১০ নভেম্বর, ২০১৮ | শনিবার
তথ্যসমূহ:—
১. ২০ বছর পূর্তিতে প্রথম আলোর স্লোগান— ভালোর সাথে আলোর পথে।
২. শহীদ নূর হোসেন দিবস— ১০ নভেম্বর। ১৯৮৭ সালের এই দিনে এরশাদবিরোধী আন্দোলনে শরীরে "স্বৈরাচার নিপাত যাক" ও "গণতন্ত্র মুক্তি পাক" স্লোগান লেখা নূর হোসেন গুলিস্থানের জিরো পয়েন্টে শহীদ হন।
৩. বর্তমান প্রধান নির্বাচন কমিশনার— কে এম নুরুল হুদা।
৪. মনস্তত্ত্ব বিষয়ক অভিব্যক্তি— 'ইন্টেলিজেন্স কোসেন্ট' (Intelligence Quotient)।
৫. ল্যানসেট হলো— একটি চিকিৎসা বিষয়ক সাময়িকী।
৬. সম্প্রতি অ্যাসোসিও পুরস্কার লাভ করে
বাংলাদেশের প্রতিষ্ঠান— বিজিএমইএ।
৭. বাংলাদেশ ক্রিকেট টেস্ট স্ট্যাটাস লাভ করে— ২০০০ সালে।
৮. সম্প্রতি মাশরুম থেকে বিদ্যুৎ উৎপাদনের সফলতা দাবি করেছে— যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী।
রংপুর শহরে বিভিন্ন অনুষ্ঠানের ইভেন্ট ম্যানেজমেন্ট সেবা পেতে কল করুন- ০১৭৪৬-৩১৫৬৩৯ তে।
আমাদের ইভেন্টগুলোর আইটেম ও ম্যানেজমেন্ট প্রজেক্টগুলোর পরিচিতি দেখতে ভিজিট করুন→
eventmanagement10.blogspot.com
ইভেন্ট ম্যানেজমেন্ট সেবা হাতের মুঠোয়.../
মেহেদী হাসান,
সমন্বয়ক, ইভেন্ট ম্যানেজমেন্ট টেন।
No comments:
Post a Comment