গ্রন্থনা: মেহেদী হাসান | Sponsored by: DUKUAPP
তথ্যসমূহ:—
১. দেশের অষ্টম ও সর্বশেষ বিভাগ— ময়মনসিংহ।
২. ভুটানের প্রধানমন্ত্রী— লোটে শেরিং। তিনি ১২ এপ্রিল ২০১৯ বাংলাদেশ সফরে আসেন।
৩. এ বছর নববর্ষ উৎযাপনে অতিথি হিসেবে ছিলেন— ভুটানের প্রধানমন্ত্রী।
৪. সম্প্রতি 'বাংলাদেশ দিবস' পালিত হয়— স্পেনে।
৫. সম্প্রতি বৈষম্যমূলক প্রোগ্রামিং দূর করতে আইন প্রস্তাব করা হয়েছে— মার্কিন পার্লামেন্টে।
৬. 'আলপনা গ্রাম' নামে পরিচিত টিকইল গ্রাম অবস্থিত চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায়।
৭. ভুটান বাংলাদেশের কাছে শুল্কমুক্ত ও কোটামুক্ত বাণিজ্য সুবিধা চেয়েছে— ১৬ টি পণ্যের।
৮. বৈশাখে 'সাংগ্রাই' উৎসব পালন করে— মারমারা।
৯. জালিওয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সংঘটিত হয়— ১৯১৯ সালে। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ সরকার প্রদত্ত নাইট উপাধি ত্যাগ করেন।
১০. ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং ছিলেন— ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্র।
১১. ফ্রিজের ভেতর ঠাণ্ডা রাখতে ব্যবহৃত হয়— সিএফসি গ্যাস।
১২. সম্প্রতি সামরিক ও গণঅভ্যুন্থানে সরকারের পতন হয়— সুদানে।
১৩. আইএমএফ এর প্রধান— ক্রিস্টিনা লাগার্দ।
১৪. মুজিবনগর দিবস— ১৭ এপ্রিল।
১৫. বাংলাদেশ পুলিশের তদন্ত সংস্থা— পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন।
১৬. ক্যাথেড্রাল (নটর ডেম ক্যাথেড্রাল) গির্জা অবস্থিত— ফ্রান্সের প্যারিসে।
১৭. বিশ্বের প্রথম নভোচারী— ইউরি গ্যাগারিন।
১৮. কম্বোডিয়ার গণহত্যা নিয়ে নির্মিত চলচ্চিত্র— ফার্স্ট দে কিলড মাই ফাদার।
১৯. সাংবাদিকতার সহসী পুরস্কার— পুলিৎজার। একে বলা হয় সাংবাদিকতার নোবেল।
২০. বিরাট রাজার প্রত্নতাত্ত্বিক নিদর্শন অবস্থিত— গাইবান্ধার গোবিন্দগঞ্জে।
২১. জৈনধর্মের শেষ তীর্থঙ্কর ছিলেন— মহাবীর।
২২. পৃথিবীর আহ্নিক গতির তারতম্য ঘটে অক্ষাংশের ভিন্নতার কারণে। নিরক্ষরেখায় আবর্তনের বেগ সবচেয়ে বেশি; ঘন্টায় প্রায় ১৭০০ কি.মি.।
২৩. ঢাকায় পৃথিবীর আহ্নিক গতির বেগ— ১৬০০ কিলোমিটার।
২৪. ফ্রান্সের প্যারিসের নটর ডেম ক্যাথেড্রালে অগ্নিনির্বাপণে ব্যবহৃত রোবটের নাম— 'কোলোসাস' রোবট।
২৫. ট্রান্সপারেসি ইন্টারন্যাশনাল হলো একটি দুর্নীতি বিষয়ক গবেষণা ও জরিপ সংস্থা।
২৬. উত্তর কোরিয়ার রাজধানী— পিয়ংইয়ং।
২৭. সম্প্রতি বিদেশিদের জমি কেনা নিষিদ্ধ করেছে— মালদ্বীপ।
২৮.গণমাধ্যমের স্বাধীনতা সূচকে বর্তমানে বাংলাদেশের অবস্থান— ১৫০ তম। ২০১৮ তে ছিল ১৪৬ তম।
দেশীয় বিভিন্ন সাধারণ শিক্ষাবৃত্তির খবরাখবর পেতে নিয়মিত ভিজিট করুন Scholarship Helpbook ব্লগ।
ওয়েব অ্যাড্রেস/ লিংক/ URL:
scholarshiphelpbook.blogspot.com
অথবা ফেসবুকে আপডেট পেতে লাইক দিন 'স্কলারশিপ হেল্পবুক' এর ফেসবুক পেজে। ফেসবুক পেজের লিংক→
facebook.com/scholarshiphelpbook
শিক্ষাবৃত্তির খবরাখবর হাতের মুঠোয়.../
মেহেদী হাসান,
উদ্যোক্তা, স্কলারশিপ হেল্পবুক।
তথ্যসমূহ:—
১. দেশের অষ্টম ও সর্বশেষ বিভাগ— ময়মনসিংহ।
২. ভুটানের প্রধানমন্ত্রী— লোটে শেরিং। তিনি ১২ এপ্রিল ২০১৯ বাংলাদেশ সফরে আসেন।
৩. এ বছর নববর্ষ উৎযাপনে অতিথি হিসেবে ছিলেন— ভুটানের প্রধানমন্ত্রী।
৪. সম্প্রতি 'বাংলাদেশ দিবস' পালিত হয়— স্পেনে।
৫. সম্প্রতি বৈষম্যমূলক প্রোগ্রামিং দূর করতে আইন প্রস্তাব করা হয়েছে— মার্কিন পার্লামেন্টে।
৬. 'আলপনা গ্রাম' নামে পরিচিত টিকইল গ্রাম অবস্থিত চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায়।
৭. ভুটান বাংলাদেশের কাছে শুল্কমুক্ত ও কোটামুক্ত বাণিজ্য সুবিধা চেয়েছে— ১৬ টি পণ্যের।
৮. বৈশাখে 'সাংগ্রাই' উৎসব পালন করে— মারমারা।
৯. জালিওয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সংঘটিত হয়— ১৯১৯ সালে। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ সরকার প্রদত্ত নাইট উপাধি ত্যাগ করেন।
১০. ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং ছিলেন— ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্র।
১১. ফ্রিজের ভেতর ঠাণ্ডা রাখতে ব্যবহৃত হয়— সিএফসি গ্যাস।
১২. সম্প্রতি সামরিক ও গণঅভ্যুন্থানে সরকারের পতন হয়— সুদানে।
১৩. আইএমএফ এর প্রধান— ক্রিস্টিনা লাগার্দ।
১৪. মুজিবনগর দিবস— ১৭ এপ্রিল।
১৫. বাংলাদেশ পুলিশের তদন্ত সংস্থা— পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন।
১৬. ক্যাথেড্রাল (নটর ডেম ক্যাথেড্রাল) গির্জা অবস্থিত— ফ্রান্সের প্যারিসে।
১৭. বিশ্বের প্রথম নভোচারী— ইউরি গ্যাগারিন।
১৮. কম্বোডিয়ার গণহত্যা নিয়ে নির্মিত চলচ্চিত্র— ফার্স্ট দে কিলড মাই ফাদার।
১৯. সাংবাদিকতার সহসী পুরস্কার— পুলিৎজার। একে বলা হয় সাংবাদিকতার নোবেল।
২০. বিরাট রাজার প্রত্নতাত্ত্বিক নিদর্শন অবস্থিত— গাইবান্ধার গোবিন্দগঞ্জে।
২১. জৈনধর্মের শেষ তীর্থঙ্কর ছিলেন— মহাবীর।
২২. পৃথিবীর আহ্নিক গতির তারতম্য ঘটে অক্ষাংশের ভিন্নতার কারণে। নিরক্ষরেখায় আবর্তনের বেগ সবচেয়ে বেশি; ঘন্টায় প্রায় ১৭০০ কি.মি.।
২৩. ঢাকায় পৃথিবীর আহ্নিক গতির বেগ— ১৬০০ কিলোমিটার।
২৪. ফ্রান্সের প্যারিসের নটর ডেম ক্যাথেড্রালে অগ্নিনির্বাপণে ব্যবহৃত রোবটের নাম— 'কোলোসাস' রোবট।
২৫. ট্রান্সপারেসি ইন্টারন্যাশনাল হলো একটি দুর্নীতি বিষয়ক গবেষণা ও জরিপ সংস্থা।
২৬. উত্তর কোরিয়ার রাজধানী— পিয়ংইয়ং।
২৭. সম্প্রতি বিদেশিদের জমি কেনা নিষিদ্ধ করেছে— মালদ্বীপ।
২৮.গণমাধ্যমের স্বাধীনতা সূচকে বর্তমানে বাংলাদেশের অবস্থান— ১৫০ তম। ২০১৮ তে ছিল ১৪৬ তম।
দেশীয় বিভিন্ন সাধারণ শিক্ষাবৃত্তির খবরাখবর পেতে নিয়মিত ভিজিট করুন Scholarship Helpbook ব্লগ।
ওয়েব অ্যাড্রেস/ লিংক/ URL:
scholarshiphelpbook.blogspot.com
অথবা ফেসবুকে আপডেট পেতে লাইক দিন 'স্কলারশিপ হেল্পবুক' এর ফেসবুক পেজে। ফেসবুক পেজের লিংক→
facebook.com/scholarshiphelpbook
শিক্ষাবৃত্তির খবরাখবর হাতের মুঠোয়.../
মেহেদী হাসান,
উদ্যোক্তা, স্কলারশিপ হেল্পবুক।
No comments:
Post a Comment