগরের অপরূপ দৃশ্য দেখা যায়।
বাংলাদেশিদের বিভিন্ন কৃতিত্বপূর্ণ আবিষ্কার ও উদ্ভাবন সম্পর্কে জানতে ও নিয়মিত আপডেট দেখতে ভিজিট করুন Innovation Magazine এর ব্লগ কিংবা ফেসবুক পেজ।
উদ্ভাবন আমাদের কৃতিত্ব।
© মেহেদী হাসান।
No comments:
Post a Comment