Friday, January 25, 2019

সাপ্তাহিক সংখ্যা—১০: ১৯/০১/২০১৯ হতে ২৫/০১/২০১৯

গ্রন্থনা: মেহেদী হাসান  |  Sponsored by: DUKUAPP


তথ্যসমূহ:—
১. ছাগলের দুধ উৎপাদনে বাংলাদেশের অবস্থান বিশ্বে— দ্বিতীয়। আর ছাগলের মাংস উৎপাদনে— চতুর্থ।
২. গবাদিপশু উৎপাদনে বাংলাদেশ বিশ্বে— ১২ তম।
৩. উইঘুর মুসলিম সম্প্রদায় বাস করে— চীনে।
৪. যুক্তরাজ্যের গবেষণা সংস্থা সেন্টার ফর ইকোনমিক অ্যান্ড বিজনেস রিসার্চ (সিইবিআর) এর মতে বাংলাদেশ বিশ্বের ৪১ তম অর্থনীতির দেশ।
৫. বাংলাদেশে প্রণীত সর্বশেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদকাল— ২০১৬-২০২১ খ্রিঃ।
৬. ২০১৮ এর জুনে থাইল্যান্ডের থাম লুয়াং গুহায় আটকে পড়া ১২ জন খুদে ফুটবলার ও তাদের কোচকে উদ্ধার অভিযানের গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্র— দ্য কেইভ। এর পরিচালক টম ওয়েলার।
৭. গরিব মানুষের বসবাসে বিশ্বে বাংলাদেশের অবস্থান— ৫ম।
৮. সৌরজগতের বাইরে পৃথিবীর মতো কাছাকাছি বৈশিষ্ট্যসম্পন্ন একটি গ্রহ হলো— 'রস ১২৮-বি' গ্রহ।
৯. আন্তর্জাতিক পুলিশ সংস্থা— ইন্টারপোল (ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন)।
১০. আশিয়ান হলো— দক্ষিণপূর্ব এশীয় দেশগুলোর জোট।
১১. জাতিসংঘের সদস্য দেশ— ১৯৩ টি।
১২. জিকা ভাইরাসের উৎপত্তি উগান্ডায় এবং ইহা প্রথম ছড়ায় ব্রাজিলে।
১৩. জিকা ভাইরাস ছড়ায়— এডিস মশা। এডিস মশা ডেঙ্গু ও চিকনগুনিয়া ভাইরাসও ছড়ায়।
১৪. এইচআইভি তে আক্রান্ত শীর্ষ দেশ— সোয়াজিল্যান্ড।
১৫. হুতি বিদ্রোহীরা— ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী।
১৬. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবনের নাম— হোয়াইট হাউজ এবং এর পশ্চিম অংশে অবস্থিত প্রেসিডেন্টের কার্যালয়ের নাম— ওভাল অফিস।
১৭. মিয়ানমারে জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক বিশেষ দূত ইয়াংহি লি।
১৮. উনসত্তরের (১৯৬৯) গণঅভ্যুন্থান গড়ে তুলেছিল— ছাত্রসমাজ।
১৯. বাংলাদেশের সর্বাধিক বিখ্যাত জলপ্রপাত— মাধবকুণ্ড। এটি মৌলভিবাজারের বড়লেখায় অবস্থিত। এটির উৎপত্তি— পাথুরিয়া পাহাড় থেকে। এর পানি ২৫০ ফুট উপর থেকে নিচে পতিত হয়।
২০. হামহাম জলপ্রপাত মৌলভিবাজারের কমলগঞ্জে অবস্থিত। আর শৈলপ্রপাত জলপ্রপাতটি বান্দরবান হতে ৪ কি. মি. দূরে অবস্থিত।
২১. কুয়াকাটা সমুদ্রসৈকত অবস্থিত— পটুয়াখালীর কলাপাড়া উপজেলায়। এ সমুদ্র সৈকতে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত উভয় দৃশ্যই দেখা যায় এবং একে সাগরকণ্যা বলা হয়।
২২. সম্প্রতি ইইউভুক্ত দেশগুলোর নাগরিকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করে— যুক্তরাজ্য।
২৩. জিআরইউ হলো— রাশিয়ার শীর্ষ সামরিক গোয়েন্দা সংস্থা।
২৪. 'গ্লোবাল টাইমস' হলো— চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত দৈনিক।
২৫. চা উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান— নবম। এই র‍্যাংকিং করেছে লন্ডনভিত্তিক 'ইন্টারন্যাশনাল টি কমিটি'।
২৬. এখন দেশে মোট চা বাগান আছে— ১৬৬ টি।
২৭. বাংলাদেশে পরিযায়ী পাখি আসে— শীতকালে।
২৮. আসাদুজ্জামান (শহীদ আসাদ) শহীদ হয়েছিলেন— উনসত্তরের (১৯৬৯) গণ-অভ্যুন্থানে।
২৯. উসত্তরের গণ-অভ্যুন্থানে ২৪ জানুয়ারিতে শহীদ হয়েছিলেন— ছাত্রনেতা মতিউর রহমান।
৩০. সৌরজগৎ মিল্কিওয়ে গ্যালাক্সির অন্তর্ভুক্ত।
৩১. ইতালির ভিসুভিয়াস, জাপানের ফুজিয়ামা হলো— আগ্নেয়পর্বত।
৩২. দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র— কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র। এটি কর্ণফুলী নদীর কাপ্তাই নামক স্থানে অবস্থিত।
৩৩. চাঁদের নিজস্ব আলো নেই, চাঁদে সূর্যের আলো প্রতিফলিত হয়। চাঁদের কোনো বায়ুমণ্ডল নেই।
৩৪. সম্প্রতি ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর ব্যবহার নিয়ে বিতর্ক ও প্রতিবাদ দেখা দেয়— ভারতে।
৩৫. নায়াগ্রা জলপ্রপাত— কানাডায় অবস্থিত।
৩৬. গাছ থেকে ফল মাটিতে পড়ে— অভিকর্ষ বলের প্রভাবে।
৩৭. সম্প্রতি প্রচণ্ড দাবদাহের কারণে ৯০ টি বন্য ঘোড়ার মৃত্যু হয়— অস্ট্রেলিয়ায়।
৩৮. সম্প্রতি ভেনেজুয়েলায় এক প্রেসিডেন্টবিরোধী গণআন্দোলন হয়। এতে সেখানে রাজনৈতিক সংকট দেখা দেয়।
৩৯. 'স্টেট অব দ্যা ইউনিয়ন' নামক ভাষণ দেন— যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টগণ।
৪০. মালয়েশিয়ার নতুন রাজা— সুলতান আবদুল্লাহ।



তারুণ্য ও প্রেরণামূলক লেখা ও তথ্যাদি পেতে ভিজিট করুন Youth Magazine ব্লগ। সেজন্য ভিজিট করুন→
youthmagazine-world.blogspot.com

প্রেরণা হোক তারুণ্যের শক্তি.../
মেহেদী হাসান।

No comments:

Post a Comment