Friday, September 6, 2019

সাপ্তাহিক সংখ্যা—৪২: ৩১/০৮/২০১৯ হতে ০৬/০৯/২০১৯

গ্রন্থনা: মেহেদী হাসান  |  Sponsored by: DUKUAPP


তথ্যসমূহ:—
১. আগনেস চৌ এবং জোশুয়া ওং হলেন— হংকংয়ের গণতন্ত্রকামী নেতা।
২. 'বড়কুঠি' নামক পুরাকীর্তিটি অবস্থিত— রাজশাহীতে।
৩. সম্প্রতি ঘূর্ণিঝড় 'ডোরিয়ান' আঘাত হানে— আটলান্টিক মহাসাগরের বাহামা দ্বীপপুঞ্জে ও যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে।
৪. এনআরসি হলো— ভারতের আসাম রাজ্যের জাতীয় নাগরিকপঞ্জি।
৫. জলবায়ু পরিবর্তনের কারণে ইন্দোনেশিয়ার সরকার 'বোর্নিও' দ্বীপের ইস্ট কালিমানতান কে দেশের নতুন রাজধানী হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন।
৬. কাশ্মীর সংকটের সুত্র ধরে বিক্ষোভ ও ভাঙচুর হয়— লন্ডনে ভারতীয় দূতাবাসের সামনে।
৭. পেন্টাগন হলো— মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর।
৮. সম্প্রতি বিতর্কিত বিল প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়— হংকংয়ের সন্দেহভাজন আসামী প্রত্যর্পণ বিল।
৯. অ্যানথ্রাক্স রোগ ছড়ায়— গবাদিপশুর মাধ্যমে।
১০. বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান— আইসিডিডিআরবি।
১১. সম্প্রতি বেগুনি রাঙের ধানগাছ রোপন করা হয়— খাগড়াছড়ির পানছড়ি উপজেলায়।
১২. সম্প্রতি আসামের জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) থেকে বাদ পড়ে— ১৯ লক্ষ অধিবাসী।



বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি সম্পর্কিত বিভিন্ন পরামর্শ পেতে ভিজিট করুন→
স্বপ্ন হোক সত্যি |
University Admission Advice Desk