২ নভেম্বর, ২০১৮ | শুক্রবার
তথ্যসমূহ:—
১. সরকারি চাকরিতে নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করার এখতিয়ার আছে— জনপ্রশাসন মন্তণালয়ের।
২. সম্প্রতি ইন্দোনেশিয়ায় বিধ্বস্ত হওয়া বিমানের নাম— লায়ন এয়ারের 'জেটি-৬১০'।
৩. সম্প্রতি পার্লামেন্টে স্থগিতাদেশ প্রত্যাহার করে শ্রীলংকার প্রেসিডেন্ট সিরিসেনা।
৪. সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ দেন— রাষ্ট্রপতি।
৫. আইএসপিপি হলো— বাংলাদেশ সরকারের একট জনমুখী প্রকল্প।
৬. সহজে ব্যবসা করার সূচকের নাম— ডুয়িং বিজনেজ।
৭. সম্প্রতি ফুটবল কিংবদন্তি ম্যারাডোনার ব্রোঞ্জ ভাস্কর্য উন্মোচন করা হয়— মেক্সিকোতে।
বিশ্ববিদ্যালয় ভর্তি ও বিসিএসসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য বুক ডাইজেস্টস খুবই গুরুত্বপূর্ণ। তাই বিভিন্ন বইয়ের ডাইজেস্ট পেতে ভিজিট করুন Book Digests এর ব্লগ।
ওয়েব অ্যাড্রেস/ লিংক/ URL:
http://bookdigests.blogspot.com
ফেসবুকে আমাদের আপডেট পেতে লাইক দিন 'বুক ডাইজেস্টস' এর ফেসবুক পেজে। ফেসবুক পেজের লিংক→
http://facebook.com/bookdigests
বই রিভিশন হোক সহজ, প্রস্তুতি হোক দ্রুত.../
মেহেদী হাসান,
সম্পাদক, বুক ডাইজেস্টস।
No comments:
Post a Comment