গ্রন্থনা: মেহেদী হাসান | Sponsored by: DUKUAPP
তথ্যসমূহ:—
১. জাতিসংঘের মিয়ানমার বিষয়ক দূত— ইয়াংহি লি।
২. প্রতিবছর নিরাপদ এয়ারলাইন্সের তালিকা তৈরি করে— অস্ট্রেলিয়াভিত্তিক এয়ারলাইন্স রেটিংস ডটকম।
৩. ব্রিটেনের বর্তমান রানী— দ্বিতীয় এলিজাবেথ।
৪. ভেনেজুয়েলার প্রেসিডেন্ট— নিকোলা মাদুরো।
৫. ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার— ভারতরত্ন।
৬. সম্প্রতি প্রাক্তন প্রেসিডেন্ট প্রণব মুখার্জি সহ মোট তিনজন ভারতরত্ন সম্মাননা পান।
৭. সম্প্রতি ৩৫ দিন পর যুক্তরাষ্ট্রের দেয়াল নির্মাণ বিষয়ক অচলাবস্থার অবসান হয়।
৮. হাউজ অব কমন্স হলো— যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষ।
৯. এক যুগ আগে ভারতের পশ্চিমবঙ্গে 'ন্যানো' নামক গাড়ি নির্মাণ শুরু করেছিল— টাটা কোম্পানি।
১০. সম্প্রতি জিআই (জিওগ্রাফিক্যাল ইনডিকেশন) নিবন্ধন পেতে যাচ্ছে বাংলাদেশের— চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাতি আম।
১১. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি দিনটি ছিল বৃহস্পতিবার এবং বাংলা ৮ই ফাল্গুন। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। ২০০০ সাল থেকে সারা বিশ্বে এটি পালিত হচ্ছে। প্রথম বছর ১৮৮ টি দেশে এটি পালিত হয়।
১২. বাংলাদেশের তিন বাহিনীর প্রধান— সেনাবাহিনী: আজিজ আহমেদ, নৌবাহিনী: এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরী, বিমানবাহিনী: মসিউজ্জামান সেরনিয়াবাত।
১৩. চিনি মসজিদ অবস্থিত— নীলফামারীর সৈয়দপুরে।
১৪. প্রায় ২৮ বছর পর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে— ১১ মার্চ, ২০১৯ তে। এর আগে সর্বশেষ ডাকসু নির্বাচন হয়েছিল— ১৯৯০ সালে।
১৫. ভিটামিনকে দুটি শ্রেণিতে ভাগ করা যায়— (১) ভিটামিন এ, ডি, ই এবং কে; এগুলো চর্বিতে দ্রবণীয় এবং (২) ভিটামিন 'বি কমপ্লেক্স' ও ভিটামিন 'সি'; এগুলো পানিতে দ্রবণীয়।
১৬. বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবন— বঙ্গভবন এবং প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন— গণভবন।
১৭. ২০১৮ সালের বাংলা একাডেমি পুরস্কার পাওয়া চারজন লেখক— কাজী রোজি (কবিতায়), মোহিত কামাল (কথা সাহিত্যে), সৈয়দ মোহাম্মদ রাশেদ (প্রবন্ধ ও গবেষণা), আফসান চৌধুরী (মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে)।
১৮. পশতুন ভাষাভাষী উপজাতিরা বাস করে— পাকিস্তান ও আফগানিস্তানে।
১৯. ভেনেজুয়েলা একটি লাতিন আমেরিকার দেশ।
২০. প্রোটিনের প্রথম ও প্রধান কাজ— দেহকোষ গঠন ও বৃদ্ধি সাধন করা। প্রোটিন দেহে রোগজীবাণু প্রতিরোধী অ্যান্টিবডি তৈরি করে।
২১. ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত— লুইন-ও-কে।
২২. সম্প্রতি বাংলাদেশিদের স্বাস্থ্যসেবা কার্ড প্রদান করা হয়— বাহরাইনে।
২৩. ট্রান্সপারেসি ইন্টারন্যাশনাল হলো— বার্লিনভিত্তিক দুর্নীতি গবেষণা প্রতিষ্ঠান।
২৪. মিয়ানমারে সুচির দল ক্ষমতায় আসে— ২০১৫ সালে।
২৫. মিশরীয় বর্ণমালায় ব্যঞ্জনবর্ণ ছিল— ২৪ টি।
২৬. নীলনদের উৎপত্তি— আফ্রিকার লেক ভিক্টোরিয়া থেকে।
২৭. সম্প্রতি রাজ্যে মদ উৎপাদন ও বিক্রি নিষিদ্ধের দাবিতে চার হাজার নারী ২০০ কিলোমিটার পদযাত্রা করেন— ভারতের কর্ণাটক রাজ্যে।
২৮. বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তা ও আদিবাসীদের জীবনধারা নিয়ে প্রতিষ্ঠিত 'জাতিতাত্ত্বিক জাদুঘর' অবস্থিত— চট্টগ্রামের আগ্রাবাদে।
২৯. বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে প্রথম সর্বাত্মক সাধারণ ধর্মঘট হয়েছিল— ১৯৪৮ সালের ১১ মার্চ।
৩০. ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর নামকরণটি হয়— ১৯৫৩-৫৪ সালে।
৩১. সম্প্রতি ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা হুয়ান গুয়াইদোকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয় ইইউ।
৩২. মুক্তিযুদ্ধে 'মুক্তিবাহিনী' নামে বাহিনী গঠিত হয়েছিল— ১১ জুলাই ১৯৭১ সালে।
৩৩. মিশরীয় লিপির নাম ছিল হায়ারোগ্লিফিক, যার অর্থ পবিত্র লিপি।
রংপুর শহর হতে আন্তঃনগর বাস ভ্রমণ, পিকআপ ও মাইক্রোবাস, মিনিবাস, বাস রিজার্ভ ইত্যাদি যানবাহন ও পরিবহন সেবার হেল্পলিংক পেতে ভিজিট করুন— Vehicles Helpbook!
ওয়েব অ্যাড্রেস/ লিংক/ URL:
http://vehicleshelpbook.blogspot.com
এটি একটি যানবাহন সেবা প্রকল্প.../
-মেহেদী হাসান
প্রতিষ্ঠাতা, Vehicles Helpbook.
No comments:
Post a Comment