Friday, January 11, 2019

সাপ্তাহিক সংখ্যা—৮: ০৫/০১/২০১৯ হতে ১১/০১/২০১৯

গ্রন্থনা: মেহেদী হাসান  |  Sponsored by: DUKUAPP


তথ্যসমূহ:—
১. সম্প্রতি কথাসাহিত্যিক মোস্তফা কামালের 'জননী' উপন্যাসের ইংরেজি সংস্করণ প্রকাশিত হয় 'দ্য মাদার' নামে লন্ডন থেকে। এটি প্রকাশ করে লন্ডনের 'অলিম্পিয়া পাবলিশার্স'।
২. এপিকালচার হলো— মৌমাছি চাষবিদ্যা।
৩. জীবের শ্রেণিবিন্যাসের জনক— ক্যারোলাস লিনিয়াস। তিনিই প্রথম প্রজাতির দ্বিপদ নামকরনের প্রবর্তন করেন।
৪. জ্বীনতত্ত্বের জনক— গ্রেগর জোহান মেন্ডেল।
৫. ভারতের ঐতিহাসিক 'বাবরি মসজিদ' ছিল— অযোধ্যায়।
৬. যুক্তরাষ্ট্রে বাংলাদেশি উদ্ভাবক সানি সানওয়ার এর প্রতিষ্ঠানের নাম— ভার্ড টু গো।
৭. 'ডি-৮' হলো— উন্নয়নশীল ৮টি দেশের জোট।
৮. 'দ্য টেলিগ্রাফ', 'দ্য ইকোনমিক টাইমস' এবং 'দ্য পাইওনিয়ার' হলো— ভারতের ইংরেজি ভাষার দৈনিক; এর মধ্যে 'দ্য পাইওনিয়ার' হলো সর্বাধিক প্রখ্যাত পত্রিকা।
৯. হংকংয়ে বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম আইন প্রণেতা— ২০ বছর বয়সী ফারিহা সালমা দিয়া।
১০. সোফট হলো— একটি আইটি (তথ্যপ্রযুক্তি) নিরাপত্তা প্রতিষ্ঠান।
১১. বই পড়ার সংস্কৃতি উন্নয়নের সৈনিক 'পলান সরকার' এর বাড়ি— রাজশাহীতে।
১২. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন— ১৭ মার্চ।
১৩. সম্প্রতি জার্মানি, সুইডেন, ফ্রান্স, নেদারল্যান্ড, ইংল্যান্ড, ইতালি ও নরওয়েসহ বিশ্বের ১৮টি দেশে রপ্তানি হওয়া বাংলাদেশের ঝুড়ি তৈরি হচ্ছে— বগুড়ার শেরপুরে।
১৪. ফ্রিজের অভ্যন্তরভাগ ঠাণ্ডা রাখার জন্য ব্যবহৃত হচ্ছে— সিএফসি গ্যাস।
১৫. সিএসসি গ্যাস বায়ুমণ্ডলের ওজোন স্তর নষ্ট করে ও ক্ষতিকর অতিবেগুনি রশ্মি ভূপৃষ্ঠে আসতে সহায়তা করে। এর ফলে চর্মরোগ বেড়ে যায়।
১৬. পেন্টাগন হলো— মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর।
১৭. সেন্টার ফর ইকোনমিক অ্যান্ড বিজনেস রিসার্চ (সিইবিআর) হলো— যুক্তরাজ্যভিত্তিক অর্থনীতি ও বাণিজ্য গবেষণা প্রতিষ্ঠান।
১৮. 'এ গোল্ডেন এজ', 'দ্যা গুড মুসলিম' বইগুলির লেখক— তহমিনা আনাম।
১৯. জাতিসংঘ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল— পাঁচটি।
২০. 'ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কার্নিভাল' সাংস্কৃতিক উৎসব হয় কলম্বিয়ায়। ইউনেসকো এটিকে বিশ্ব ঐতিহ্যের অংশ বলে স্বীকৃতি দিয়েছে ২০০৯ সালে।
২১. সম্প্রতি দেশে বিনিয়োগকারীদের জন্য পরীক্ষামূলকভাবে 'ওয়ান স্টপ সার্ভিস' চালু করেছে— বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কতৃপক্ষ (বিডা)।
২২. মন্ত্রীদের পদমর্যাদার ক্রম হলো— মন্ত্রী> প্রতিমন্ত্রী> উপমন্ত্রী।
২৩. সম্প্রতি 'প্রতিষ্ঠার সার্ধশতবর্ষ' পূর্ণ হয়— চট্টগ্রাম কলেজের।
২৪. ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা— সিবিআই তথা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন; (বাংলাদেশের পিবিআই— পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন এবং যুক্তরাষ্ট্রের এফবিআই— ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন)।
২৫. সম্প্রতি পদত্যাগ করেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট— জিম ইয়ং কিম।
২৬. বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস— ১০ জানুয়ারি। পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে প্রথমে লন্ডন ও তারপর নয়াদিল্লী হয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন।
২৭. বাংলাদেশে জঙ্গি ও সন্ত্রাস দমনে গঠিত পুলিশের বেঞ্চ— অ্যান্টি টেরিজম ইউনিট (এটিইউ)।
২৮. জিআই বা 'জিওগ্রাফিক্যাল ইনডেক্স' হলো— ভৌগোলিক নির্দেশক পণ্য। অর্থাৎ ওই পণ্যটি শুধু পৃথিবীর ওই নির্দিষ্ট অঞ্চলেই উৎপাদিত হয়। ইলিশ বাংলাদেশের একটি ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য। এছাড়াও ফজলি আম, নকশিকাঁথা ও জামদানি শাড়ি প্রভৃতি বাংলাদেশের জিআই পণ্য।
২৯. ইলিশের জীবনরহস্য (জিনোম সিকোয়েন্স) উন্মোচনকারী বাংলাদেশি দলটির নেতৃত্বে ছিলেন— ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুজীববিজ্ঞান বিভাগের অধ্যাপক— হাসিনা খান।
৩০. হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ থাকে— রক্তের লোহিত রক্তকণিকায়। লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না। লোহিত রক্তকণিকা যকৃৎ ও অস্তিমজ্জায় তৈরি হয়।
৩১. অস্ট্রেলিয়ার রাজধানী— ক্যানবেরা।
৩২. সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর প্রধান অর্থনীতিবিদ হিসেবে দায়িত্ব নেওয়া প্রথম নারী— গীতা গোপিনাথ। তিনি একজন ভারতীয়।
৩৩. সম্প্রতি বিশ্ব পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান— ৯৭ তম।
৩৪. 'স্মার্ট ওয়ার্কস'— নারীর জীবনমান উন্নয়নে কাজ করা লন্ডনভিত্তিক দাতব্য সংস্থা।
৩৫. স্নেহ পদার্থ বা লিপিড গঠিত হয়— ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলের সমন্বয়ে।
৩৬. সম্প্রতি বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের উল্টোপিঠে তথা অদেখা অংশে রোবট পাঠিয়ে সফল হলো— চীন।
৩৭. উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ রাজনৈতিক আশ্রয় নেন— লন্ডনের ইকুয়েডর দূতাবাসে ২০১২ সালে।
৩৮. সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন— কমিটি টু প্রজেক্ট জার্নালিস্ট (সিপিজে)।



সুখপাঠ্য ও শিক্ষণীয় গল্পের ডালা নিয়ে এলো "লিটারেচার ডেস্ক"! গল্প পড়ো ও লিখো 'লাইফ একাডেমি' এর লিটারেচার ডেস্কে। লেখা মানসম্মত হলে আমরা প্রকাশ করবো।
ওয়েব অ্যাড্রেস/ লিংক/ URL:
literaturedesk.blogspot.com

লেখা পঠাতে পারো ই-মেইলে কিংবা ফেসবুক পেজে।
ই-মেইল: lifeacademy.ac.bd@gmail.com
ফেসবুক: facebook.com/lifeacademy.ac.bd

লিখো মন খুলে.../
মেহেদী হাসান
প্রতিষ্ঠাতা, লাইফ একাডেমি।

No comments:

Post a Comment