২২ অক্টোবর, ২০১৮ | সোমবার
তথ্যসমূহ:—
১. সম্প্রতি সংসদ নির্বাচনের প্রচারণায় জীবন্ত প্রাণী ব্যবহার করাকে নিষিদ্ধ করে নির্বাচন কমিশন (ইসি)।
২. সম্প্রতি গণমাধ্যমের উপরে চরম আঘাত আসে— ডিজিটাল নিরাপত্তা আইনে। এটি বাংলাদেশে সম্প্রতি পাশ হওয়া একটি অন্যতম বিতর্কিত আইন। এতে গণমাধ্যমের কণ্ঠ রোধ করা হয়।
৩. ধুমপানবিরোধী একটি সামাজিক সংগঠন হলো— অ্যান্টি স্মোকিং অর্গানাইজেশন (এএসও)।
৪. আলফ্রেড নোবেল ১৮৯৫ সালে নোবেল পুরস্কারের বিষয় ঠিক করে দেন ৫টি (পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা, সাহিত্য ও শান্তি)। নোবেল পুরস্কার চালু হয় ১৯০১ সালে। এর ৭৬ বছর পরে ১৯৬৮ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার চালু করে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক— 'সুইডিস ন্যাশনাল ব্যাংক'। এর অর্থায়নও তারাই করে। এ বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পান— উইলিয়াম ডি নর্ডহাউস ও পল রোমার।
৫. ফেসবুকে এখন 'হ্যাসট্যাগ মি টু' পোস্ট চোখে পড়ছে খুব। মি টু যৌন নিপীড়নবিরোধী অনলাইন প্রচারণা।
৬. ভোমরা স্থলবন্দর— সাতক্ষীরায়।
৭. স্পেস এক্স চালু করেন— ইলন মাস্ক ২০০২ সালে।
৮. বাংলাদেশে বেসিস আয়োজিত নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ-২০১৮ তে ৮টি প্রকল্প আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য মনোনীত হয়।
৯. ফাদার মারিনো রিগন ছিলেন— ইতালীয় নাগরিক।
আপনি কি স্মার্ট ইংরেজি শিখতে চান?
কিংবা,
ইংরেজিতে স্মার্ট রেজাল্ট করতে চান?
তাহলে,
দেখুন আমাদের প্যাকেজসমূহ:
[] Academic Package (JSC, SSC & HSC)
[] Standard Package (Speaking, Writing & Translating)
[] Competitive Package (For "Competitive English")
আমাদের এ প্রজেক্টের টপিকসমূহের নোট দেখতে ভিজিট করুন:
http://facebook.com/egls.edu
English Grammar Learning System (EGLS)
"100% Updated English Learning System for Professional English"
Contact Us:
Phone: 01746-315639
Facebook: facebook.com/egls.edu
No comments:
Post a Comment