Friday, March 15, 2019

সাপ্তাহিক সংখ্যা—১৭: ০৯/০৩/২০১৯ হতে ১৫/০৩/২০১৯

গ্রন্থনা: মেহেদী হাসান  |  Sponsored by: DUKUAPP


তথ্যসমূহ:—
১. সম্প্রতি চা এর চাষ শুরু হয়— শেরপুর জেলার ঝিনাইগাতীর গান্ধীগাঁও গ্রামে।
২. জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউএন উইমেন সম্প্রতি নারীর জীবন বদলে দেওয়া ৫ (পাঁচ) টি উদ্ভাবনের কথা জানান।
৩. সম্প্রতি প্রধানমন্ত্রী লাভ করেন— লাইফটাইম কন্ট্রিবিউশন ফর উইমেন এমপাওয়ারমেন্ট অ্যাওয়ার্ড।
৪. সম্প্রতি 'সাহসী নারী' পদক পাওয়া রোহিঙ্গা আইনজীবী— রাজিয়া সুলতানা।
৫. নারীর মজুরি বৈষম্য দূরীকরণে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) আইন পাশ করে— ১৯৫১ সালে। এবং জাতিসংঘ নারীর রাজনৈতিক অধিকারের স্বীকৃতি দেয়— ১৯৫২ সালে।
৬. আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এর সদর দপ্তর— নেদারল্যান্ডের দি হেগ শহরে।
৭. বর্তমানে ব্যাংকখাতে কাজ করা নারীর সংখ্যা— ১৩ শতাংশ।
৮. কম্বোডিয়ার রাজধানী— নমপেন।
৯. যুক্তরাজ্যের ব্রেক্সিটবিষয়ক মন্ত্রী— স্টিফেন বার্কলে।
১০. ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার— রীতা গাঙ্গুলী।
১১. এ বছর স্বাধীনতা পুরস্কার লাভ করেন— ১২ জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি হলো 'বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট।
১২. সম্প্রতি ইন্টারনেটে বাকস্বাধীনতা রক্ষায় বিক্ষোভ হয়— রাশিয়াতে।
১৩. ভারতের প্রধান নির্বাচন কমিশনার— সুনীল আরোরা।
১৪. পুলওয়ামার হামলার প্রধান পরিকল্পনাকারী ছিলেন— মুদাসির আহমেদ খান। সে ছিল জঙ্গিগোষ্ঠী 'জইশ-ই-মুহাম্মদ' এর অন্যতম সদস্য।
১৫. জাতিসংঘের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত— ইয়াংহি লি।
১৬. ভারতের রাষ্ট্রপতি— রামনাথ কেবিন্দ।
১৭. সম্প্রতি একনেকে নকশিপল্লীর অনুমোদন দেওয়া হয়— জামালপুরে। এটি বাস্তবায়ন করবে তাঁত বোর্ড।
১৮. ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (ডব্লিউডব্লিউডব্লিউ) এর জনক— টিম বার্নার্স লি।
১৯. ডাকসুর ২৫তম ভিপি— নুরুল হক নুর।
২০. যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষ— হাউজ অব কমন্স।
২১. ভারতের পার্লামেন্ট লোকসভায় নির্বাচিতব্য আসন সংখ্যা— ৫৪৩ টি; (মোট আসন ৫৫২টি এর ৫৫০টি নির্বাচিত ও ২টি সংরক্ষিত আর বর্তমানে লোকসভার ৫৪৩টি আসনে নির্বাচন হয়ে থাকে)।
২২. সম্প্রতি নির্বাচনে জিতলে 'ওমেন রিজার্ভেশন বিল' পাশের নির্বাচনী  প্রতিশ্রুতি দেয়— ভারতের রাজনৈতিক দল 'কংগ্রেস'।
২৩. সম্প্রতি উড্ডয়ন বন্ধ ঘোষণা করা হয়— '৭৩৭ ম্যাক্স' বোয়িং এর।
২৪. ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মইন হোসেন রাজু সন্ত্রাসবিরোধী মিছিলে ছোঁড়া গুলিতে শহীদ হন— ১৯৯২ সালের ১৩ মার্চ। তার স্মৃতি রক্ষার্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে রাজু ভাস্কর্য স্থাপিত হয়— ১৯৯৭ সালে।
২৫. সম্প্রতি 'বাংলাদেশ সড়ক' নামে বিদেশে সড়কের নামকরণ করা হয়— যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের পেটারসন শহরে।
২৬. বাংলার দির্ঘস্থায়ী রাজবংশ ছিল— পাল রাজবংশ। তারা কর্ণাটক থেকে এসেছিল এবং বরেন্দ্রের (গৌড়) সিংহাসনে রাজত্ব করেছিল।



বিভিন্ন বিষয়ে তথ্যসেবা, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ভ্রমণ, চিকিৎসা ও জরুরি সেবাসহ লাইফের বিচিত্র সব বিষয়ে সাহায্য ও তথ্য পেতে 'হেল্পবুক বাংলাদেশ' সাইটটি ভিজিট করুন।
ওয়েব অ্যাড্রেস/ লিংক/ URL:
http://helpbookbangladesh.blogspot.com

এটি একটি তথ্যসেবা প্রকল্প.../
-মেহেদী হাসান
প্রতিষ্ঠাতা, হেল্পবুক বাংলাদেশ।

No comments:

Post a Comment