১৩ নভেম্বর, ২০১৮ | মঙ্গলবার
তথ্যসমূহ:—
১. মুশফিকুর রহিম ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি করেন— জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচে ১২ নভেম্বর ২০১৮ তে। এটি ক্রিকেট ইতিহাসে প্রথম উইকেটকিপার হিসেবে টেস্টে দুটি ডাবল সেঞ্চুরির রেকর্ড এবং সেইসঙ্গে বাংলাদেশের হয়ে তিনিই প্রথম দুটি ডাবল সেঞ্চুরি করেন।
২. নির্বাচনী ইশতেহারে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আটটি বিষয় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে— বাংলাদেশ ক্লাইমেট অ্যাকশন ফোরাম।
৩. উন্নয়নশীল দেশগুলোর রাজনৈতিক সহিংসতাবিষয়ক তথ্য সংগ্রহ করে— আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা প্রজেক্ট (এসিএলইডি); এটি যুক্তরাষ্ট্রের একটি অলাভজনক স্বাধীন সংগঠন।
৪. দেশের সর্ব দক্ষিণের উপজেলা 'টেকনাফ'। উপজেলা ঘেঁষে বহমান নদী- নাফ; এটি মিয়ানমারের সঙ্গে সীমান্ত ভাগ করা নদী। দেশের বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্র— টেকনাফে।
৫. সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় এর নাম— গাজা।
৬. এদেশে সংসদীয় গণতন্ত্র প্রবর্তিত হয়— ১৯৩৫ সালের ভারত শাসন আইন দ্বারা।
৭. শ্রীলংকার অভিজাত সম্প্রদায় সমর্থন করে মাহিন্দা রাজাপােক্ষকে আর সাধারণ জনসাধারণ সমর্থন করে রনিল বিক্রমাসিংহেকে।
৮. ফিশন বিক্রিয়া ব্যবহার করা হয়— পারমাণবিক বোমায় ও পারমাণবিক চুল্লিতে; এর মাধ্যমে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন করা হয়।
৯. শ্রীলংকার প্রেসিডেন্ট— মাইথ্রিপালা সিরিসেনা।
১০. পাকিস্তানের ৬৯% মানুষ ইন্টারনেট সম্পর্কে অজ্ঞ।
১১. যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী— মাইক পম্পেও।
১২. সম্প্রতি পুলিশ বিভাগে উড়ন্ত মোটরবাইক চালুর উদ্যোগ নেয়— দুবাই পুলিশ।
১৩. দ্যা ওয়াল স্ট্রিট জার্নাল— একটি মার্কিন সংবাদমাধ্যম।
হেল্পবুক ফাউন্ডেশন থেকে বিভিন্ন প্রকার সহায়তা পেতে নিয়মিত ভিজিট কিরুন Helpbook Foundation ব্লগ।
ওয়েব অ্যাড্রেস/ লিংক/ URL:
helpbookfoundation.blogspot.com
আথবা, নিয়মিত আপডেট পেতে লাইক দিন 'লাইফ একাডেমি' এর ফেসবুক পেজে। ফেসবুক পেজের লিংক→
facebook.com/lifeacademy.ac.bd
তারুণ্যের কল্যাণে মহৎ পদক্ষেপ.../
মেহেদী হাসান,
প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট, হেল্পবুক ফাউন্ডেশন।
No comments:
Post a Comment