৩১ অক্টোবর, ২০১৮ | বুধবার
তথ্যসমূহ:—
১. দশম জাতীয় সংসদে আইন পাশ হয়— ১৯৩ টি।
২. আইন প্রণয়নের ক্ষেত্রে সংসদের অধিবেশনে যে ভোট হয় তা হলো— হ্যা ও না ভোট।
৩. একটি দেশের নাগরিকগণ একটি নির্দিষ্ট সময়ে (সাধারণত এক বছরে) যেসব চূড়ান্ত দ্রব্য ও সেবাকর্ম উৎপাদন করে তার আর্থিক মূল্যকে মোট জাতীয় উৎপাদন বা জিএনপি বলে।
৪. উইকিলিকসের প্রতিষ্ঠাতা— জুলিয়ান অ্যাসাঞ্জ।
৫. ডব্লিউডব্লিউএফ হলো— বিশ্ব বন্যপ্রাণী তহবিল।
৬. রনিল বিক্রমাসিংহের রাজনৈতিক দল— ইউনাইটেড ন্যাশনাল পার্টি (ইউএনপি)।
৭. বর্তমান দশম সংসদে সরকার এ পর্যন্ত প্রকল্প পাশ করেছে— ১২৯৭টি।
৮. দশম সংসদের মেয়াদের মধ্যে একনেক এর সভা হয়— ১৪৮টি।
৯. 'রাইড আ স্মল ওয়াল্ড' হলো একটি থিম পার্ক। এটি নির্মাণ করে ওয়াল্ট ডিজনি।
রংপুরে লিভিং কিংবা ট্রাভেলিং এর বিভিন্ন সেবার হেল্পলিংক পেতে 'রংপুর হেল্পবুক' এর ব্লগ ভিজিট করুন।
ওয়েব অ্যাড্রেস/ লিংক/ URL:
rangpurhelpbook.blogspot.com
রংপুরের অনলাইন কমিউনিটি প্রজেক্ট.../
মেহেদী হাসান,
প্রতিষ্ঠাতা, রংপুর হেল্পবুক।
No comments:
Post a Comment