Friday, March 22, 2019

সাপ্তাহিক সংখ্যা—১৮: ১৬/০৩/২০১৯ হতে ২২/০৩/২০১৯

গ্রন্থনা: মেহেদী হাসান  |  Sponsored by: DUKUAPP


তথ্যসমূহ:—
১. দৃষ্টিপ্রতিবন্দীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত 'লুকআউট' অ্যাপ এনেছে— গুগল।
২. সম্প্রতি নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলাকারী অস্ট্রেলীয় যুবক— ব্রেনটন টারান্ট।
৩. বেনাপোল স্থলবন্দর— যশোরে অবস্থিত।
৪. নগররাষ্ট্রের উদ্ভব হয়েছিল— প্রাচীন গ্রিসে। গ্রিসে সভ্যতা গড়ে উঠেছিল— খ্রিষ্টপূর্ব ৮০০ অব্দে। গ্রিক সভ্যতার দুটি অন্যতম প্রধান নগরী ছিল— এথেন্স ও স্পার্টা।
৫. মার্কিন পার্লামেন্টের উচ্চক্ষের নাম— সিনেট।
৬. বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস— ১৭ মার্চ।
৭. ২০২০ সালে গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে— জাপানের টোকিওতে।
৮. ভারতের প্রথম লোকপাল বা দুর্নীতিবিরোধী ন্যায়পাল হতে যাচ্ছেন— পিনাকি চন্দ্র ঘোষ। তিনি ভারতীয় সুপ্রিমকোর্টের সাবেক বিচারপতি ছিলেন।
৯. সম্প্রতি আকস্মিক বন্যায় ৫০ জনের অধিক মৃত্যুর ঘটনা ঘটেছে— ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশে।
১০. সম্প্রতি ভেনেজুয়েলার জ্বালানী তেল রপ্তানির উপর মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর হবে— ২৮ এপ্রিল হতে।
১১. একাদশ সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী— আ ক ন মোজাম্মেক হক।
১২. "আমি কিংবদন্তীর কথা বলছি" কবিতাটির লেখক— আবু জাফর ওবায়দুল্লাহ।
১৩. ইন্ট্রানেট ব্যবহৃত হয়— কর্পোরেট অফিসে। ব্রিজ অথবা রাউটার ব্যবহার করে প্রতিষ্ঠানের নির্দিষ্ট কিছু ডিভাইসে এই সেবা দেওয়া হয়।
১৪. উইঘুর মুসলিমদের বাস— চীনের সিনচিয়ানং প্রদেশে।
১৫. বিশ্বের সর্বোচ্চ মুদ্রাস্ফীতির দেশ— জিম্বাবুয়ে।
১৬. ভারতের লোকসভার পশ্চিমবঙ্গের আসন আছে— ৪২ টি।
১৭. বিশ্বের ব্যয়বহুল শহর— সিঙ্গাপুর, হংকং ও প্যারিস।
১৮. পার্বত্য শান্তিচুক্তি হয়েছিল— ১৯৯৭ সালে।
১৯. কনডোমিনিয়াম হলো— আবাসনবিষয়ক প্রকল্প।
২০. বেসিস হলো— একটি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান।
২১. বাংলাদেশের রাখাইনরা— বৌদ্ধ ধর্মাবলম্বী। তারা পিতৃতান্ত্রিক ও তাদের বৃহৎ উৎসব— চৈত্র-সংক্রান্তি বা সাংগ্রাই।
২২. জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা— ইউএনএইচসিআর।
২৩. নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী— জেন্ডিকা আহডার্ন।
২৪. সম্প্রতি ১০ কিলোমিটার কেবল কার স্থাপনের উদ্যোগ নেওয়া হয় দেশের— নেটং পাহাড়ে।



ক্রিয়েটিভ প্রশ্নের সমাধান কৌশল শিখতে সংগ্রহ করুন "ক্রিয়েটিভ প্রশ্নব্যাংক", কিংবা ক্রিয়েটিভ প্রশ্নব্যাংক এর ফেসবুক পেজ ভিজিট করুন→
ওয়েব অ্যাড্রেস/ লিংক/ URL:
http://facebook.com/creativequestionbank.edu

এটি একটি প্রশ্নপত্র সমাধানের বুদ্ধিবৃত্তিক উন্নয়নমূলক প্রকল্প.../
-মেহেদী হাসান
লেখক, ক্রিয়েটিভ প্রশ্নব্যাংক।

No comments:

Post a Comment