১৪ নভেম্বর, ২০১৮ | বুধবার
তথ্যসমূহ:—
১. কমলাসাগর সীমান্ত হাট— ভারতের ত্রিপুরা রাজ্য সংলগ্ন বাংলাদেশ-ভারত সীমান্তে।
২. ডায়াবেটিস রোগ হয়— ইনসুলিন এর অভাবে।
৩. ব্ল্যাক বেঙ্গল ছাগলের জীবনরহস্য (জিনোম সিকোয়েন্স) উন্মোচন করেছেন— বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইন্সটিটিউট এর একদল গবেষক। এ গবেষক দলের নেতৃত্বে ছিলেন— পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের অধ্যাপক এম এ এম ইয়াহিয়া খন্দকার।
৪. শেখ হাসিনা কে নিয়ে নির্মিত ৭০ মিটিটের তথ্যচিত্র— হাসিনা: আ ডটারস টেল।
৫. বর্তমানে দেশের বৃহত্তম সোলার পার্ক— টেকনাফে।
৬. পৃথিবী নামক ভূ-চুম্বকের উত্তর মেরু থাকে দক্ষিণ দিকে। চুম্বকের আকর্ষণ সবচেয়ে বেশি— দুই মেরুতে। টেপরেকর্ডার ও কম্পিউটারের স্মৃতির ফিতায় ব্যবহৃত হয়— স্থায়ী চুম্বক। ক্যাসেটের ফিতায় শব্দ রক্ষিত থাকে— চুম্বকক্ষেত্র হিসেবে। কোবাল্ট একটি— চৌম্বক পদার্থ।
৭. অ্যালেক্সি লাভালনি— রাশিয়ার বিরোধীদলীয় নেতা।
৮. শ্রীলংকার প্রেসিডেন্টের পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের সিদ্ধান্তকে স্থগিতে করেছে দেশটির সর্বোচ্চ আদালত।
৯. কানাডার প্রধানমন্ত্রী— জাস্টিন ট্রুডো।
লাইফের বিভিন্ন বিষয় জানতে, শিখতে ও উপদেশ-পরামর্শ পেতে ভিজিট করুন Life Magazine ব্লগ।
ওয়েব অ্যাড্রেস/ লিংক/ URL:
lifemagazine-on.blogspot.com
নিয়মিত আমাদের আপডেট পেতে লাইক দিন 'লাইফ একাডেমি' এর ফেসবুক পেজে। ফেসবুক পেজের লিংক→
facebook.com/lifeacademy.ac.bd
জানুন ও শিখুন জীবনের অনেক কিছু.../
মেহেদী হাসান,
সম্পাদক, লাইফ ম্যাগাজিন।
No comments:
Post a Comment