Monday, October 29, 2018

প্রথম আলো— ২৯ অক্টোবর, ২০১৮

২৯ অক্টোবর, ২০১৮ | সোমবার


তথ্যসমূহ:—
১. বঙ্গীয় গ্রন্থ যাদুঘর অবস্থিত— বিক্রমপুরের (মুন্সিগঞ্জ) লৌহজং উপজেলায়।
২. বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার— হর্ষ বর্ধন শ্রিংলা।
৩. সোরিয়াসিস হলো— এক প্রকার চর্মরোগ।
৪. এনআরসি (ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেনস— জাতীয় নাগরিক পঞ্জি)— ভারতের আসামের বিষয়ে সম্প্রতি আলোচিত বিষয়।
৫. নাগরিক জীবনের সামাজিক বৈষম্য কমানোর পরিস্থিতি সূচক প্রকাশ করে— অক্সফাম। এ সূচকে বর্তমানে বাংলাদেশের অবস্থান- ১৪৮ তম।
৬. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি— ৪টি (জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্ম নিরাপেক্ষতা)
৭. জুমচাষ করে সাধারণত— চাকমারা।
৮. পেজু, বীরা ও পোনম নামে ভারতে পরিচিত— জুমচাষ।
৯. ইউনাইটেড ন্যাশনাল পার্টি— শ্রীলংকার রাজনৈতিক দল। এই দলের প্রধান ছিলেন- রনিল বিক্রমাসিংহে।
১০. শ্রীলংকার বর্তমান ও বিতর্কিত প্রধানমন্ত্রী— মাহিন্দা রাজাপাক্ষে।
১১. তথ্যপ্রযুক্তি দুনিয়ায় বর্তমানে সবচেয়ে বেশি গবেষণা হচ্ছে— কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে।
১২. সরদার বল্লবভাই প্যাটেলের ভাস্কর্য অবস্থিত— ভারতের গুজরাটে নর্মদা নদীর তীরে।



লাইফের বিভিন্ন দরকারি বিষয়ে তথ্যসেবা পেতে জয়েন করুন আমাদের Infobank ফেসবুক গ্রুপে।
ফেসবুক গ্রুপের লিংক→ facebook.com/groups/infobank.bangladesh

তথ্য সেবা সবার জন্য.../
মেহেদী হাসান
উদ্যোক্তা, Information Bank


No comments:

Post a Comment