১ নভেম্বর, ২০১৮ | বৃহস্পতিবার
তথ্যসমূহ:—
১. রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র— পাবনায়।
২. জাতীয় রাজস্ব বোর্ড মূল্য সংযোজন কর বা ভ্যাট পরিশোধ সেবা সহজ করতে চালু করেছে— 'ভ্যাট ইস্ট' অ্যাপ।
৩. পৃথিবীতে মানুষের ব্যবহারের উপযোগী পানি আছে মাত্র শতকরা ১ ভাগ।
৪. রাফায়েল হলো— ভারতের যুদ্ধবিমান এর নাম।
৫. ভারতের সবচেয়ে উঁচু ভাস্কর্য— সরদার বল্লভভাই প্যাটেলের ভাস্কর্য।
৬. চাঁদের মাটিতে প্রথম পা রাখেন— নিল আর্মস্ট্রং।
৭. 'ডি-৮' হলো— উন্নয়নশীল ৮টি দেশের সংগঠন।
৮. সম্প্রতি জ্বালানী তেল স্থাপনা নির্মাণের কাজ শুরু হয়— মংলা সমুদ্রবন্দরে।
৯. ভারতের কেন্দ্রীয় ব্যাংক— রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া।
১০. সমুদ্রের তলদেশের শব্দ গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে আসছে— গুগল।
লাইফে স্মার্ট হতে ও দক্ষতা অর্জনের অসাধারণ সব কৌশল শিখতে চলে আসুন School of Learning এ। আমাদের বিচিত্রসব শিক্ষণীয় প্রকল্প আছে। ফেসবুকে আমাদের সাথে যোগাযোগ করতে ফেসবুক পেজের লিংক→
লেটস্ বি এক্সিলেন্ট...!
মেহেদী হাসান,
প্রতিষ্ঠাতা ও প্রশিক্ষক, স্কুল অব লার্নিং।
No comments:
Post a Comment