Friday, February 22, 2019

সাপ্তাহিক সংখ্যা—১৪: ১৬/০২/২০১৯ হতে ২২/০২/২০১৯

গ্রন্থনা: মেহেদী হাসান  |  Sponsored by: DUKUAPP


তথ্যসমূহ:—
১. পরমাণু কৌশল কাজে লাগিয়ে বাংলাদেশ এ পর্যন্ত উদ্ভাবন করেছে— ৬০ টি ফসলের জাত।
২. নবায়নযোগ্য শক্তি হলো— সৌরশক্তি, বায়ুশক্তি, পারমাণবিক শক্তি ইত্যাদি।
৩. সেভ দ্যা চিলড্রেন এর মতে প্রতিবছর ১লক্ষ শিশু যুদ্ধে মারা যাচ্ছে।
৪. দেশের সর্ববৃহৎ বিদ্যুৎকেন্দ্র নির্মিত হতে যাচ্ছে— পটুয়াখালীর পায়রাতে।
৫. 'স্মৃতির মেঘলাভোরে' কবিতাটিতে শুক্রবারে মৃত্যুবরণের আশাবাদ ব্যাক্ত করেছিলেন— কবি আল মাহমুদ। তার পুরো নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ। তার অমর কাব্যগ্রন্থ 'সোনালি কাবিন'।
৬. লালবাগ কেল্লা নির্মাণ করা হয়— ১৬৭৮ সালে।
৭. আলবেনিয়ার রাজধানী— তিরানা।
৮. 'মিউনিখ' জার্মানির একটি শহর।
৯. এক্স-রে আবিষ্কার করেন বিজ্ঞানী ইউলিয়াম রন্টজেন ১৮৯৫ সালে। এক্স-রে উৎপাদনে 'ক্যাথোড রশ্মি' ব্যবহৃত হয়।
১০. জাপানের প্রধানমন্ত্রী— শিনজো আবে।
১১. অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম ছাত্র ইউনিয়ন সভাপতি— আনিশা ফারুক।
১২. 'লিনাক্স' হলো— মুক্ত অপারেটিং সিস্টেম।
১৩. সোনারগাঁ হলো— ১৭ শতকের নিদর্শন। এটি মেঘনা নদীর তীরে অবস্থিত।
১৪. সোনারগাঁ ছিল প্রাচীন বাংলার মুসলমান সুলতানদের রাজধানী। ১৬১০ সালে রাজধানী হিসেবে এর কার্যক্রম শেষ হয় ও রাজধানী ঢাকাতে স্থানান্তরিত হয়।
১৫. সোনারগাঁয়ে লোকশিল্প যাদুঘর প্রতিষ্ঠিত হয়— ১৯৭৫ সালে।
১৬. ২১ ফেব্রুয়ারি ১৯৫২ দিনটি ছিল বাংলা ৮ই ফাল্গুন এবং বৃহস্পতিবার।
১৭. একুশে ফেব্রুয়ারি নিয়ে লেখা প্রথম কবিতা ছিল 'কাঁদতে আসিনি, ফাঁসির দাবী নিয়ে এসেছি'। এটি লেখা হয়েছিল— চট্টগ্রামে।
১৮. ইউনিকোড যাত্রা শুরু করে ১৯৮৭ সালে অ্যাপল কম্পিউটারের উদ্যোগে।
১৯. ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী— মোস্তাফা জব্বার।
২০. ২০০০ সাল থেকে পৃথিবীর ১৮৮টি দেশে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
২১. সম্প্রতি কাশ্মীরে পুলওয়ামার হামলার ঘটনা ঘটে— ১৪ ফেব্রুয়ারি ২০১৯ তে।
২২. 'জীবন থেকে নেওয়া (১৯৭০)' এবং 'বাঙলা (২০০৬)' হলো ভাষা আন্দোলনভিত্তিক চলচ্চিত্র। সম্প্রতি তৌকির আহমেদ পরিচালিত আরেকটি ভাষা আন্দোলনভিত্তিক চলচ্চিত্র নির্মিত হয় যার নাম "ফাগুন হাওয়ায়"।



আপনি কি স্মার্ট ইংরেজি শিখতে চান?
কিংবা,
ইংরেজিতে স্মার্ট রেজাল্ট করতে চান?

তাহলে,
দেখুন আমাদের প্যাকেজসমূহ:

[] Academic Package (JSC, SSC & HSC)
[] Standard Package (Speaking, Writing & Translating)
[] Competitive Package (For "Competitive English")

আমাদের এ প্রজেক্টের টপিকসমূহের নোট দেখতে ভিজিট করুন:
http://facebook.com/egls.edu

English Grammar Learning System (EGLS)

"100% Updated English Learning System for Professional English"

Contact Us: 
Phone: 01746-315639
Facebook: facebook.com/egls.edu

No comments:

Post a Comment