Wednesday, October 17, 2018

প্রথম আলো— ১৮ অক্টোবর, ২০১৮

১৮ অক্টোবর, ২০১৮ | বৃহস্পতিবার


তথ্যসমূহ:—
১. খুরা রোগ হয় প্রধানত— গরুর। বর্ষার শেষে এই রোগের প্রাদুর্ভাব বেশি দেখা যায়। এই রোগের ফলে গাভীর অকাল গর্ভপাত হতে পারে। ছয় মাস এর কম বয়সের আক্রান্ত বাছুরের ৯৫ শতাংশই মারা যায়।
২. ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের অধ্যাপক মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে ক্ষুরা রোগের টিকা উদ্ভাবন কমিটিতে ছিলেন— ১৭ জন গবেষক।
৩. অলসো চুক্তি স্বাক্ষরিত হয়েছিল— ফিলিস্তিনিদের নিরাপত্তা দিতে।
৪. ভারতের উত্তর প্রদেশের ঐতিহাসিক 'এলাহাবাদ' শহর এর নাম পরিবর্তন করে 'প্রয়াগরাজ' করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
৫. এ বছর ম্যান বুকার পুরস্কার জিতলেন— আয়ারল্যান্ডের লেখিকা আনা বার্নস। তিনি তার তৃতীয় উপন্যাস 'মিল্কম্যান' লিখে এ পুরস্কার পান।
৬. ফিলিস্তিন জাতিসংঘের পূর্ণ সদস্য হবে— ২০১৯ সালে।
৭. যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে প্রথম পা রাখা রোবটের নাম— পিপার।



No comments:

Post a Comment