Friday, April 26, 2019

সাপ্তাহিক সংখ্যা—২৩: ২০/০৪/২০১৯ হতে ২৬/০৪/২০১৯

গ্রন্থনা: মেহেদী হাসান  |  Sponsored by: DUKUAPP


তথ্যসমূহ:—
১. সম্প্রতি জলবায়ু পরিবর্তনের প্রতিবাদে পরিবেশবাদীদের আন্দোলন হয়— লন্ডনের অক্সফোর্ড সাকার্সে।
২. সম্প্রতি সুদানের প্রেসিডেন্ট ওমর আল বসির উৎখাত হয়ে পদত্যাগ করেন— ১১ এপ্রিল ২০১৯।
৩. উয়ারী-বটেশ্বর ছিল নরসিংদী জেলার বেলাব উপজেলায়। এটি ব্রহ্মপুত্র নদীর তীরে গড়ে উঠেছিল। উয়ারী-বটেশ্বরে আবিষ্কৃত হয়েছে বাংলাদেশের প্রাচীনতম চিত্রশিল্প।
৪. পায়রা সমুদ্রবন্দর— পটুয়াখালীর কুয়াকাটায়।
৫. সাতটি দেশ নিয়ে সার্ক (দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা) গঠিত হয়— ১৯৮৫ সালে। আফগানিস্তান সার্কে যোগ দেয়— ২০০৭ সালে।
৬. শাকসবজি ও ফলমূলের তন্তুময় অংশকে রাফেজ বলে। রাফেজ আমাদের দেহে কোনো পুষ্টি যোগায় না, তবে পরিপাকে সাহায্য করে।
৭. সম্প্রতি 'ইয়েলো ভেস্ট' আন্দোলন হয়— ফ্রান্সে।
৮. নিউজিল্যান্ডের পর সম্প্রতি ভয়াবহ জঙ্গি হামলা ঘটে— শ্রীলংকায়।
৯. জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার— ফিলিপ্পো গ্যান্ডি।
১০. মেধা ও সৃজনশীল সম্পদের আইনগত সুরক্ষা দেওয়া হয়— কপিরাইটের মাধ্যমে।
১১. সাহসী সাংবাদিকতার সবচেয়ে সম্মানজনক পুরস্কার— পুলিৎজার পুরস্কার।
১২. চীনের প্রেসিডেন্ট— সি চিন পিং।
১৩. বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার— রীতা গাঙ্গুলী দাস।
১৪. ব্লাস্ট রোগ হয়— ধানের। তথা ব্লাস্ট একটি ধানের রোগ।
১৫. 'প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে' গ্রন্থটির লেখক— শামসুর রাহমান।
১৬. আগাখান পুরস্কার দেওয়া হয়— স্থাপত্য বিষয়ে। এর পুরো নাম আগাখান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার বা আগাখান স্থাপত্য পুরস্কার।



ইত্যাদি' ম্যাগাজিন অনুষ্ঠানের মতো ও মন ভালো করার মতো বিচিত্র সব মনোমুগ্ধকর জিনিস সম্পর্কে জানতে ও সেসব ভার্চুয়ালি দেখতে ভিজিট করুন Art of Life ব্লগ।
ওয়েব অ্যাড্রেস/ লিংক/ URL:
http://artoflifeap.blogspot.com

ফেসবুকে আইটেমগুলোর আপডেট পেতে লাইক দিন 'আর্ট অব লাইফ' এর ফেসবুক পেজে। ফেসবুক পেজের লিংক→
http://facebook.com/artoflifeap

মুগ্ধতায় ভরা এক নান্দনিক প্রোগ্রাম.../
মেহেদী হাসান,
প্রতিষ্ঠাতা, আর্ট অব লাইফ।

No comments:

Post a Comment