Friday, November 9, 2018

প্রথম আলো— ৯ নভেম্বর, ২০১৮

৯ নভেম্বর, ২০১৮ | শুক্রবার


তথ্যসমূহ:—
১. বড়পুকুরিয়া কয়লা খনি— দিনাজপুরে।
২. বাংলাদেশের একজন জাতীয় অধ্যাপক— আনিসুজ্জামান।
৩. ট্রায়াম্ফ এ্যান্ড ট্রাজেডি— বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বই।
৪. মুক্তিযুদ্ধে অবদান রাখায় ২০১৬ সালে বীরঙ্গনা খেতাব দেওয়া হয় যে তিন নারীকে— শ্রীমতী সোনাবালা, মায়া রাণী এবং জামেলা খাতুন কে।
৫. কনস্টিটিউশনাল কনভেনশন হলো— সংসদ ভেঙ্গে দিয়ে অন্তবর্তীকালীন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠান করা।
৬. জেফ সেশনস ছিলেন— যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল।
৭. এশিয়ার সবচেয়ে বড় দ্বীপ— বর্নিও।



ভ্রমণ সম্পর্কিত বিভিন্ন তথ্যসেবা (যানবাহক, হোটেল বুকিং, এয়ার টিকেট, ট্যুর গাইড, ট্যুরিস্ট স্পট পরিচিতি, পুলিশ ও প্রশাসনিক হেল্পলিংক) পেতে ভিজিট করুন Travel Helpbook ব্লগ।
ওয়েব অ্যাড্রেস/ লিংক/ URL:
travelhelpbook.blogspot.com

এবং বিভিন্ন স্থানে ভ্রমণ সচেতনতা বিষয়ক তথ্যাদি জানতে ভিজিট করুন→
travelawareness.blogspot.com

সকল আপডেট পেতে লাইক দিন আমাদের ফেসবুক পেজে। কোনো সেবার প্রয়োজনে আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। ফেসবুক পেজের লিংক→
facebook.com/travelhelpbook

ভ্রমণ হোক সুন্দর ও সুখময়.../
মেহেদী হাসান,
প্রতিষ্ঠাতা, ট্রাভেল হেল্পবুক।

No comments:

Post a Comment