Sunday, November 4, 2018

প্রথম আলো— ৪ নভেম্বর, ২০১৮

৪ নভেম্বর, ২০১৮ | রবিবার


তথ্যসমূহ:—
১. টিআইএন হলো— ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার বা করদাতার পরিচিতি নম্বর।
২. এনবিআর হলো— ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ বা জাতীয় রাজস্ব বোর্ড।
৩. দেশে প্রতি বছর তরুণ করদাতা কর দেয়— গড়ে দেড় লাখ।
৪. এ বছর হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার পাচ্ছেন— রিজিয়া রহমান ও ফাতিমা রুমি।
৫. বিশ্ব খাদ্য সংস্থা— ওয়ার্ল্ড ফুড অর্গানাইজেশন (এফএও); এটি জাতিসংঘের একটি বিশেষয়িত সংস্থা। এর সদর দপ্তর ইতালির রাজধানী রোমে।
৬. চীনের বর্তমান— প্রধানমন্ত্রী লি কোচিয়াং।
৭. সম্প্রতি সীমান্তে কৃত্রিম বুদ্ধিমত্তা চালু করেছে— ইউরোপিয় ইউনিয়ন (ইইউ)।



'ইত্যাদি' ম্যাগাজিন অনুষ্ঠানের মতো ও মন ভালো করার মতো বিচিত্র সব মনোমুগ্ধকর জিনিস সম্পর্কে জানতে ও সেসব ভার্চুয়ালি দেখতে ভিজিট করুন Art of Life ব্লগ।
ওয়েব অ্যাড্রেস/ লিংক/ URL:
http://artoflifeap.blogspot.com

ফেসবুকে আইটেমগুলোর আপডেট পেতে লাইক দিন 'আর্ট অব লাইফ' এর ফেসবুক পেজে। ফেসবুক পেজের লিংক→
http://facebook.com/artoflifeap

মুগ্ধতায় ভরা এক নান্দনিক প্রোগ্রাম.../
মেহেদী হাসান,
প্রতিষ্ঠাতা, আর্ট অব লাইফ।

No comments:

Post a Comment