Saturday, October 20, 2018

প্রথম আলো— ২০ অক্টোবর, ২০১৮

২০ অক্টোবর, ২০১৮ | শনিবার


তথ্যসমূহ:—
১. গোটা বিশ্বের বিলুপ্তপ্রায় ইরাবতী ডলফিনের অভয়ারণ্য— বাংলাদেশ।
২. সম্প্রতি রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশকে জোরালো সমর্থন দিতে চেয়েছে— সুইজারল্যান্ড।
৩. বিইআরসি হলো— বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।
৪. ফাদার মারিনো রিগন একজন ক্যাথলিক ধর্মযাজক। তিনি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ সংগঠক ও সহায়তাকারী ছিলেন। বাংলাদেশ সরকার ২০১২ সালে তাকে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা প্রদান করে।
৫. আমেরিকায় গৃহযুদ্ধ হয়— ১৮৬১-১৮৬৫ সালে।
৬. সম্প্রতি 'মি টু আন্দোলন' হয়— ভারতে। এটি নারী নির্যাতনের প্রতিবাদে করা একটি সামাজিক মাধ্যমভিত্তিক আন্দোলন।
৭. সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে ভুটানে ক্ষমতায় এসেছে বামপন্থী রাজনৈতিক দল— ডিএনটি।
৮. পল অ্যালেন ছিলেন— মাইক্রোসফট এর একজন সহ প্রতিষ্ঠাতা ও বিল গেটস এর বন্ধু।
৯. বিমানবন্দরে সমস্যায় পড়া যাত্রীদের সাহায্য করতে তৈরি করা হয়েছে— Airport Armed Police, Dhaka নামক অ্যাপ।


রংপুর শহরে ডাক্তারের সিরিয়াল পেতে ভিজিট করুন Doctors' Phonebook!
ওয়েব অ্যাড্রেস/ লিংক/ URL:
http://doctors-phonebook.blogspot.com

এটি একটি কমিউনিটি সেবা প্রকল্প.../
-মেহেদী হাসান
প্রতিষ্ঠাতা, Doctors' Phonebook

No comments:

Post a Comment