Friday, April 12, 2019

সাপ্তাহিক সংখ্যা—২১: ০৬/০৪/২০১৯ হতে ১২/০৪/২০১৯

গ্রন্থনা: মেহেদী হাসান  |  Sponsored by: DUKUAPP


তথ্যসমূহ:—
১. মহানায়িকা সুচিত্রা সেনের বাড়ি ছিল বাংলাদেশের— পাবনায়।
২. গারোরা মাতৃতান্ত্রিক সমাজব্যবস্থায় চলে। এদের ভাষার নাম আচিক ও আদিধর্মের নাম সাংসারেক। এদের ঐতিহ্যবাহী ও বৃহৎ ধর্মীয় উৎসবের নাম 'ওয়ানগালা'।
৩. আলুর নাবি ধসা রোগ প্রতিরোধে কাজ করার জন্য এ বছর 'ওয়ার্ল্ড সামিট অ্যাওয়ার্ড' পাওয়া বাংলাদেশি প্রতিষ্ঠান— এমপাওয়ার সোশ্যাল।
৪. 'ফাগুয়া' উৎসব পালন করে— ওঁরাও নৃগোষ্ঠী। এটি তাদের প্রধান উৎসব। ওঁরাওরা রাজশাহী, রংপুর ও দিনাজপুরে বাস করে।
৫. জীবের শ্রেণিবিন্যাসের জনক— ক্যারোলাস লিনিয়াস। তিনি জীবের বৈজ্ঞানিক নাম তথা দ্বিপদ নামকরনেরও জনক।
৬. বিজিএমইএ এর প্রথম নারী সভাপতি— রুবানা হক।
৭. বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট— ডেভিড ম্যালপাস (১৩ তম)।
৮. রুয়ান্ডায় গণহত্যা ঘটে— ১৯৯৪ সালে।
৯. রবীন্দ্রনাথ ঠাকুর 'গীতাঞ্জলি' কাব্যের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন— ১৯১৩ সালে।
১০. রোকনুজ্জামান খান ছিলেন— শিশুসাহিত্যিক। যিনি দাদাভাই নামে পরিচিত ছিলেন।
১১. কাতালোনিয়া হলো— স্পেনের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল।
১২. লিবিয়ার রাজধানী— ত্রিপলি।
১৩. থাইল্যান্ডের থাম লুয়াং গুহায় খুদে ফুটবল দল আটকে পড়ে— ২০১৮ এর ২৩ জুন।
১৪. সম্প্রতি ড্রোনের মাধ্যমে পণ্য সরবরাহ সেবা প্রথম চালু করে— গুগল। এটি প্রথম করতে চেয়েছিল— আমাজন।
১৫. ভারতের এবারের লোকসভা নির্বাচন— ১৭ তম।
১৬. উন্নয়ন প্রকল্পে অর্থ সাহায্য দিয়ে থাকে জাতিসংঘের সংস্থা— বিশ্বব্যাংক।
১৭. ওয়ার্ল্ড সামিট অ্যাওয়ার্ড (ডব্লিউএসএ) পুরস্কার-২০১৯ লাভ করে বাংলাদেশের— ৮টি প্রকল্প।
১৮. জীবকোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে— লাইসোসোম।
১৯. সম্প্রতি অস্ত্রআইন সংশোধন বিল পাশ হয়— নিউজিল্যান্ডে।
২০. উইকিলিকসের প্রতিষ্ঠাতা ছিলেন— জুলিয়ান অ্যাসাঞ্জ।
২১. পৃথিবীর নিকটতম গ্রহ— মঙ্গল। 'ফেবোস' ও 'ডিমোস' মঙ্গলের দুটি উপগ্রহ।



বিশ্ববিদ্যালয় ভর্তি ও বিসিএসসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য বুক ডাইজেস্টস খুবই গুরুত্বপূর্ণ। তাই বিভিন্ন বইয়ের ডাইজেস্ট পেতে ভিজিট করুন Book Digests এর ব্লগ।
ওয়েব অ্যাড্রেস/ লিংক/ URL:
http://bookdigests.blogspot.com

ফেসবুকে আমাদের আপডেট পেতে লাইক দিন 'বুক ডাইজেস্টস' এর ফেসবুক পেজে। ফেসবুক পেজের লিংক→
http://facebook.com/bookdigests

বই রিভিশন হোক সহজ, প্রস্তুতি হোক দ্রুত.../
মেহেদী হাসান,
সম্পাদক, বুক ডাইজেস্টস।

No comments:

Post a Comment