১২ নভেম্বর, ২০১৮ | সোমবার
তথ্যসমূহ:—
১. 'স্বোপার্জিত স্বাধীনতা' ভাস্কর্যটি— ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সড়কদ্বীপে অবস্থিত; এর ভাস্কর শামীম শিকদার।
২. বাবুরপুকুর বধ্যভূমি— বগুড়ায়।
৩. সম্প্রতি 'ভিতরের অংশ হলুদ রঙ' এর তরমুজের চাষ শুরু হয়— রাজশাহীর গোদাবাড়িতে।
৪. ওয়েলথ এক্স— যুক্তরাষ্ট্রের একটি অর্থনৈতিক ও সম্পদ গবেষণা সংস্থা।
৫. 'মি টু' ছিল— একটি যৌন হয়রানিবিরোধী সামাজিক আন্দোলন।
৬. শনিগ্রহ পৃথিবীর চেয়ে ৯ গুণ বড়। এর উপগ্রহ— ২২টি এবং এর ৩টি বলয় খুব উজ্জ্বল।
৭. ফ্লোরিডা— যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য।
৮. প্রথম বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে— ১৯১৮ সালে।
৯. বাংলাদেশ ক্রিকেট ১০০ তম সেঞ্চুরি করে— জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচে; ১১ নভেম্বর ২০১৮ তে এই শততম সেঞ্চুরি করেন মুমিনুল হক। বাংলাদেশ এই শততম সেঞ্চুরি পায় ৫৪৪ তম আন্তর্জাতিক ম্যাচে। ইতিহাস— বাংলাদেশ ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করেন মেহরাব হোসেন ১৯৯৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচে এবং প্রথম বাংলাদেশি হিসেবে (টেস্টে) ডাবল সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম শ্রীলংকার বিপক্ষে ২০১৩ সালে।
বিভিন্ন অধ্যয়নমূলক তথ্য জানতে ও অধ্যয়ন করতে ভিজিট করুন এডুকেশন পেপার ব্লগ।
ওয়েব অ্যাড্রেস/ লিংক/ URL:
educationpaperbd.blogspot.com
নিয়মিত আপডেট পেতে লাইক দিন ফেসবুক পেজে। ফেসবুক পেজের লিংক→
facebook.com/educationpapers
মধুর হোক অধ্যয়ন, জ্ঞান হোক মুক্ত.../
মেহেদী হাসান,
এডমিন ও সম্পাদক, এডুকেশন পেপার।
No comments:
Post a Comment