Friday, March 1, 2019

সাপ্তাহিক সংখ্যা—১৫: ২৩/০২/২০১৯ হতে ০১/০৩/২০১৯

গ্রন্থনা: মেহেদী হাসান  |  Sponsored by: DUKUAPP


তথ্যসমূহ:—
১. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস "একাত্তর ও একজন মা" লেখেন— ইমদাদুল হক মিলন।
২. নারী জাগরণের অগ্রদূত 'বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন এর জন্ম ৯ ডিসেম্বর ১৮৮০ এবং মৃত্যু ৯ ডিসেম্বর ১৯৩২।
৩. চীনের প্রেসিডেন্ট— সি চিন পিং।
৪. শেখ মুজিবুর রহমান কে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়— ২৩শে ফেব্রুয়ারি ১৯৬৯ তে। ঐ দিন বাংলার জনগণের পক্ষে পল্টন ময়দানে এই উপাধি ঘোষণা করেন তোফায়েল আহমেদ।
৫. 'ম্যাকাও' পাখির বাস বাংলাদেশের— চট্টগ্রামে।
৬. 'নীলসাগর ইকোপার্ক' নির্মিত হচ্ছে— নীলফামারীতে।
৭. দেশের সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা (২০১৬-২০) এর প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা ছিল— ৭.৪৪ শতাংশ।
৮. 'ধ্রুপদি' ছিল— চলচ্চিত্রবিষয়ক পত্রিকা।
৯. একুশে ফেব্রুয়ারি নিয়ে লেখা প্রথম নাটক— কবর। এটি রচনা করেন মুনীর চৌধুরী।
১০. সৌদি আরবের প্রথম নারী রাষ্ট্রদূত— রাজকুমারী রিমা বিনতে বন্দর আল সৌদ।
১১. ভিয়েতনামের রাজধানী— হ্যানয়।
১২. সম্প্রতি সরকারি পৃষ্ঠপোষকতায় চালু হওয়া 'মুঠোফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান'— নগদ।
১৩. বলধা গার্ডেন— গাজীপুরে। এই বাগানের ক্যামেলিয়া ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে রবীন্দ্রনাথ ঠাকুর তার 'ক্যামেলিয়া' কবিতাটি লেখেন।
১৪. অস্কার পুরস্কারের অপর নাম— একাডেমি অ্যাওয়ার্ড।
১৫. 'লাইন অব কন্ট্রোল' অবস্থিত— ভারত ও পাকিস্তান এই দুই দেশের সীমান্তরেখায়।
১৬. সুন্দরবনের বাংলাদেশ অংশের আয়তন— ২ হাজার ৩২৩ বর্গমাইল।
১৭. ভারত 'সিয়াচেন হিমবাহ' দখল করে— ১৯৮৪ সালে।
১৮. ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করতে হলে প্রবৃদ্ধি অর্জন করতে হবে— ১০ শতাংশ।
১৯. সম্প্রতি এক অজ্ঞাত রোগে একটি পরিবারের পাঁচজনের মৃত্যু হয়— ঠাকুরগাঁওয়ে।
২০. সম্প্রতি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে 'বাংলাদেশ নাইট-২০১৯' পালিত হয়— যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের ওয়াইয়োমিং বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীরা এর আয়োজন করে।
২১. সম্প্রতি ভারত পাকিস্তানের নিয়ন্ত্রিত কাশ্মীর অংশে বিমান হামলা করে— ২৬ ফেব্রুয়ারি ২০১৯।
২২. আফগানিস্তান সার্কে যোগ দেয়— ২০০৭ সালে।
২৩. 'জইশ-ই-মুহাম্মদ' হলো— যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন।



HSC A+ + DU Kha টার্গেটেড প্রকল্প!

DUKUAPP এর উদ্যোগে শুরু হতে যাচ্ছে "এইচএসসি এ+ + ঢাবি 'খ' টার্গেটের প্রকল্প"। HSC তে A+ এবং ঢাবি "খ" ইউনিটে চাঞ্চ এর টার্গেট।
এটি একটি প্রাইভেট প্রোগ্রাম, কোচিং নয়।
সৌভাগ্যবান ছাত্ররা দ্রুত যোগাযোগ করুন। আসন সংখ্যা অতি সীমিত।
ক্লাস সপ্তাহে ৫দিন এবং ফি প্রতি মাসে ৫০০/- টাকা।

DU Kha Unit Admission Preparation Program (DUKUAPP)
A Project by
Md. Mahadi Hasan
Phone: 01746315639

No comments:

Post a Comment