Friday, November 16, 2018

প্রথম আলো— ১৬ নভেম্বর, ২০১৮

১৬ নভেম্বর, ২০১৮ | শুক্রবার


তথ্যসমূহ:—
১. জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা— ইউএনএইচসিআর।
২. 'ভাই গিরিশচন্দ্র সেন' মিউজিয়াম স্থাপিত হয়— নরসিংদীর পাঁচদোনায়।
৩. জাতীয় শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো— ব্যানবেইস। এই প্রতিষ্ঠানটি দেশের শিক্ষা ব্যবস্থাপনায় শিক্ষাতথ্য ও পরিসংখ্যান সংগ্রহ, বিশ্লেষ করে ও শিক্ষার উৎকর্ষ সাধন বিষয়ক পরামর্শ প্রদান করে।
৪. মার্কিন ট্রয় শহর— যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে। আর ইতিহাসখ্যাত ট্রয় নগরী ছিল— তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের কানাক্কাল প্রদেশে।
৫. 'মহাত্না গান্ধী স্কয়ার' নির্মিত হচ্ছে— আত্রাইয়ে।
৬. সরকারি কর্ম কমিশন (পিএসসি) এর বর্তমান চেয়ারম্যান— মোহাম্মদ সাদিক।
৭. প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়— ১৯১৪ সালের ২৮ জুলাই।
৮. ত্রিপুরা জনগোষ্ঠীর শ্রেণী বা দলকে বলা হয়— দফা। ৩৬ টি দফার মধ্যে ১৬টি বাংলাদেশে এবং ২০টি ভারতের ত্রিপুরায় বাস করে। ত্রিপুরাদের ভাষার নাম— ককবরক ও উমোই। এদের নববর্ষ উৎসবের নাম— বৈসু।
৯. যুক্তরাজ্যের ব্রেক্সিট বিষয়ক মন্ত্রী ছিলেন— ডোমিনিক বার; সম্প্রতি ব্রেক্সিট বিতর্কে তিনি সহ মোট পাঁচজন মন্ত্রী থেরেসা মে'র মন্ত্রীসভা থেকে পদত্যাগ করায় ব্রেক্সিট বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
১০. দ্যা নিউইয়র্ক টাইমস হলো— মার্কিন সংবাদমাধ্যম আর দ্যা টাইমস হলো ব্রিটিশ দৈনিক/ সাময়িকী এবং ফোর্বস হলো— মার্কিন ম্যাগাজিন।
১১. ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা— মার্ক জাকারবার্গ এবং প্রধান পরিচালন কর্মকর্তা— শেরিল স্যান্ডবার্গ।



বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এর সবুজ প্রকৃতি, সৌন্দর্য দেখতে ও ভার্চুয়ালি বেরোবি ক্যাম্পাস থেকে একবার ঘুরে আসতে ভিজিট করুন Beauty of BRUR ফেসবুক পেজ।
ফেসবুক পেজের লিংক/ URL:
facebook.com/beauty.brur

শুভেচ্ছান্দে—
মেহেদী হাসান,
এডমিন, Beauty of BRUR.



No comments:

Post a Comment