Friday, December 14, 2018

সাপ্তাহিক সংখ্যা—৪: ০৮/১২/২০১৮ হতে ১৪/১২/২০১৮

০৮ ডিসেম্বর, ২০১৮ শনিবার → ১৪ ডিসেম্বর, ২০১৮ শুক্রবার


তথ্যসমূহ:—
১. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষ নেওয়া মার্কিন কূটনীতিক ছিলেন— আর্চার কে ব্লাড। বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে তাঁর স্মৃতিচারণামূলক গ্রন্থ— দ্যা ক্রুয়েল বার্থ অব বাংলাদেশ। উল্লেখ্য, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আমেরিকার সরকার/ প্রশাসন বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল।
২. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন— রিচার্ড নিক্সন এবং পররাষ্ট্রমন্ত্রী ছিলেন— হেনরি কিসিঞ্জার।
৩. বাংলাদেশের বর্তমার প্রধান বিচারপতি— সৈয়দ মাহমুদ হোসেন। তিনি বাংলাদেশের ২২তম প্রধান বিচারপতি।
৪. বিসিক (বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা) প্রতিষ্ঠিত হয়— ১৯৫৭ সালে; তখন এর নাম ছিল- ইপসিক।
৫. বিশ্বের প্রথম নারী মহাকাশচারী— ভ্যালেন্টিনা তেরেসকোভা; তিনি একজন রাশিয়ান।
৬. শনিগ্রহ আয়তনে পৃথিবীর চেয়ে ৯ গুণ বড়। শনিকে ৩টি উজ্জল বলয় বেষ্টন করে আছে। শনির উপগ্রহ ২২টি। এর ভূত্বক বরফে ঢাকা।
৭. ল্যুভর মিউজিয়াম— ফ্রান্সে।
৮. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় রচিত দুটি গান "একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বর...." এবং "মাগো ভাবনা কেনো আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে...." এর গীতিকার/ রচয়িতা ছিলেন— গৌরীপ্রসন্ন মজুমদার। আর "মাগো ভাবনা কেনো...." এর সুরকার ছিলেন- হেমন্ত মুখোপাধ্যায়।
৯. রোকেয়া দিবস— ৯ ডিসেম্বর (বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যু দিবস)।
১০. সম্প্রতি 'ইয়েলো ভেস্ট' আন্দোলন শুরু হয়— ফ্রান্সে।
১১. ব্রিজ অথবা রাউটার ব্যবহার করে একাধিক নেটওয়ার্কের মধ্যে অভ্যন্তরীণ যোগাযোগের ব্যবস্থাকে 'ইন্ট্রানেট' বলে। এটি কোনো প্রতিষ্ঠানের সীমিত ব্যক্তিগণ ব্যবহারের সুযোগ পায়। 'ইন্টারনেট' উন্মুক্ত আর 'ইন্ট্রানেট' সংরক্ষিত।
১৩. সম্প্রতি চাঁদে পাঠানো চীনের রোবটযান— 'চাং-ই ৪'।
১৪. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় শরণার্থীদের জন্য অর্থ সংগ্রহে সহায়তা করা জাপানি রাজনীতিবিদ— তাকাশি হাওয়াকার। তার প্রচেষ্টাতেই ১৯৭২ সালের ১০ ফেব্রুয়ারি জাপান বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়।
১৫. মিশরে সংবাদপত্রশিল্পকে জাতীয়করণ করেন— গামাল আবদেল নাসের ১৯৫০ সালে।
১৬. ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে লেখা ছাপিয়েছিল যুগোস্লাভিয়ার দৈনিক— পলিটি।
১৭. বিশ্ব বাণিজ্য সংস্থা প্রতিষ্ঠিত হয় ১জানুয়ারি, ১৯৯৫ সালে। এটি বিশ্বের বড় অর্থনৈতিক জোট। এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায়। এই সংস্থার উৎপত্তি হয় GATT নামক সংস্থা থেকে। ১৯৪৭ সালে GATT (General Agreement on Tariff and Trade) চুক্তিটি স্বাক্ষরিত হয় এবং ১৯৪৮ সালে গ্যাট প্রতিষ্ঠিত হয়। গ্যাট মূলত শুল্ক ও বাণিজ্যবিষয়ক সাধারণ চুক্তি। ১৯৮৬ সালে উরুগুয়েতে গ্যাট এর অষ্টম রাউন্ডে বিশ্ব বাণিজ্য সংস্থা গড়ে তোলার আলোচনা শুরু হয় যা উরুগুয়ে রাউন্ড নামে পরিচিত। ১৫ এপ্রিল ১৯৯৪ সালে মরক্কোর কারাকাসে ফাইনাল এ্যাক্ট স্বাক্ষরিত হয়। ১৯৯৫ সালের ১জানুয়ারি থেকে বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) কার্যক্রম শুরু করে।
১৮. 'কনসার্ট ফর বাংলাদেশ' অনুষ্ঠিত হয়— ১৯৭১ সালের ১আগস্ট নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে।
১৯. কনসার্ট ফর বাংলাদেশ আয়োজনের মূল উদ্যোক্তা ছিলেন— পণ্ডিত রবিশঙ্কর ও জর্জ হ্যারিসন। ভারতীয় সেতারবাদক পণ্ডিত রবিশঙ্কর এর আহবানে তার সেতার শেখার ছাত্র জর্জ হ্যারিসন সাড়া দেন ও দুজনে উদ্যোগ নিয়ে কনসার্ট ফর বাংলাদেশ আয়োজন করেন।
২০. যুক্তরাজ্য 'ব্রেক্সিট' বাতিল করতে পারবে বলে রায় দিয়েছে ইইউ আদালত বা ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিস (ইসিজে)।
২১. যুক্তরাষ্ট্রের পুলিশের উচ্চপর্যায়ের নির্বাহী পদে ('এনওয়াইপিডি' এর ক্যাপ্টেন পদে) যোগ দেওয়া প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক— খন্দকার আবদুল্লাহ।
২২. মুক্তিযুদ্ধের দিনগুলিতে বাঙালিরা রেডিওতে মুক্তিযুদ্ধের খবরাখবর শুনতেন স্বাধীন বাংলা বেতারকেন্দ্র, আকাশবাণী কলকাতা ও বিবিসি রেডিও সেন্টারের। সেই সময়ে আকাশবাণীতে বাংলাদেশের মুক্তিযুদ্ধবিষয়ক খবর পড়তেন— দেবদুলাল বন্দোপাধ্যায়।
২৩. ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত— রবার্ট মিলার।
২৪. বাংলাদেশের নতুন অর্থসচিব— আবদুর রউফ তালুকদার।
২৫. যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী 'টাইম' এর বর্ষসেরা ব্যক্তিত্ব ২০১৮ হয়েছেন প্রয়াত সৌদি সাংবাদিক জামাল খাসোগি ও রয়টার্সের দুই সাংবাদিক।
২৬. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মার্কিন সরকারের ঘোর বিরোধীতার সময়ে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ও পাকবাহিনীর চালানো গণহত্যার বিপক্ষে সোচ্চার হয়েছিলেন মার্কিন সিনেটর— এডওয়ার্ড মুর কেনেডি। তিনি বাঙালি শরণার্থীদের পরিদর্শন করেছিলেন এবং শরণার্থীদের জন্য কাজ করেছিলেন। তিনি ম্যাসাচুসেটস রাজ্যের সিনেটর ছিলেন।
২৭. অটোমেশন পদ্ধতি হলো— কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করে কোনো কাজকে সহজ করা। সম্প্রতি উন্নত বিশ্বে চাকরির নিয়োগ প্রক্রিয়ায় এটি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।
২৮. সম্প্রতি জিংকং-২ বা স্টারি স্কাই-২ নামের মহাকাশযান পরীক্ষা করে— চীন।
২৯. কোরীয় যুদ্ধ শুরু হয়েছিল ১৯৫০ সালে এবং তা সমাপ্ত হয় ১৯৫৩ সালে। এ যুদ্ধে চীন উত্তর কোরিয়াকে এবং যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়াকে সাহায্য করেছিল।
৩০. মার্কিন সাংবাদিক 'রবার্ট পেইন' এর লেখা বাংলাদেশের মুক্তিযুদ্ধের তথ্যভিত্তিক বই 'ম্যাসাকার'। বইটি ১৯৭৩ সালে প্রকাশিত হয়। এছাড়াও তার লেখা 'টর্চার্ড অ্যান্ড দ্যা ড্যামড' গ্রন্থে পাকিস্তানের কারাগারে বঙ্গবন্ধুর বন্দিজীবনের অনবদ্য চিত্র এঁকেছেন।
৩১. শহীদ বুদ্ধিজীবী দিবস— ১৪ ডিসেম্বর।



To Let Rangpur City প্রজেক্টে বাসা ভাড়া খোঁজা কাজের জন্য কিছুসংখ্যক স্নাতক পড়ুয়া স্মার্ট ছেলেকে নিয়োগ দেওয়া হবে। রংপুরে অধ্যয়নরত ছাত্ররা এতে আবেদন করতে পারবেন। যেহেতু এটি মুক্ত জব তাই এর কর্মীদের আয়ও হবে নিজস্ব পারফরমেন্স এর ভিত্তিতে। বিস্তারিত জানতে কল করুন।

বাসা ভাড়া খুঁজুন সহজেই.../
To Let Rangpur City
ফেসবুক: facebook.com/toletrangpur
হেল্পলাইন: ০১৭৪৬-৩১৫৬৩৯।

No comments:

Post a Comment