গ্রন্থনা: মেহেদী হাসান | Sponsored by: DUKUAPP
তথ্যসমূহ:—
১. কুয়েতের রাজধানী— কুয়েত সিটি।
২. টাইগ্রিস নদী— ইরাকে অবস্থিত।
৩. সম্প্রতি সাইক্লোন 'ইদাইর' আঘাতে ব্যাপক প্রাণহানি ঘটে— আফ্রিকার তিনটি দেশে।
৪. সহজে ব্যবসা করার সূচকে বাংলাদেশের অবস্থান— ১৭৬ তম।
৫. আনিসুজ্জামান বাংলাদেশের একজন জাতীয় অধ্যাপক।
৬. স্বাধীনতা পুরস্কার ২০১৯ লাভ করেন ১৩ জন ব্যক্তি।
৭. বাংলাদেশের জাতীয় দিবস— ২৬ মার্চ।
৮. সম্প্রতি মুক্তিযোদ্ধাদের জন্য নির্মাণ করা গৃহের নাম— বীর নিবাশ।
৯. মরক্কোর রাজধানী— রাবাত।
১০. পেন্টাগন হলো— মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর।
১১. ভেনেজুয়েলার রাজধানী— কারাকাস।
১২. পাঠাও, উবার প্রভৃতি হলো— রাইড শেয়ারিং সেবা।
১৩. কাঁসাশিল্পের জন্য বিখ্যাত স্থান— কাগমারি (টাঙ্গাইল), ধারমাই (ঢাকা) প্রভৃতি।
১৪. দেশের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার— কে এম নূরুল হুদা।
১৫. টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) এর সময়সীমা— ২০৩০ সাল পর্যন্ত।
১৬. বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত— আর্ল রবার্ট মিলার।
১৭. প্রযুক্তি হলো— বাস্তবজীবনে বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ।
১৮. ইন্টারপোল হলো— ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন বা পুলিশের আন্তর্জাতিক সংগঠন।
১৯. সম্প্রতি ভারত মহাকাশে ধ্বংস করে— 'লো অরবিট' উপগ্রহ।
২০. সম্প্রতি সরকারিভাবে চালু হওয়া মুঠোফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান— নগদ।
২১. সম্প্রতি নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে— ১৫ মার্চ ২০১৯।
২২. মার্কিন প্রেসিডেন্টের কার্যালয়ের নাম— ওভাল অফিস। এটি মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন 'হোয়াইট হাউজ' এর পশ্চিমাংশে অবস্থিত।
রংপুরে লিভিং কিংবা ট্রাভেলিং এর বিভিন্ন সেবার হেল্পলিংক পেতে 'রংপুর হেল্পবুক' এর ব্লগ ভিজিট করুন।
ওয়েব অ্যাড্রেস/ লিংক/ URL:
rangpurhelpbook.blogspot.com
রংপুরের অনলাইন কমিউনিটি প্রজেক্ট.../
মেহেদী হাসান,
প্রতিষ্ঠাতা, রংপুর হেল্পবুক।
No comments:
Post a Comment