২২ ডিসেম্বর, ২০১৮ শনিবার → ২৮ ডিসেম্বর, ২০১৮ শুক্রবার
তথ্যসমূহ:—
১. ফলের খোসায় প্রচুর পরিমাণে ক্যারোটিন ও ফ্ল্যাভনয়েড থাকে।
২. ওয়েবসাইট মিডিয়ার র্যাংকিং করে থাকে— গুগল অ্যানালিটিকস, অ্যালেক্সা প্রভৃতি তথ্যপ্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠান।
৩. ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) হলো— ওয়াশিংটনভিত্তিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থা এবং দ্য এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (এনফ্রেল) হলো— ব্যাংককভিত্তিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থা।
৪. বাংলাদেশের তথ্যপ্রযুক্তিবিষয়ক জাতীয় সংস্থা— বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।
৫. বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রামার— অগাস্টা অ্যাডা লাভলেস (অ্যাডা বায়রন); তিনি ছিলেন ব্রিটিশ কবি 'লর্ড বায়রন' এর কন্যা।
৬. বৃহস্পতি সৌরজগতের বৃহত্তম গ্রহ; একে গ্রহরাজ বলা হয়। এই গ্রহ পৃথিবীর চেয়ে প্রায় ১৩০০ গুণ বড়। ২৪ ঘণ্টায় এখানে দুবার সূর্য উঠে ও দুবার অস্ত যায়।
৭. নিউইয়র্ক পুলিশ বিভাগে সর্বোচ্চ পদে প্রথম বাংলাদেশি— খন্দকার আবদুল্লাহ। আর নিউইয়র্ক পুলিশের প্রথম ও একমাত্র বাংলাদেশি নারী সার্জেন্ট— ফজিলাতুন নিসা।
৮. ঢাকায় নিযুক্ত ইইউ (ইউরোপিয়ান ইউনিয়ন) এর রাষ্ট্রদূত— রেনসে টেরিঙ্ক।
৯. বাংলাদেশের জাতীয় প্রতীক ব্যবহারের এখতিয়ার আছে— রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর।
১০. কম্পিউটার ভাইরাস এর পূর্ণরূপ— ভাইরাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সিইজ। গবেষক 'ফ্রেডরিক কোহেন' এই নামকরণ করেন।
১১. ইউকিলিকসের প্রতিষ্ঠাতা ছিলেন— জুলিয়ান অ্যাসাঞ্জ।
১২. সোমালিয়ার রাজধানী— মোগাদিসু।
১৩. পায়রা সমুদ্রবন্দর— পটুয়াখালীতে। সম্প্রতি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বন্দরকেন্দ্রিক প্রকল্প পায়রা সমুদ্রবন্দর।
১৪. ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) এর বৈশ্বিক লিঙ্গবৈষম্য প্রতিবেদন-২০১৮ অনুযায়ী বাংলাদেশ— চারটি ক্ষেত্রে বিশ্বে প্রথম।
১৫. বাংলাদেশে প্রথম বাণিজ্যিকভাবে চা চাষ শুরু হয়— ১৮৫৪ সালে সিলেটে।
১৬. বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত চা-বাগানের সংখ্যা— ১৬৪টি।
১৭. বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কর্তৃক ইন্টারনেটের সর্বনিম্ন গতি নির্ধারণ করা হয়েছে— ১০ এমবিপিএস।
১৮. জাতীয় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি দিবস এর পরিবর্তিত নাম— ডিজিটাল বাংলাদেশ দিবস।
১৯. সম্প্রতি ফ্রান্সে 'ইয়েলো ভেস্ট আন্দোলন' হয়— জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে।
২০. বিশ্বের সবচেয়ে বড় ফুল বাণিজ্যকেন্দ্র— নেদারল্যান্ডসের আলসমিরে।
২১. বাংলাদেশের ব্যাংকমালিকদের সংগঠনের নাম— বিএবি (বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস)।
২২. ২০১৮তে শান্তিতে নোবেল পাওয়া ইরাকি তরুণী— নাদিয়া মুরাদ।
২৩. ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) শীর্ষ আদালতের নাম— ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিস (ইসিজে)।
২৪. বিশ্বব্যাংকের হিসাবমতে প্রবাসী আয় প্রাপ্তিতে শীর্ষদেশ— ভারত।
২৫. সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যুক্ত হওয়া ড্রিমলাইনার— বোয়িং ৭৮৭-৮।
২৬. সম্প্রতি 'আনাক ক্রাকাতুয়া' নামক আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে ব্যাপক সুনামি হয়— ইন্দোনেশিয়ায়।২৭. 'সান্তা ক্লোজ' সংস্কৃতি পালন করা হয়— খ্রিষ্টানদের রডদিন উৎসবে।
২৮. জাপানের বিদায়ী সম্রাট— সম্রাট আকিহিতো। তার শাসনামলকে 'হেসে' যুগ বলা হতো যার অর্থ 'শান্তি প্রতিষ্ঠার যুগ'। জাপানের সিংহাসনের নাম 'ক্রিসেনন্থিমাম সিংহাসন'।
২৯. নওয়াজ শরীফ ক্ষমতাচ্যূত হয়েছিলেন— কারগিল যুদ্ধের কারণে।
৩০. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মালিকানা— ভারতের। সম্প্রতি ভারত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের তিনটি দ্বীপের নাম পরিবর্তন করে।
৩১. কুম্ভমেলা উৎসব হয়— ভারতে (এলাহাবাদ প্রদেশে)। ১২ বছর পরপর আয়োজিত এই সাধু-সন্ন্যাসীদের উৎসবকে জাতিসংঘ বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ ঘোষণা করেছে।
৩২. 'বঙ্গবন্ধু শিল্পনগর' স্থাপিত হচ্ছে— চট্টগ্রামের মিরসরাই, ফেনী ও সীতাকুণ্ডের ৩০ হাজার একর এলাকাজুড়ে। এটি দেশের সর্ববৃহৎ শিল্পনগর।
৩৩. ইউএনএফপিএ হলো— জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউনাইটেড ন্যাশন ফান্ড ফর পপুলেশন এ্যাক্টিভিটিস); এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে।
৩৪. বাংলাদেশের 'বিলিয়ন ডলার শিল্প' বলা হয়— তৈরি পোশাকশিল্পকে।
৩৫. 'জুন-২০১৮' তে থাইল্যান্ডে কোচসহ খুদে ফুটবলটিম আটকে পড়া গুহাটির নাম— থাম লুয়াং নাং নন, বা সংক্ষেপে থাম লুয়াং।
৩৬. টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি— সাকিব আল হাসান।
৩৭. কিউবায় সমাজতান্ত্রিক বিপ্লব হয়েছিল— ১৯৫৮ সালে।
কুড়িয়ে পাওয়া কাগজপত্র সেটার মালিককে ফিরিয়ে দিতে ও হারানো কাগজপত্র খুঁজতে মেসেজ করুন Dropbox Bangladesh এর মেসেজ ইনবক্সে। কুড়িয়ে পাওয়া কাগজপত্র ডাকবক্সে ফেললেও তা ডাক বিভাগ সেটার মালিকের কাছে পৌঁছে দেয়, তবে তাতে অনেকটা সময় লেগে যায়। তাই দ্রুত এই স্বেচ্ছাসেবা দিতে ও নিতে ড্রপবক্স বাংলাদেশ এর সাথে যোগাযোগ করুন। আমরা এ সম্পর্কিত বুলেটিন প্রকাশ করবো।
ওয়েব অ্যাড্রেস/ লিংক/ URL:
আসুন এটা শেয়ার করি | Dropbox Bangladesh
No comments:
Post a Comment