Friday, April 5, 2019

সাপ্তাহিক সংখ্যা—২০: ৩০/০৩/২০১৯ হতে ০৫/০৪/২০১৯

গ্রন্থনা: মেহেদী হাসান  |  Sponsored by: DUKUAPP


তথ্যসমূহ:—
১. 'ম্রো' ক্ষুদ্র নৃগোষ্ঠীর ধর্মের নাম 'তোরাই'; এরা সাধারণত বৌদ্ধধর্মাবলম্বী।
২. 'ম্রো' রা পিতৃপ্রধান; এদের সুস্বাদু খাবারের নাম 'নাপ্পি' এবং ম্রো মেয়েদের ঐতিহ্যবাহী পোশাক ওয়াংলাই।
৩. সৌরজগতের সবচেয়ে বেশি উপগ্রহ আছে— শনিগ্রহের। এর উপগ্রহ ২২টি।
৪. পুন্ড্রনগর বা মহাস্থানগড় গড়ে উঠেছিল— করতোয়া নদীকে কেন্দ্র করে।
৫. 'হরিজন' হলো— একটি সম্প্রদায়ের নাম।
৬. 'বাহা উৎসব' পালন করে— সাঁওতালরা।
৭. যুক্তরাজ্যের মুদ্রার নাম— পাউন্ড স্টালিং।
৮. বিশ্বে প্রথম ৫জি চালু হয়— চীনের সাংহাইয়ে।
৯. সম্প্রতি অ্যাডর্ন পাবলিকেশনের প্রকাশিত মুক্তিযুদ্ধের ২১টি গল্পের ইংরেজি সংস্করণ 'দ্য ক্রনিকলস অব ১৯৭১: অ্যান অ্যানথোলজি অব টোয়েন্টি ওয়ান স্টোরিস অব বাংলাদেশ লিবারেশন ওয়ার।
১০. স্লোভাকিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হন— জুজানা কাপুতোভা।
১১. সানডে টাইমস হলো— যুক্তরাজ্যের সংবাদপত্র।
১২. পশ্চিমবঙ্গে লোকসভার নির্বাচনী আসন আছে— ৪২টি।
১৩. বৃহস্পতি পৃথিবীর চেয়ে ১৩০০ গুণ বড়।
১৪. তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের রাজনৈতিক দল— এ কে পার্টি।
১৫. জাপানের নতুন সম্রাট হতে যাচ্ছেন— নারুহিতো। তিনি হবেন জাপানের ১২৬ তম সম্রাট। তার শাসনামলের যুগকে 'রেইওয়া' নামে অভিহিত করা হচ্ছে।
১৬. 'প্রথম আলো' চর— কুড়িগ্রামের সদর উপজেলায়।
১৭. সম্প্রতি বেশকিছু ইসলামি শরিয়াহ্ আইন কার্যকর করা হয়— ব্রুনেইতে।
১৮. সম্প্রতি 'ওয়ানএমডিবি' নামক দুর্নীতি সংঘটিত হয়— মালয়েশিয়ায়।
১৯. জুলিয়ান অ্যাসাঞ্জ রাজনৈতিক আশ্রয়ে ছিলেন— যুক্তরাজ্যে ইকুয়েডর দূতাবাসে।
২০. নতুন আরেক আরব বসন্ত হতে যাচ্ছে— আলজেরিয়ায়।
২১. বাংলাদেশের ৮০% লোক কৃষিকাজ করে ও জাতীয় অর্থনীতির ২০% আসে কৃষি থেকে।
২২. মানবসম্পদ বলা হয়— শ্রমশক্তিসম্পন্ন মানুষকে।



লাইফে স্মার্ট হতে ও দক্ষতা অর্জনের অসাধারণ সব কৌশল শিখতে চলে আসুন School of Learning এ। আমাদের বিচিত্রসব শিক্ষণীয় প্রকল্প আছে। ফেসবুকে আমাদের সাথে যোগাযোগ করতে ফেসবুক পেজের লিংক→
fb.com/schooloflearning.edu

লেটস্ বি এক্সিলেন্ট...!
মেহেদী হাসান,
প্রতিষ্ঠাতা ও প্রশিক্ষক, স্কুল অব লার্নিং।

No comments:

Post a Comment