Sunday, November 11, 2018

প্রথম আলো— ১১ নভেম্বর, ২০১৮

১১ নভেম্বর, ২০১৮ | রবিবার


তথ্যসমূহ:—
১. সিরাজুল ইসলাম চৌধুরী একজন— ইমেরিটাস অধ্যাপক।
২. গণতন্ত্রের মানসপুত্র বলা হয়— হোসেন শহীদ সোহরাওয়ার্দী কে।
৩. সম্প্রতি দাবানলে ৯ জনের মৃত্যু হয়— যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে।
৪. যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী— থেরেসা মে।
৫. শ্রীলংকায় আসন্ন নির্বাচন হতে যাচ্ছে— ৫ জানুয়ারি ২০১৯ তে।
৬. তুরস্কের একটি সরকারপন্থী পত্রিকা— সাবাহ।
৭. ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট— এমানুয়েল মাখোঁ।
৮. দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষতিগ্রস্ত শিশুদের ত্রাণ সাহায্য প্রদানের লক্ষ্যে ইউনিসেফ ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত হয়। এই সংস্থাটি এখন স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশের শিশুদের কল্যাণ ও উন্নয়নে কাজ করে চলেছে। ইউনিসেফের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত। ১৯৬৫ সালে ইউনিসেফ শান্তির জন্য নোবেল পুরস্কার লাভ করে। ১৯৫১ সালে ঢাকায় ইউনিসেফ দপ্তর স্থাপিত হয়। ইউনিসেফ ১৯৭৭ সাল থেকে এদেশের মা ও শিশুর উন্নয়নে কাজ করছে।
৯. বাংলার বিলুপ্ত ঐতিহ্য ঢাকাই মসলিন শিল্প ফিরে আনার প্রকল্প বাস্তবায়নে কাজ করবে— বাংলাদেশ তাত বোর্ড। এটি বাস্তবায়নের সময় ধরা হয়েছে ২০২১ সালের জুন পর্যন্ত।
১০. 'হিলড' বইটির লেখক— মনীষা কৈরলা।



'ফুড হোম ডেলিভারি' প্রজেক্টে ব্যাচেলর চাকরিজীবী ও আগ্রহী গ্রাহকদের জন্য অফিস ও বাসায় রান্না করা খাদ্য সরবরাহ করছে 'রংপুর ইভেন্ট' নামক রংপুরের একটি প্রতিষ্ঠান।

রংপুর শহরের ধাপ-মেডিকেল, চেকপোস্ট, ডিসি'র মোড়, রাধাবল্লভ, পুলিশ লাইন্স, সিটি বাজার, পায়রা চত্তর ও জাহাজ কোম্পানি মোড় এলাকায় এই সেবা চালু হয়েছে।

এই সেবা পেতে ডিল করতে হবে— মোবাইল: ০১৭৯৪-৮৮৯৫৭২ কিংবা, হেল্পলাইন: ০১৯৩২-৭৯২২৫৭ তে কল করে।

সুলভ হোক খাদ্য গ্রহণ.../
শুভকামনায়—
মেহেদী হাসান,
প্রতিষ্ঠাতা, রংপুর হেল্পবুক।



No comments:

Post a Comment