Friday, December 21, 2018

সাপ্তাহিক সংখ্যা—৫: ১৫/১২/২০১৮ হতে ২১/১২/২০১৮

১৫ ডিসেম্বর, ২০১৮ শনিবার → ২১ ডিসেম্বর, ২০১৮ শুক্রবার


তথ্যসমূহ:—
১. ১৯৭১ সালে বাংলাদেশে পাকবাহিনীর গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তি দাবি করেছিলেন পাকিস্তানি রাজনীতিক— গোলাম জিলানি।
২. নয়াবাদ মসজিদ— দিনাজপুরের কাহারোলে অবস্থিত।
৩. শেখ হাসিনাকে নিয়ে নির্মিত প্রথম চলচ্চিত্র— 'হাসিনা এ ডটারস টেল'।
৪. ফিনল্যান্ডের রাজধানী— হেলসিংকি।
৫. একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে ভারতের নীতিগত সিদ্ধান্ত গ্রহণে ইন্দিরা গান্ধীর পরামর্শদাতা তথা অনুঘটক ছিলেন তার মুখ্যসচিব— পি এন হাকসার।
৬. 'আনট্রানকুইল রিফ্লেকশন: দ্য ইয়ার অব ফুলফিলমেন্ট' বইটির লেখক— অধ্যাপক রেহমান সোবহান।
৭. স্যাটেলাইট মাইক্রোওয়েভ প্রযুক্তিতে স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ বসানো হয়— ভূপৃষ্ঠ হতে প্রায় ৩৬,০০০ কিলোমিটার উপরে।
৮. স্যাটেলাইটের কক্ষপথকে বলা হয়— অরবিট।
৯. 'রাফায়েল' একপ্রকার অত্যাধুনিক যুদ্ধবিমান।
১০. আধুনিক কম্পিউটারের মূল ভিত্তি— বাইনারি পদ্ধতি। এই পদ্ধতির উদ্ভাবক ছিলেন— জার্মান গণিতবিদ লাইবলিৎস।
১১. সর্বাধিক সংখ্যক গভীর সমুদ্রখাত আছে— প্রশান্ত মহাসাগরে।
১২. পৃথিবীর গভীরতম সমুদ্রখাত— ম্যারিয়ানা খাত (১০ হাজার ৮৭০ মিটার গভীর)। এটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত।
১৩. 'পোর্টোরিকো' সমুদ্রখাত— আটলান্টিক মহাসাগরে।
১৪. জলবায়ু সম্মেলন "কপ-২৪" এর প্রেসিডেন্ট ছিলেন— মিখাল কুরতিকা। এই সম্মেলন পোল্যান্ডের কাতোভিচ শহরে অনুষ্ঠিত হয়।
১৫. শ্রীলংকার প্রধানমন্ত্রীর পদে পুনঃপ্রতিষ্ঠিত হন রনিল বিক্রমাসিংহে। তিনি শপথ নেওয়ায় শ্রীলংকার রাজনৈতিক সংকটের অবসান হয়।
১৬. ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (ডব্লিউডব্লিউডব্লিউ) এর জনক— টিম বানার্স লি। তিনি ১৯৮৯ সালে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব তৈরি করেন।
১৭. মাটিতে বিদ্যমান জৈব পদার্থ 'হিউমাস' নামে পরিচিত। ইহা দেখতে অনেকটা কালচে রঙের হয়।
১৮. ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) এর নারী-পুরুষ সমতার বার্ষিক প্রতিবেদন-২০১৮ তে বাংলাদেশের অবস্থান ১৪৯টি দেশের মধ্যে ৪৮ তম।
১৯. বাংলাদেশের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার— কে এম নুরুল হুদা।
২০. বরেন্দ্রভূমি বলা হয়— রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জসহ উত্তরবঙ্গের কিছু অংশকে।
২১. দশমিক পদ্ধতির সংখ্যাকে বাইনারি সংখ্যায় প্রকাশের জন্য ব্যবহার করা হয়— BCD কোড।
২২. চীনের বর্তমান প্রেসিডেন্ট— সি চিন পিং।
২৩. ভারতের কেন্দ্রীয় ব্যাংক— রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া।
২৪. সম্প্রতি বাংলাদেশে চালু হওয়া অ্যাপসভিত্তিক রেডিও স্টেশন— 'ইমাজিন রেডিও'।
২৫. 'জাতিসংঘ মানবাধিকার পুরস্কার-২০১৮' এ ভূষিত হয়েছেন— পাকিস্তানের প্রয়াত আইনজীবী ও মানবাধিকারকর্মী— আসমা জাহাঙ্গীর।
২৬. যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক সাংবাদিকদের আন্তর্জাতিক সংস্থা— দ্য কমিটি টু প্রজেক্ট জার্নালিস্ট (সিপিজে)।
২৭. নিক্কি এশিয়ান রিভিউ— একটি জাপানি পত্রিকা।
২৮. কোনো শাসনতান্ত্রিক বিষয়ে প্রজ্ঞাপন জারি করে থাকে— জনপ্রশাসন মন্ত্রণালয়।
২৯. বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হয়েছেন— হাবীবুল্লাহ সিরাজী। তিনি একজন কবি। বাংলাদেশের সর্বোচ্চ সম্মাননা একুশে পদকসহ বহু সাহিত্য পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন।
৩০. ইউরোকন্ট্রোল হলো— ইউরোপিয় উড়োজাহাজ চলাচল ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
৩১. বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড) প্রতিষ্ঠিত হয়— ১৯৫৯ সালে কুমিল্লার কোটবাড়িতে। এর প্রতিষ্ঠাতা আখতার হামিদ খান।
৩২. 'মাইক্রোসফট এজ' এবং 'সাফারি' হলো— ইন্টারনেট ব্রাউজার।
৩৩. বাংলাদেশ এ পর্যন্ত সবচেয়ে বেশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে— ২০১৬ সালে (১৬টি)।



ঢাবি "খ" ইউনিট ভর্তি প্রস্তুতি নিতে DU Kha Unit Admission Preparation Program (DUKUAPP) বা "ঢাবি "খ" ইউনিট ভর্তি প্রস্তুতি প্রকল্প" এর সাথে থাকুন।

আমাদের এই সেবা সম্পর্কিত আপডেট পেতে লাইক দিন আমাদের ফেসবুক পেজ "ঢাবি "খ" ইউনিট ভর্তি প্রস্তুতি প্রকল্প" তে। এর লিংক→

আর, আমাদের ভার্চুয়াল ক্লাসরুমে ক্লাস করতে ভিজিট করুন DUKUAPP Classroom ফেসবুক পেজ। এর লিংক→

অথবা ইউজ করতে পারেন আমাদের ---ঢাবি "খ" প্রস্তুতি--- অ্যাপ। এটি নিতে চাইলে আমাদের ফেসবুক পেজে মেসেজ করে রাখুন; অ্যাপ তৈরি হলে আমরা জানাবো।

তোমার স্বপ্ন পূরণে | DUKUAPP

No comments:

Post a Comment