Friday, February 8, 2019

সাপ্তাহিক সংখ্যা—১২: ০২/০২/২০১৯ হতে ০৮/০২/২০১৯

গ্রন্থনা: মেহেদী হাসান  |  Sponsored by: DUKUAPP


তথ্যসমূহ:—
১. ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন— খাজা নাজিমুদ্দিন এবং পূর্ব পাকিস্তানের মূখ্যমন্ত্রী ছিলেন— নুরুল আমিন।
২. আধুনিক মালয়েশিয়ার রূপকার— মাহাথির মোহাম্মদ।
৩. 'ঝিঙেফুল' কাব্যগ্রন্থটির লেখক— কাজী নজরুল ইসলাম।
৪. আন্তর্জাতিক তারিখ রেখা ১৮০° পূর্ব দ্রাঘিমায় বা ১৮০° পশ্চিম দ্রাঘিমায় অবস্থিত যা প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে অতিক্রম করেছে।
৫. সম্প্রতি প্রচণ্ড শীতে ২১ জনের মৃত্যু হয়েছে— যুক্তরাষ্ট্রে।
৬. সম্প্রতি হোয়াটসঅ্যাপে বই লিখে পুরস্কারজয়ী হয়েছেন অস্ট্রেলিয়ায় ইরানী শরণার্থী— বেহরুজ বুচানি। তিনি ক্ষুদেবার্তার মাধ্যমে তার লেখা পাণ্ডুলিপি প্রকাশককে পাঠিয়েছিলেন।
৭. ভিক্টোরিয়ান প্রাইজ ফর লিটারেচার হলো— অস্ট্রেলিয়ার সবচেয়ে দামী সাহিত্য পুরস্কার।
৮. জাহাজ নির্মাণের কারখানাকে বলা হয়— শিপইয়ার্ড।
৯. নিপাহ ভাইরাসের বাহক— বাদুড়।
১০. নিপাহ ভাইরাসের জিন নকশা উন্মোচনে কাজ করেছেন বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন প্রতিষ্ঠান। তার মধ্যে বাংলাদেশের প্রতিষ্ঠানটি হলো— আইসিডিডিআরবি।
১১. বাংলাদেশে প্রথম নিপাহ ভাইরাস সনাক্ত হয়— ২০০১ সালে।
১২. বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান— আইসিডিডিআরবি।
১৩. বাংলাদেশে নিপাহ ভাইরাস সনাক্ত করা হয়— টেরোপাস মেডিয়াস গোত্রের বাদুড় থেকে।
১৪. সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম নগরী— আলেপ্পো।
১৫. স্নায়ুযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের মাঝে স্বাক্ষরিত হওয়া একটি পারমাণবিক শক্তি চুক্তি— আইএনএফ।
১৬. ইন্টারনেট আসক্তিতে বিশ্বে এগিয়ে— দক্ষিণ-পূর্ব এশিয়ার মানুষ।
১৭. বিশ্ব ক্যান্সার দিবস— ৪ফেব্রুয়ারি। মানবদেহ অসংখ্য কোষ দ্বারা গঠিত। কোষের জিনের পরিবর্তনের জন্য ক্যান্সার হয়ে থাকে।
১৮. সব প্রাণীই শক্তির জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল।
১৯. শালবন বিহার অবস্থিত— কুমিল্লার ময়নামতিতে।
২০. ভেনেজুয়েলার রাজধানী— কারাকাস।
২১. জাতীয় নদীরক্ষা কমিশন কার্যক্রম শুরু করে— ২০১৪ সালে।
২২. এ বছর সুবর্ণজয়ন্তী বা ৫০ বছর পূর্ণ হয়— 'বঙ্গবন্ধু' উপাধির। ১৯৬৯ সালে পল্টন ময়দানের এক সম্মেলনে ছাত্রজনতা ও সাধারণ জনগণের পক্ষ থেকে তোফায়েল আহমেদ শেখ মুজিবুর রহমানকে 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করেন।
২৩. ফেসবুক যাত্রা শুরু করেছিল— ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি।
২৪. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ শর্করাজাতীয় খাদ্য তৈরি করে।
২৫. সোমালিয়ার রাজধানী— মোগাদিসু।
২৬. সম্প্রতি ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা গুয়াইদোকে স্বীকৃতি দেয়— ইইউ।
২৭. সম্প্রতি শতাব্দীর সবচেয়ে বড় বন্যা হয়— অস্ট্রেলিয়াতে।
২৮. নিরাপদ ইন্টারনেট দিবস— ৫ফেব্রুয়ারি।
২৯. বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতি— সৈয়দ মাহমুদ হোসেন।
৩০. ৪৯ টি ভাষায় জাতীয় সংগীতের অনুবাদ নিয়ে সম্প্রতি একটি বই প্রকাশিত হয়— বেলারুশে।
৩১. রোম নগরীর প্রতিষ্ঠাতা— লাতিন রাজা রোমিউলাস। রোমকে সাতটি পর্বতের নগরী বলা হয়।
৩২. ভাষা আন্দোলনের প্রথম শহীদ— রফিকউদ্দিন (রফিক)।
৩৩. সম্প্রতি রোহিঙ্গা সংকট সমাধানে 'ট্র্যাক টু ডিপ্লোম্যাসি' কৌশলে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
৩৪. মহাস্থানগড় 'পুন্ড্রনগর' নামে পরিচিত ছিল— মৌর্য আমলে। এটি করতোয়া নদীর তীরে অবস্থিত।
৩৫. বাংলাদেশের উদ্ভাবিত প্রথম হাইব্রিড জাতের টমেটো— মিন্টু।
৩৬. স্নেহ পদার্থ গঠিত হয়— ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলের সমন্বয়ে।
৩৭. 'ট্যাক্স হলিডে' হলো— শিল্পকে উৎসাহিত করতে সাময়িকভাবে মওকুফকৃত ট্যাক্স।



রংপুর শহরে ডাক্তারের সিরিয়াল পেতে ভিজিট করুন Doctors' Phonebook!
ওয়েব অ্যাড্রেস/ লিংক/ URL:
http://doctors-phonebook.blogspot.com

এটি একটি কমিউনিটি সেবা প্রকল্প.../
-মেহেদী হাসান
প্রতিষ্ঠাতা, Doctors' Phonebook

No comments:

Post a Comment