Wednesday, November 7, 2018

প্রথম আলো— ৭ নভেম্বর, ২০১৮

৭ নভেম্বর, ২০১৮ | বুধবার


তথ্যসমূহ:—
১. যুক্তরাষ্ট্র অভিমুখে অভিবাসন প্রত্যাশী দলটি যাত্রা শুরু করে— হন্ডুরাসের সান পেদ্রো থেকে ১২ অক্টোবর।
২. জাতিসংঘ এসডিজি বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ঘোষণা করেছিল— ২০১৫ সালে।
৩. সাংবাদিক জামাল খাসোগিকে হত্যা করা হয়— তুরস্কে সৌদি দূতাবাসে।
৪. জামাল খাসোগি ছিলেন— 'ওয়াশিংটন পোস্ট' এর কলামিস্ট।
৫. মুক্ত সাংবাদিকতার র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান— ১৪৬ তম (১৮০টি দেশের মধ্যে)।
৬. সুলতানী আমলে বাংলার রাজধানী ছিল— সোনারগাঁ।
৭. পানাম নগর— নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত।
৮. আধুনিক কম্পিউটারের জনক— জন ভন নিউম্যান।
৯. জাতিসংঘের বর্তমান মহাসচিব— আন্তোনিও গুতেরেস।
১০. ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর জনক— টিম বার্নাস লি।
১১. রোগনির্ণয় ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে পাঁচটি শহরে আগামী বছর কৃত্রিম বুদ্ধিমত্তার পরীক্ষামূলক ব্যবহার শুরু করবে— যুক্তরাজ্য।



রংপুর শহরে এয়ার টিকেট সেবা পেতে ভিজিট করুন→
airtickethelpbook.blogspot.com

এয়ার টিকেট অনুসন্ধান খুব সহজে.../
তথ্যসেবা, এয়ার টিকেট হেল্পবুক।

No comments:

Post a Comment