১৭ নভেম্বর, ২০১৮ শনিবার → ২৩ নভেম্বর, ২০১৮ শুক্রবার
তথ্যসমূহ:—
১. তুরস্কের রাজধানী— আঙ্কারা; আর ঘানার রাজধানী— আক্রা।
২. ইউনিসেফ এর স্লোগান— সেভ দ্যা চিলড্রেন।
৩. সম্প্রতি জাতীয় নাগরিক তালিকা (এনআরসি) তৈরী করা হয়— ভারতের আসামে।
৪. প্রতিযোগিতায় 'লেভেল প্লেয়িং ফিল্ড' মানে হলো— সবার জন্য সমান সুযোগ।
৫. দালাই লামা হলো— তিব্বতীয় ধর্মগুরুর পদবী। ১৪ তম ও বর্তমান দালাই লামা হলেন— তেনজিং গিয়াসো।
৬. চীনের প্রেসিডেন্ট— সি চিন পিং।
৭. সম্প্রতি ইন্টারন্যাশনাল ব্যুরো অব ওয়েটস অ্যান্ড মেজারস (বিআইপিএম) কর্তৃক কিলোগ্রামের ওজনে আনা বৈজ্ঞানিক পরিবর্তন কার্যকর হবে ২০১৯ সালের ২০ মে থেকে। কিলোগ্রাম পদ্ধতি ১৮৮৯ সালে উদ্ভাবন করা হয়েছিল এবং ১৩০ বছর পর সম্প্রতি এটিকে আরও বৈজ্ঞানিক ও নির্ভুল করতে এই পদক্ষেপ নেওয়া হয়। এটি অনুমোদন দেওয়া হয় ১৬ নভেম্বর ২০১৮ তারিখে প্যারিসে অনুষ্ঠিত সংস্থাটির সম্মেলনে। এতে ৭টি দেশের বহু বিজ্ঞানী গবেষণার কাজ করেছেন। এটি প্রয়োগের ফলে দৈনন্দিন ওজন পরিমাপে তেমন কোনো পরিবর্তন আসবে না; এর ফল পাওয়া যাবে সুক্ষ বৈজ্ঞানিক গবেষণায়।
৮. প্রজেক্ট সিন্ডিকেট— একটি আন্তর্জাতিক গণমাধ্যম সংস্থা। এই সংস্থা বিশ্বের বিভিন্ন বৈশ্বিক বিষয় নিয়ে গবেষণালব্ধ মতামত প্রকাশ করে থাকে। একে বলা হয় "দ্যা ওয়ার্ল্ডস ওপেনিয়ন পেজ"।
৯. ভিক্টর ওরবান— হাঙেরির প্রধানমন্ত্রী।
১০. মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষের নাম— হাউজ অব রিপ্রেজেন্টেটিভ আর, উচ্চকক্ষের নাম— সিনেট।
১০. বাংলাদেশের জাতীয় অর্থনীতির শতকরা ২০ ভাগ আসে কৃষি থেকে।
১১. এমানুয়েল মাখোঁ— ফরাসি প্রেসিডেন্ট।
১২. সম্প্রতি দাবানলে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়— যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য।
১৩. এপেক হলো— এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থা (এশিয়া প্যাসিফিক ইকনোমিক কো-অপারেশন)।
১৪. বিশ্ব শিশু দিবস— ২০ নভেম্বর।
১৫. সম্প্রতি বাংলা একাডেমি চারজন বিশিষ্ট ব্যক্তির নামে চারটি পুরস্কার ঘোষণা করে।
১৬. যুক্তরাষ্ট্রে 'আটলান্টিক' নামক একটি কাউন্টি বা জেলা আছে।
১৭. সম্প্রতি এক এপেক চুক্তি হয় এশীয়-প্রশান্ত মহাসাগরীয়— ২৮ টি দেশের মধ্যে।
১৮. মুসলিম বিশ্বে গণতন্ত্র চর্চায় সর্বাপেক্ষা সফল দেশ— ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া।
১৯. সম্প্রতি ব্রেক্সিট ইস্যুতে থেরেসা মে'র নেতৃত্বের প্রতি অনাস্থা জানিয়েছে— ৪২ জন পার্লামেন্ট সদস্য।
২০. বেনাপোল স্থলবন্দর— যশোরে। এর নিকটবর্তী ভারতীয় স্থলবন্দর— পেট্রোপোল।
২১. অনলাইন শপিং সাইট 'আমাজন ডট কম' এর প্রতিষ্ঠাতা— জেফ বেজোফ।
২২. বাংলাদেশে নবনিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত— উইনি এস্ট্রাপ পিটারসেন এবং জার্মান রাষ্ট্রদূত— পিটার ফারেনহোল্টড।
২৩. সম্প্রতি ভারতের সিকিম ও লাদাখ পর্যটনকেন্দ্র বাংলাদেশিদের জন্য উন্মুক্ত করা হয়।
২৪. বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ছিলেন— ল্যান্স নায়েক।
২৫. বৌদ্ধদের পবিত্র স্থাপনা 'লওয়া জদি'— কক্সবাজারের রামুতে অবস্থিত।
২৬. প্রাভদা হলো— রাশিয়ান সংবাদপত্র।
২৫. জাতিসংঘের মহাসচিব— আন্তোনিও গুতেরেস।
তরুণ লেখকরা স্বল্পমূল্যে তাদের বই প্রকাশ করতে পারেন রংপুরে তরুণদের প্রকাশনা প্রতিষ্ঠান 'টাইম পাবলিকেশন্স' থেকে। আপনার বই এর ISBN, প্রুফ রিডিং সহ সকল মান রক্ষা করে মানসম্মত সেবা দেওয়া হবে।
যোগাযোগ করুন—
প্রকাশক, টাইম পাবলিকেশন্স, রংপুর।
ফোন: ০১৭৪৬-৩১৫৬৩৯
ফেসবুক: fb.com/timepublications
No comments:
Post a Comment