৩ নভেম্বর, ২০১৮ | শনিবার
তথ্যসমূহ:—
১. বিশ্বে ফলগাছের দ্বিতীয় বৃহত্তম সংগ্রহশালা— বাংলাদেশের ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে।
২. জেলহত্যা দিবস- ৩ নভেম্বর; ১৯৭৫ সালের এই দিনে হত্যা করা হয় বাংলাদেশের চার জাতীয় নেতা— সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এইচ এম কামরুজ্জামান কে।
৩. নিজের ব্যবহৃত কম্পিউটারের হার্ডড্রাইভের পরিবর্তে ইন্টারনেটসেবা প্রদানকারী কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে হার্ডওয়্যার ভাড়া নেওয়া হলো— ক্লাউড কম্পিউটিং। ২০১৬ সালে এই সেবা বাণিজ্যিকভাবে চালু করে— আমাজন।
৪. 'প্রিস্টিন প্যারাডাইস' বা আদি-অবিকৃত স্বর্গ বলা হয়— দ্বীপরাষ্ট্র পালাউকে।
দেশীয় বিভিন্ন সাধারণ শিক্ষাবৃত্তির খবরাখবর পেতে নিয়মিত ভিজিট করুন Scholarship Helpbook ব্লগ।
ওয়েব অ্যাড্রেস/ লিংক/ URL:
scholarshiphelpbook.blogspot.com
অথবা ফেসবুকে আপডেট পেতে লাইক দিন 'স্কলারশিপ হেল্পবুক' এর ফেসবুক পেজে। ফেসবুক পেজের লিংক→
facebook.com/scholarshiphelpbook
শিক্ষাবৃত্তির খবরাখবর হাতের মুঠোয়.../
মেহেদী হাসান,
উদ্যোক্তা, স্কলারশিপ হেল্পবুক।
তথ্যসমূহ:—
১. বিশ্বে ফলগাছের দ্বিতীয় বৃহত্তম সংগ্রহশালা— বাংলাদেশের ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে।
২. জেলহত্যা দিবস- ৩ নভেম্বর; ১৯৭৫ সালের এই দিনে হত্যা করা হয় বাংলাদেশের চার জাতীয় নেতা— সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এইচ এম কামরুজ্জামান কে।
৩. নিজের ব্যবহৃত কম্পিউটারের হার্ডড্রাইভের পরিবর্তে ইন্টারনেটসেবা প্রদানকারী কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে হার্ডওয়্যার ভাড়া নেওয়া হলো— ক্লাউড কম্পিউটিং। ২০১৬ সালে এই সেবা বাণিজ্যিকভাবে চালু করে— আমাজন।
৪. 'প্রিস্টিন প্যারাডাইস' বা আদি-অবিকৃত স্বর্গ বলা হয়— দ্বীপরাষ্ট্র পালাউকে।
দেশীয় বিভিন্ন সাধারণ শিক্ষাবৃত্তির খবরাখবর পেতে নিয়মিত ভিজিট করুন Scholarship Helpbook ব্লগ।
ওয়েব অ্যাড্রেস/ লিংক/ URL:
scholarshiphelpbook.blogspot.com
অথবা ফেসবুকে আপডেট পেতে লাইক দিন 'স্কলারশিপ হেল্পবুক' এর ফেসবুক পেজে। ফেসবুক পেজের লিংক→
facebook.com/scholarshiphelpbook
শিক্ষাবৃত্তির খবরাখবর হাতের মুঠোয়.../
মেহেদী হাসান,
উদ্যোক্তা, স্কলারশিপ হেল্পবুক।
No comments:
Post a Comment