৬ নভেম্বর, ২০১৮ | মঙ্গলবার
তথ্যসমূহ:—
১. সহজে ব্যবসা করার সূচক-২০১৯ তে বাংলাদেশের অবস্থান— ১৭৬ তম।
২. ভূপেন হাজারিকা ছিলেন— একজন প্রখ্যাত ভারতীয় সঙ্গীতশিল্পী; তার বিখ্যত গান- মানুষ মানুষের জন্য...।
৩. জিও ষ্টেশনারি স্যাটেলাইট— মহাকাশে স্থাপিত স্থির স্যাটেলাইট। এটি ভূপৃষ্ঠ থেকে ৩৬ হাজার কিলোমিটার উপরে স্থাপন করা হয়।
৪. মেক্সিকোর রাজধানী— মেক্সিকো সিটি।
৫. কিউবার বর্তমান প্রেসিডেন্ট— মিগেল দিয়াস কানেল।
৬. শ্রীলংকার স্পিকার— কারু জয়সুরিয়া।
৭. সম্প্রতি ফাইভ জি মোবাইল ফোন নেটওয়ার্ক চালু করে— যুক্তরাজ্যের 'ভোডাফোন' কোম্পানি।
৮. সাগরের নিচে বিশ্বের প্রথম আবাসিক হোটেল চালু করে— মালদ্বীপ।
রংপুর শহরে হোটেল বুকিং সেবা পেতে ভিজিট করুন→ hotelbookinghelpbook.blogspot.com
হোটেলের তথ্য আরো সহজে.../
তথ্যসেবা, হোটেল বুকিং হেল্পবুক।
No comments:
Post a Comment