Tuesday, October 23, 2018

প্রথম আলো— ২৪ অক্টোবর, ২০১৮

২৪ অক্টোবর, ২০১৮ | বুধবার


তথ্যসমূহ:—
১. ২৪ অক্টোবর— জাতিসংঘ দিবস।
২. সুইজারল্যান্ডের রাজধানী— জেনেভা।
৩. ডিজিটাল নিরাপত্তা আইনে বিতর্কিত ও নিবর্তনমূলক ধারা আছে— ৬টি।
৪. বাংলাদেশের বিদ্যুৎ বিতরনের জন্য সম্প্রতি প্রি-পেইড মিটার তৈরি করবে— চীনা কোম্পানি।
৫. ধর্ম, বর্ণ, নারী-পুরুষ, জন্মস্থান ইত্যাদিভেদে কোনো বৌষম্য না রেখে সকলের ক্ষেত্রে প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ লাভে সমান অধিকারের কথা বলা হয়েছে— সংবিধানের ২৯(৩) নং অনুচ্ছেদে।
৬. টিআইবি এর পূর্ণরূপ— ট্রান্সপারেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশ।
৭. স্বাধীন বাংলাদেশে সামরিক শাসন আসে— দুইবার (১৯৭৫ ও ১৯৮২ সালে)।
৮. অভিভাবন হলো— এক ধরনের যোগাযোগমাধ্যম বা প্রক্রিয়া যার মাধ্যমে অন্যকে প্রভাবিত করা হয়।
৯. জাপানের বর্তমান প্রধানমন্ত্রী— শিনজো আবে।
১০. হংকং ও ম্যাকাও এর সঙ্গে চীনের মূল ভূখণ্ডের সংযোগকারী সেতু— 'হংকং-ঝুহাই-ম্যাকাও'। এই সেতু সমুদ্রের উপর বিশ্বের দীর্ঘতম সেতু। এটি ৫৫ কিলোমিটার দীর্ঘ।
১১. বিশ্বের প্রাচীনতম জাহাজের সন্ধান পাওয়া গেছে— কৃষ্ণসাগরের তলদেশে।
১২. পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে টেকসই উন্নয়নের জন্য জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এর সাথে চুক্তি হয়েছে— এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)'র।
১৩. বিশেষ বিশেষ দিনে গুগলের লোগোর নকশার পরিবর্তন আনে গুগল। এটাই ডুডল নামে পরিচিত।
১৪. হাইপারলুপ হলো— ভূগর্ভস্থ পরিবহনব্যবস্থা।



এটি একটি বই পাঠক সহায়তা প্রকল্প।

স্কিল ডেভেলপমেন্ড, উপন্যাস ও গল্পের বইসহ বিভিন্ন বিদেশি লেখকের বই কিনুন Book Desk থেকে সুলভ মূল্যে।

Note: আমরা বই পড়ার সংস্কৃতির উন্নয়ন সাধনে কাজ করবো বলে হেল্পবুক ফাউন্ডেশন এই সেবা দিচ্ছি। আমরা শর্ট টাইমে পসরা সাজিয়ে বই বিক্রি করি। তাই সুলভ মূল্যে বই পেতে চলে আসুন আমাদের বিকেলের ভ্রাম্যমাণ বুক স্টলে।

Place: পার্কের মোড়, রংপুর।
হেল্পলাইন: ০১৭৬৪-৯৫৩৯৯০

আমাদের সংগ্রহে থাকা বইগুলোর পরিচিতি দেখতে ভিজিট করুন 'বুক-ডেস্ক' এর ফেসবুক পেজ।
ওয়েব অ্যাড্রেস/ লিংক/ URL:

বই কিনুন সুলভ মূল্যে | Book Desk

No comments:

Post a Comment