Saturday, October 27, 2018

প্রথম আলো— ২৭ অক্টোবর, ২০১৮

২৭ অক্টোবর, ২০১৮ | শনিবার


তথ্যসমূহ:—
১. হর্ষ বর্ধন শ্রিংলা হলেন— একজন ভারতীয় হাইকমিশনার।
২. সম্প্রতি ঠাকুরগাঁওয়ে কৃষিক্ষেত্রে সম্ভাবনাময় হয়ে দেখা দিয়েছে— মাল্টা চাষ।
৩. বাংলাদেশের জিডিপি'তে কৃষি খাতের অবদান— ১৪ শতাংশ।
৪. ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি— মিয়ানমারের রাজনৈতিক দল।
৫. বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী— এ এইচ মাহমুদ আলী।
৬. বাংলাদেশ 'ক্লাইমেট চেঞ্জ ট্রাজেডি অব অ্যাকশন প্লান' শীর্ষক পরিকল্পনা করেছিল— ২০০৯ সালে।
৭. ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অন্তর্ভুক্ত লক্ষ্য আছে— ১৭টি।
৮. জিডিপি'র নির্ধারক— ৫টি; যথা— ভূমি, শ্রম, মূলধন, প্রযুক্তি ও সচলতা।
৯. সিবিআই (সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন) হলো— ভারতের শীর্ষ তদন্ত সংস্থা।
১০. এফবিআই (ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন) হলো— যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা।
১১. আন্তর্জাতিক অ্যাপিকটা পুরস্কারপ্রাপ্ত ফিড' এম এর উদ্যোক্তা— আবুল বাশার রহমান।
১২. সম্প্রতি ভারতের আন্তর্জাতিক টেগোর পুরস্কার লাভ করে— বাংলাদেশের সাংস্কৃতিক সংগঠন— ছায়ানট।



ক্রিয়েটিভ প্রশ্নের সমাধান কৌশল শিখতে সংগ্রহ করুন "ক্রিয়েটিভ প্রশ্নব্যাংক", কিংবা ক্রিয়েটিভ প্রশ্নব্যাংক এর ফেসবুক পেজ ভিজিট করুন→
ওয়েব অ্যাড্রেস/ লিংক/ URL:

এটি একটি প্রশ্নপত্র সমাধানের বুদ্ধিবৃত্তিক উন্নয়নমূলক প্রকল্প.../
-মেহেদী হাসান
লেখক, ক্রিয়েটিভ প্রশ্নব্যাংক।


No comments:

Post a Comment