২৬ অক্টোবর, ২০১৮ | শুক্রবার
তথ্যসমূহ:—
১. বাংলাদেশ এয়ার ফোর্স একাডেমি (বিএএফ) অবস্থিত— যশোরে।
২. হাইড্রোসেফালাস হলো একটি— স্নায়ুরোগ।
৩. ইথিওপিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট— সাহলে-ওর্য়ক জিউদা।
৪. চীনের বর্তমান প্রধানমন্ত্রী— লি কোচিয়াং
৫. সম্প্রতি মজুরি নিয়ে লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে ধর্মঘটের ডাক দেয়— আইসল্যান্ডের নারী শ্রমিকরা।
৬. সম্প্রতি জে কে রাউলিং এর 'হ্যারি পটার' কিশোর উপন্যাসকে আইন বিষয়ের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করা হয়— ভারতে পশ্চিমবঙ্গের একটি বিশ্ববিদ্যালয়ে। ৭ খণ্ডে প্রকাশিত হ্যারি পটার বিশ্বে এ পর্যন্ত সর্বাধিক বিক্রিত উপন্যাস।
৭. মুক্ত অপারেটিং সিস্টেম হলো— লিনাক্স। এর নির্মাতা হলেন লিনাস টরভ্যাল্ডস।
৮. ২০১৮ সালের ম্যানবুকার জয়ী ঔপন্যাসিক— অ্যানা বার্নস।
বিভিন্ন বিষয়ে তথ্যসেবা, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ভ্রমণ, চিকিৎসা ও জরুরি সেবাসহ লাইফের বিচিত্র সব বিষয়ে সাহায্য ও তথ্য পেতে 'হেল্পবুক বাংলাদেশ' সাইটটি ভিজিট করুন।
ওয়েব অ্যাড্রেস/ লিংক/ URL:
http://helpbookbangladesh.blogspot.com
এটি একটি তথ্যসেবা প্রকল্প.../
-মেহেদী হাসান
প্রতিষ্ঠাতা, হেল্পবুক বাংলাদেশ।
No comments:
Post a Comment