Thursday, October 25, 2018

প্রথম আলো— ২৫ অক্টোবর, ২০১৮

২৫ অক্টোবর, ২০১৮ | বৃহস্পতিবার


তথ্যসমূহ:—
১. বাংলাদেশে অনুষ্ঠিত হয় এমন একটি আন্তর্জাতিক শিল্পকর্ম উৎসব— টিউন অব আর্ট।
২. সম্প্রতি জাতীয় জলজপ্রাণী ঘোষণার দাবি জানানো হয়েছে— ডলফিনকে।
৩. প্রকৃতি সংরক্ষণ বিষয়ক আন্তর্জাতিক সংস্থা— আইইউসিএন।
৪. একটি সার্থক নির্বাচনের বৈশিষ্ট্যগুলো হলো— অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য।
৫. অ্যাওসেড হলো— সোশিও-ইকোনমিক ডেভলোপমেন্ট।
৬. বাংলাদেশ সংসদ নির্বাচনে এককভাবে কোনো দল জিততে হলে আসন পেতে হবে— ১৫১টি।
৭. বাংলাদেশের জাতীয় পেট্রলিয়াম অনুসন্ধান কোম্পানি— বাপেক্স।
৮. উইঘুরা মুসলমান সম্প্রদায় বাস করে— চীনে।
৯. সম্প্রতি মেক্সিকোতে আঘাত হানা হারিকেন— উইলা।
১০. বাংলাদেশের হয়ে টেস্টে প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন— মুসফিকুর রহিম।
১১. সম্প্রতি মায়ের গর্ভেই দুই শিশুর মেরুদণ্ডে অস্ত্রোপচার করা হয়— যুক্তরাজ্যে।
১১. সম্প্রতি এশিয়াটিক সোসাইটির একটি ঐতিহ্য যাদুঘর করা হয়— নিমতলীর দেউলি কে।



লাইফে সদা সচেতন ও সতর্ক থাকতে 'স্কুল অব এ্যাওয়ারনেস' এর সাথে থাকুন, আর সেজন্য ভিজিট করুন School of Awareness এর ফেসবুক পেজ।
ওয়েব অ্যাড্রেস/ লিংক/ URL:
http://facebook.com/schoolofawareness

এটি একটি গণসচেতনতা প্রকল্প।
আসুন সচেতন হই, সচেতন থাকি.../
-মেহেদী হাসান।
প্রতিষ্ঠাতা,
স্কুল অব এ্যাওয়ারনেস।

No comments:

Post a Comment