১৬ অক্টোবর, ২০১৮ | মঙ্গলবার
তথ্যসমূহ:—
১. অঙ্কনশিল্পী চুপিসারে তার নিজের পরিচয় গোপন রেখে সমাজের ও রাষ্ট্রব্যবস্থার কোনো অসংগতির চিত্র দেয়ালচিত্রে সৃজনশীল আঁকনীর মাধ্যমে সিম্বোলিকভাবে তুলে ধরাকে "গ্রাফিতি" বলে।
২. এর আগে সর্বশেষ "জাতীয় সম্প্রচার নীতিমালা" করা হয়েছিল ২০১৪ সালে।
৩. দশম জাতীয় সংসদ এর শেষ অধিবেশন— ২১ অক্টোবর ২০১৮।
৪. বিশ্ব খাদ্য দিবস— ১৬ ই অক্টোবর।
৫. বিশ্ব ক্ষুধা সূচক-২০১৮ তে বাংলাদেশ এর অবস্থান— ৮৬ তম।
৬. লালন একাডেমি— কুষ্টিয়ায়।
৭. সম্প্রতি যাত্রা শুরু করে— নীলফামারী মেডিকেল কলেজ।
৮. ইভিএম হলো— ইলেক্ট্রনিক ভোটিং মেশিন।
৯. বর্তমান প্রধান নির্বাচন কমিশনার— কে এম নুরুল হুদা।
১০. দেশের কোনো প্রকল্পের আর্থিক বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেয়— জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
১১. ইসি কে নতুন ইভিএম সরবরাহ করবে— বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ)
১২. বিশ্বের ধনী ব্যক্তিদের পোশাকি নাম— আলট্রা হাই নেট ওয়ার্থ ইনডিভিজ্যুয়ালস (ইউএইচএনডব্লিউআই)।
১৩. উইকিলিকস এর প্রতিষ্ঠাতা— জুলিয়ান অ্যাসাঞ্জ।
১৪. এনবিআর হলো— জাতীয় রাজস্ব বোর্ড (ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ)
১৫. এইও মানে— অথোরাইজড ইকনমিক অপারেটর।
No comments:
Post a Comment