গ্রন্থনা: মেহেদী হাসান | Sponsored by: DUKUAPP
তথ্যসমূহ:—
১. ২০২০ সালের মধ্যে নবায়নযোগ্য উৎস হতে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা— ১০ শতাংশ।
২. সার্ক (দক্ষিণ এশীয় অঞ্চলিক সহযোগিতা সংস্থা) গঠিত হয়— ১৯৮৫ সালে। এর সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমুণ্ডুতে।
৩. রাফায়েল হলো— একপ্রকার অত্যাধুনিক যুদ্ধবিমান।
৪. সম্প্রতি অ্যাপলের নিরাপত্তা ত্রুটি সনাক্তকারী ১৪ বছর বয়সী কিশোর— মাইকেল থমসন।
৫. সম্প্রতি 'গ্রিন কার্ড' কোটা তুলে দিতে চলেছে— যুক্তরাষ্ট্র। গ্রিন কার্ড হলো— যুক্তরাষ্ট্রে চাকরিরত অভিবাসীদের ক্ষেত্রে স্থায়ীভাবে বসবাসের আবেদন অনুমোদনের দেশভিত্তিক কোটা।
৬. ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিগোষ্ঠী— সিরিয়ার।
৭. আব্দুরেহিম হেইত— চীনের উইঘুর কবি।
৮. চীনের প্রেসিডেন্ট— সি চিন পিং।
৯. সংস্কৃতি ও শিক্ষা নিয়ে কাজ করা জাতিসংঘের বিশেষায়িত সংস্থা— ইউনেস্কো। এর সদর দপ্তর ফ্রান্সের রাজধানী প্যারিসে।
১০. ইংল্যান্ডে প্রথম শিল্পবিপ্লব হয়— ১৭৫০ সালে।
১১. উপমহাদেশের হস্ত ও কুটির শিল্প ধ্বংসপ্রাপ্ত হয়েছিল— ১৭৫০-১৮৫০ সালের ইংল্যান্ডের শিল্পবিপ্লবের ফলে।
১২. 'স্টেট অব দ্য নেশন' ভাষণ দেন— হাঙ্গেরির প্রধানমন্ত্রী।
১৩. ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা— হুয়ান গুয়াইদো।
১৪. রাজধানীর মেট্রোরেল প্রকল্পের কাজ শেষ হবে— ২০২২ সালে।
১৫. স্পেনের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল 'কাতালোনিয়া'; এর রাজধানী 'বার্সেলোনা'। কাতালোনিয়া ২০১৭ সাল হতে স্পেন থেকে স্বাধীন হওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়।
১৬. জাতিসংঘের মহাসচিব— আন্তোনিও গুতেরেস।
১. ২০২০ সালের মধ্যে নবায়নযোগ্য উৎস হতে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা— ১০ শতাংশ।
২. সার্ক (দক্ষিণ এশীয় অঞ্চলিক সহযোগিতা সংস্থা) গঠিত হয়— ১৯৮৫ সালে। এর সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমুণ্ডুতে।
৩. রাফায়েল হলো— একপ্রকার অত্যাধুনিক যুদ্ধবিমান।
৪. সম্প্রতি অ্যাপলের নিরাপত্তা ত্রুটি সনাক্তকারী ১৪ বছর বয়সী কিশোর— মাইকেল থমসন।
৫. সম্প্রতি 'গ্রিন কার্ড' কোটা তুলে দিতে চলেছে— যুক্তরাষ্ট্র। গ্রিন কার্ড হলো— যুক্তরাষ্ট্রে চাকরিরত অভিবাসীদের ক্ষেত্রে স্থায়ীভাবে বসবাসের আবেদন অনুমোদনের দেশভিত্তিক কোটা।
৬. ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিগোষ্ঠী— সিরিয়ার।
৭. আব্দুরেহিম হেইত— চীনের উইঘুর কবি।
৮. চীনের প্রেসিডেন্ট— সি চিন পিং।
৯. সংস্কৃতি ও শিক্ষা নিয়ে কাজ করা জাতিসংঘের বিশেষায়িত সংস্থা— ইউনেস্কো। এর সদর দপ্তর ফ্রান্সের রাজধানী প্যারিসে।
১০. ইংল্যান্ডে প্রথম শিল্পবিপ্লব হয়— ১৭৫০ সালে।
১১. উপমহাদেশের হস্ত ও কুটির শিল্প ধ্বংসপ্রাপ্ত হয়েছিল— ১৭৫০-১৮৫০ সালের ইংল্যান্ডের শিল্পবিপ্লবের ফলে।
১২. 'স্টেট অব দ্য নেশন' ভাষণ দেন— হাঙ্গেরির প্রধানমন্ত্রী।
১৩. ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা— হুয়ান গুয়াইদো।
১৪. রাজধানীর মেট্রোরেল প্রকল্পের কাজ শেষ হবে— ২০২২ সালে।
১৫. স্পেনের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল 'কাতালোনিয়া'; এর রাজধানী 'বার্সেলোনা'। কাতালোনিয়া ২০১৭ সাল হতে স্পেন থেকে স্বাধীন হওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়।
১৬. জাতিসংঘের মহাসচিব— আন্তোনিও গুতেরেস।
১৭. 'আরাকান' ছিল মিয়ানমারের রাখাইন রাজ্যের পূর্বনাম।
১৮. পরমাণুর কেন্দ্রে থাকে— নিউক্লিয়াস।
১৯. সম্প্রতি কৃষি গবেষণার উদ্ভাবনে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া দুই বাংলাদেশি নারী— মাফরুহা আফরোজ ও মোসাম্মৎ শামসুন্নাহার। বারি'র গবেষক এই দুই নারী সবজির ঢলে পড়া রোগ দূর করার প্রযুক্তি ও মাটির স্বাস্থ্য ভালো রাখতে 'ট্রাইকো কম্পোস্ট' নামের জৈবসার উদ্ভাবন করেছেন।
২০. সুন্দরবন দিবস— ১৪ ফেব্রুয়ারি।
২১. গবেষকদের মতে সুন্দরবনের (বাংলাদেশ অংশের) বিলুপ্তি ঘটতে পারে আগামী ৫০ বছরের মধ্যে।
২২. ডয়চে ভেলক হলো— জার্মানির সরকারি গণমাধ্যম।
২৩. অপরচুনিটির মাধ্যমে নাসা মঙ্গলের মাঝে অভিযান চালিয়ে আসছিল— ১৪ বছর ধরে।
২৪. বেলজিয়ামের রাজধানী— ব্রাসেলস।
২৫. ভেনেজুয়েলার রাষ্ট্রীয় তেল কোম্পানি— পিডিভিএস।
২৬. ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা হুয়ান গুয়াইদোকে অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে সমর্থন দিয়েছে— ৫০ টি দেশ।
২৭. ম্রো জাতিগোষ্ঠী বসবাস করে— বান্দরবানে। এদের ধর্মের নাম 'তোরাই'। এরা পিতৃপ্রধান। এদের সুস্বাদু খাবারের নাম— নাপ্পি।
২৮. জিআইএস হলো— জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। এটি ১৯৬৪ সালে কানাডায় শুরু হয়।
১৮. পরমাণুর কেন্দ্রে থাকে— নিউক্লিয়াস।
১৯. সম্প্রতি কৃষি গবেষণার উদ্ভাবনে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া দুই বাংলাদেশি নারী— মাফরুহা আফরোজ ও মোসাম্মৎ শামসুন্নাহার। বারি'র গবেষক এই দুই নারী সবজির ঢলে পড়া রোগ দূর করার প্রযুক্তি ও মাটির স্বাস্থ্য ভালো রাখতে 'ট্রাইকো কম্পোস্ট' নামের জৈবসার উদ্ভাবন করেছেন।
২০. সুন্দরবন দিবস— ১৪ ফেব্রুয়ারি।
২১. গবেষকদের মতে সুন্দরবনের (বাংলাদেশ অংশের) বিলুপ্তি ঘটতে পারে আগামী ৫০ বছরের মধ্যে।
২২. ডয়চে ভেলক হলো— জার্মানির সরকারি গণমাধ্যম।
২৩. অপরচুনিটির মাধ্যমে নাসা মঙ্গলের মাঝে অভিযান চালিয়ে আসছিল— ১৪ বছর ধরে।
২৪. বেলজিয়ামের রাজধানী— ব্রাসেলস।
২৫. ভেনেজুয়েলার রাষ্ট্রীয় তেল কোম্পানি— পিডিভিএস।
২৬. ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা হুয়ান গুয়াইদোকে অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে সমর্থন দিয়েছে— ৫০ টি দেশ।
২৭. ম্রো জাতিগোষ্ঠী বসবাস করে— বান্দরবানে। এদের ধর্মের নাম 'তোরাই'। এরা পিতৃপ্রধান। এদের সুস্বাদু খাবারের নাম— নাপ্পি।
২৮. জিআইএস হলো— জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। এটি ১৯৬৪ সালে কানাডায় শুরু হয়।
BCS Preparation এর নিত্যনতুন সব তথ্য পেতে নিয়মিত ভিজিট করুন 'বিসিএস প্রিপারেশন প্রোগ্রাম' এর ফেসবুক পেজ।
ওয়েব অ্যাড্রেস/ লিংক/ URL:
http://facebook.com/bcspreparationprogram
এটি একটি বিসিএস প্রস্তুতি সহায়তা প্রকল্প.../
মেহেদী হাসান,
এডমিন, বিসিএস প্রস্তুতি প্রকল্প।
No comments:
Post a Comment