০১ ডিসেম্বর, ২০১৮ শনিবার → ০৭ ডিসেম্বর, ২০১৮ শুক্রবার
তথ্যসমূহ:—
১. বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি মুক্তিযোদ্ধা 'উইলিয়াম উডারল্যান্ড' বা ডব্লিউ এস ওডারল্যান্ড ছিলেন একজন— অস্ট্রেলিয়ান। তার পুরো নাম— উইলিয়াম আব্রাহাম সাইমন উডারল্যান্ড। তিনি পিতৃসুত্রে অস্ট্রেলিয় তবে জন্ম নেদারল্যান্ডে।
২. প্রতিবছর দেশের শ্রমবাজারে প্রবেশ করে— ২০ লাখ তরুণ।
৩. জি-২০ হলো— বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট।
৪. বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদান রাখা ইতালীয় ধর্মযাজক 'ফাদার মারিনো রিগান' আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসাসেবা দিতেন। 'একাত্তরের ডায়েরি' নামে তারও একটি ডায়েরি ছিল যাতে মুক্তিযুদ্ধের বিভিন্ন তথ্য ছিল।
৫. সম্প্রতি 'ইউনেস্কো আমির জাবের আল আহমেদ' পুরস্কার পাওয়া বাংলাদেশি— ভাস্কর ভট্টাচার্য।
৬. QR কোড এর অপর নাম কুইক রেসপন্স কোড। এটি হলো একধরনের ম্যাট্রিক্স বা 2D বারকোড। জাপানে এই কোড উদ্ভাবিত হয় ও বিকাশ লাভ করে। এই কোড ক্যামেরা দিয়ে কিংবা মোবাইল/ কম্পিউটার অ্যাপ্লিকেশন ও স্মার্ট ডিভাইস দিয়ে পড়া যায়।
৭. অস্ট্রিয়ার প্রেসিডেন্ট— আলেক্সান্ডার ভ্যান ডার বেলেন।
৮. বীরপ্রতীক তারামন বিবির বাড়ি ছিল— কুড়িগ্রামের রাজীবপুরের শংকর মাধবপুর গ্রামে। তিনি মুক্তিযুদ্ধের ১১নং সেক্টরে যুদ্ধ করেছিলেন।
৯. 'লেভেল প্লেয়িং ফিল্ড' হলো— প্রতিযোগিতায় সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করা।
১০. বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদান রাখা ব্রিটিশ সাংবাদিক সাইমন ড্রিং ছিলেন 'দ্যা ডেইলি টেলিগ্রাফ' এর রিপোর্টার। তিনি কাজ করতেন কম্বোডিয়ার রাজধানী নমপেনে। তিনি ২৫ মার্চ ১৯৭১এর হত্যাযজ্ঞ নিয়ে লেখেন "ট্যাংকস ক্র্যাশ রিভোল্ট ইন ইস্ট পাকিস্তান" নামক প্রতিবেদন যা লন্ডনের ডেইলি টেলিগ্রাফে প্রকাশিত হয় ৩০ মার্চ, ১৯৭১ এ। তার জন্ম ইংল্যান্ডে।
১১. এলএনজি হলো— তরলীকৃত প্রাকৃতিক গ্যাস।
১২. জিপিএস হলো— গ্লোবাল পজিশনিং সিস্টেম। এটি হলো একটি কৃত্রিম উপগ্রহভিত্তিক যোগাযোগব্যবস্থা। জিপিএস প্রযুক্তির উদ্ভাবনে এখন খুব সহজে ও নিখুঁতভাবে পৃথিবীর যেকোনো স্থানের অবস্থান সম্পর্কে জানা যায়।
১৩. বিশ্ব জলবায়ু সম্মেলন/ জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ-২৪) শুরু হয়েছে— পোল্যান্ডের 'কতোভিচ' শহরে।
১৪. বাংলাদেশের মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের দলে যোগ দিয়ে যুদ্ধ করতে প্রস্তুতি নেওয়া বিদেশি লেখক আঁদ্রে মালরো ছিলেন একজন— ফরাসি। তবে তাকে আসতে হয়নি; তিনি আসার আগেই বাংলাদেশ মুক্তিযুদ্ধে বিজয় লাভ করে।
১৫. কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) শব্দটি প্রথম চালু করেন— জন ম্যাকার্থি ১৯৫৬ সালে।
১৬. বিশ্বের প্রথম বায়োনিক মানুষ— রেক্স।
১৭. কিউরিসিটি রোভার ২০১২ সালে মঙ্গলগ্রহে নাসার প্রেরিত চতুর্থ রোবটযান। এর ওজন ছিল প্রায় ১টন। এটি মঙ্গলে পৌঁছাতে ৯ মাস লেগেছিল। এটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে ৫৭কোটি কিলোমিটার পথ পাড়ি দিয়ে মঙ্গলে পৌঁছায়। একে বলা হয়- 'পূর্ণাঙ্গ জৈব গবেষণাগার'।
১৮. বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত— আর্ল রবার্ট মিলার।
১৯. গণতন্ত্রের মানসপুত্র বলে অভিহিত— হোসেন শহীদ সোহরাওয়ার্দী।
২০. বাতজ্বর হলো— একটি হৃদরোগ।
৩১. ব্রেক্সিট নিয়ে যুক্তরাজ্যের মত পাল্টানোর সুযোগ আছে— এ অভিমত দিয়েছে ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিস (ইসিজে)।
২২. ন্যানোটেকনোলজি হলো— পদার্থকে আনবিক পর্যায়ে পরিবর্তন ও নিয়ন্ত্রণ করার বিদ্যা। ন্যানো প্রযুক্তির জনক— রিচার্ড ফাইনম্যান।
২৩. অলিগপলি বাজার হলো— যে বাজারব্যবস্থায় সমজাতীয় দ্রব্যের কতিপয় বিক্রেতা ও বহুসংখ্যক ক্রেতা থাকে। যেমন- মোবাইল ফোন অপারেটর।
২৪. মুক্তিযুদ্ধের সময় বাঙালি শরণার্থীদের দুরবস্থা নিয়ে লেখা বিখ্যাত কবিতা "সেপ্টেম্বর ইন যশোর রোড" এর লেখক ছিলেন আমেরিকান সাংবাদিক ও কবি অ্যালেন গিন্সবার্গ।
২৫. বাংলাদেশের তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন— বিজিএমইএ। আর বাংলাদেশের শিল্পপতিদের সবচেয়ে বড় সংগঠন— এফবিসিসিআই।
২৬. ক্ষুদ্র সময় ব্যবধান পরিমাপের জন্য ব্যবহার করা হয়— স্টপওয়াচ।
২৭. মাইক্রোওয়েভ হলো— এক ধরণের তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। এর মাধ্যমে ছবি, শব্দ, অডিও, ভিডিও আদান-প্রদান করা যায়। পৃথিবীর প্রথম মাইক্রোওয়েভ আবিষ্কার করেছিলেন— আচার্য জগদীশচন্দ্র বসু।২৮. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বিবিসির দক্ষিণ এশিয়াবিষয়ক সংবাদদাতা ছিলেন— মার্ক টালি। মুক্তিযুদ্ধের উত্তাল দিনগুলোতে মার্ক টালি ছিলেন বাঙালি মুক্তিযোদ্ধাদের আশার আলো। রেডিওতে কান পেতে সকাল-সন্ধ্যা বিবিসিতে মার্ক টালির কণ্ঠ শোনার জন্য অপেক্ষায় থাকতো পুরো দেশ। বাংলাদেশের পক্ষে বিশ্বজনমত গঠনে তার ভূমিকা ছিল অনন্য।
২৯. অর্থনীতিতে ঋণের 'নিকাশ ঘর' বলা হয়— কেন্দ্রীয় ব্যাংককে।
৩০. বাংলাদেশে পার্বত্য শান্তিচুক্তি হয়— ১৯৯৭ সালে।
৩১. হুতি বিদ্রোহীরা— ইয়েমেনের।
৩২. শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই সম্প্রতি হার্বাড কর্তৃক লাভ করেন 'গ্লাইটসম্যান সিটিজেন অ্যাক্টিভিস্ট' পুরস্কার।
৩৩. প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা রনিল বিক্রমাসিংহেকে শ্রীলংকার প্রধানমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করেছিলেন— ২৬ অক্টোবর ২০১৮ তে।
৩৪. আগামী দুই বছরের জন্য (২০১৯-২০) আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ব্যুরোর সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
কিছু ছাত্র-ছাত্রীকে ফ্রিতে HSC/ Admission Test এর ইংরেজি শেখাবো। বিনিময়ে আমার To Let Rangpur City প্রজেক্টের জন্য কিছু তথ্য সংগ্রহ করে দিতে হবে।
যেহেতু প্রকল্পটি রংপুর শহরভিত্তিক তাই শুধু রংপুর শহরে অধ্যয়নরত শিক্ষার্থীরাই এই সেবা পাবেন।
আমি সপ্তাহে ৪ দিন পাঠাদান করবো আর শিক্ষার্থীরা সপ্তাহে দুইদিন একবেলা করে আমার সোশ্যাল প্রজেক্টের জন্য তথ্য সংগ্রহের কাজ করবেন।
কাজটি খুবই সহজ। বিস্তারিত জানতে কল করুন- ০১৭৪৬-৩১৫৬৩৯ তে।
আহবায়ক—
মেহেদী হাসান; প্রশিক্ষক, EGLS.
প্রতিষ্ঠাতা, রংপুর হেল্পবুক।
No comments:
Post a Comment