Monday, November 5, 2018

প্রথম আলো— ৫ নভেম্বর, ২০১৮

৫ নভেম্বর, ২০১৮ | সোমবার


তথ্যসমূহ:—
১. জাতীয় জরুরি সেবা হেল্পলাইন— ৯৯৯; এর মাধ্যমে পুলিশ, এ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ইত্যাদি জরুরি সেবা পাওয়া যায়।
২. শর্তসাপেক্ষে নির্দিষ্ট সময়ের জন্য কোনো কয়েদির মুক্তিকে 'প্যারোলে মুক্তি' বলে। কোনো মানবিক কারণে নির্দিষ্ট সময়ের জন্য এই মুক্তি দেওয়া হয় এবং এতে সাজাপ্রাপ্ত সেই অপরাধী জেল থেকে ছাড়া পায় কিন্তু তার সাথে প্রশাসনের রক্ষীবাহিনী থাকে।
৩. ভিভিয়ান বালাকৃষ্ণান হলেন— সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী।
৪. বর্তমানে দেশে দারিদ্র্যের হার— ২৪.৩ শতাংশ।
৫. ঋত্বিক ঘটক ছিলেন— একজন ভারতীয় চলচ্চিত্রকার।
৬. নিউ ক্যালোডোনিয়া অঙ্গরাজ্য— ফ্রান্সের অধীনে।
৭. উত্তর কোরিয়ার রাজধানী— পিয়ংইয়ং।
৮. তামিল টাইগার— শ্রীলংকার জঙ্গিগোষ্ঠী।
৯. বাংলাদেশে উৎপাদিত দ্রব্যসামগ্রীর মাণ নিয়ন্ত্রণে জাতীয় মাণ সংস্থা— বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)।
১০. হাবল টেলিস্কোপ— নাসার।
১১. প্রথম আলো চর— কুড়িগ্রামের সদর উপজেলায় অবস্থিত।



আপনার পছন্দসই পেইন্টিং, প্রচ্ছদ ডিজাইন, লোগো ডিজাইন, ভিডিও ও ভিডিও এডিটিং ইত্যাদি ক্রিয়েটিভ কাজ করে নিতে পারেন আমাদের 'ক্রিয়েটিভ স্টুডিও' থেকে।
ওয়েবে আমাদের প্রজেক্ট দেখুন। ওয়েব অ্যাড্রেস/ লিংক/ URL:
http://creativestudiobd.blogspot.com ফোন: ০১৭৪৬-৩১৫৬৩৯

এটি একটি ক্রিয়েটিভ ওয়ার্কস প্রকল্প.../
-মেহেদী হাসান
প্রতিষ্ঠাতা, Creative Studio।



No comments:

Post a Comment