২৪ নভেম্বর, ২০১৮ শনিবার → ৩০ নভেম্বর, ২০১৮ শুক্রবার
তথ্যসমূহ:—
১. সম্প্রতি ফোবর্স সাময়িকীর "তরুণ অনুর্ধ্ব ৩০:৩০ উদ্ভাবক-২০১৯" এ স্থান পাওয়া বাংলাদেশি দুই তরুণ— এনার্জি বিভাগে উদ্ভাবক সানি সানওয়ার ও বিজ্ঞান বিভাগে বিজ্ঞানী ও জি এম মাহমুদ আরিফ পাভেল।
২. সম্প্রতি প্রাচীন পুণ্ড্রনগর বা মহাস্থান নিয়ে যে নাটক ভাসুবিহারে মঞ্চস্থ করা হয় তার নাম— মহাস্থান।
৩. আইএসপিআর হলো— ভারতের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর।
৪. বিএসটিআই এর পূর্ণরূপ— বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন।
৫. মধুপুর বনাঞ্চল— টাঙ্গাইলে।
৬. সম্প্রতি ধইঞ্চার জীবনরহস্য উন্মোচনকারী দলের নেতৃত্বে ছিলেন— মনজুরুল আলম।
৭. বাংলাদেশের স্থানীয় শাসনকাঠামোতে স্থানীয় নির্বাচন হয়— পাঁচটি।
৮. একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম (ইলেক্ট্রনিক ভোটিং মেশিন) ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়— ছয়টি সংসদীয় আসনে; যথা— ঢাকা-৬ ও ১৩, চট্টগ্রাম-৯, রংপুর-৩, খুলনা-২ ও সাতক্ষীরা-২ আসনে।
৯. সম্প্রতি জাতিসংঘের জনসংখ্যা তহবিল ইউএনএফপিএ কর্তৃক বাংলাদেশ থেকে চ্যাম্পিয়নশিপ পান— মোখলেসুর রহমান।
১০. আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) নারী ও পুরুষের মজুরির সমতা ঘোষণা করে— ১৯৫১ সালে এবং ১৯৫২ সালে নারীর রাজনৈতিক অধিকারের ঘোষণা দেয় আর ১৯৬০ সালে পোশার ক্ষেত্রে বৈষম্য বিলোপ সনদ প্রদান করে।
১১. ব্রেক্সিট হয়— লিসবন চুক্তির অনুচ্ছেদ-৫০ এর মাধ্যমে।
১২. ব্রিটেন ইইউ থেকে চূড়ান্তভাবে আলাদা হচ্ছে— ২০১৯ সালের মার্চ মাসে।
১৩. অপটিক্যাল ফাইবার অত্যন্ত সরু এক ধরনের প্লাস্টিক কাঁচের তন্তু। বৈদ্যুতিক সিগন্যালকে প্রথমে আলোক সিগন্যালে পরিণত করে তা অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে পাঠানো হয়। অপর প্রান্তে আলোক সিগন্যালকে বৈদ্যুতিক সিগন্যালে পরিণত করা হয়।
১৪. সম্প্রতি মঙ্গলে অবতরন করে নাসার মহাকাশযান— ইনসাইট।
১৫. মঙ্গলগ্রহ থেকে পৃথিবীতে রেডিও সংকেত আসতে সময় লাগে— ৮ মিনিট ৭ সেকেন্ড।
১৬. সম্প্রতি 'সিসমোমিটার' ও 'হিট ফ্লো প্রোব' নামক যন্ত্র সংযুক্ত করা হয়— মঙ্গলে অবতরনকারী নাসার রোবট 'ইনসাইট' এ।
১৭. শ্রীলংকার রাজনৈতিক নেতা বিক্রমাসিংহের দল— ইউনাইটেড ন্যাশনাল পার্টি।
১৮. বড়পুকুরিয়া কয়লাখনি— দিনাজপুরে।
১৯. ভোমরা স্থলবন্দর— সাতক্ষীরায়।
২০. দেশের সর্বদক্ষিণের উপজেলা— টেকনাফ।
২১. লস্কর-ই-তাইয়েবা— পাকিস্তানের জঙ্গি সংগঠন।
২২. শ্বেতবামন একধরনের ছোট তারা। যেসব তারার ভর নিউট্রন তারা হওয়ার জন্য যথেষ্ঠ নয়, তারাই শ্বেতবামনে পরিণত হয়।
২৩. আর্জেন্টিনার রাজধানী— বুয়েন্স আয়ারস।
২৪. গার্ডিয়ান— যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম।
২৫. পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি— জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা।
২৬. সম্প্রতি প্রত্নতাত্ত্বিক জরিপের কাজ শুরু হয়— কুমিল্লার লালমাই পাহাড়ে।
শুদ্ধরূপে বাংলা লেখাসহ লেখালেখির উপস্থাপনা শিখতে যোগ দিন School of Learning এর লেখালেখি সহায়তা প্রকল্পের কর্মশালায়।
বিস্তারিত জানতে কল করুন- ০১৭৪৬-৩১৫৬৩৯ তে।
ফেসবুক: facebook.com/schooloflearning.edu
No comments:
Post a Comment