২৩ অক্টোবর, ২০১৮ | মঙ্গলবার
তথ্যসমূহ:—
১. জাতীয় নিরাপদ সড়ক দিবস— ২২ অক্টোবর।
২. নির্বাচনী শাসনব্যবস্থার পরিচালক— নির্বাচন কমিশন।
৩. সাংবাদিক জামাল খাসোগি যুক্তরাষ্ট্রের 'ওয়াশিংটন পোস্ট' পত্রিকায় কলাম লিখতেন।
৪. মানুষের শ্রবণশক্তির সহনশীল মাত্রা— ৪৫ ডেসিবল।
৫. 'মার্চেন্ট অব ডেথ' নামে পরিচিত— এরিখ প্রিন্স।
৬. 'দক্ষিণ এশিয়ার ইতিহাস' বিষয়ে একজন গবেষক— আলতাফ পারভেজ।
৭. জন বোল্টস হলেন— যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।
৮. সম্প্রতি চালু হওয়া সমুদ্রের উপর বিশ্বের দীর্ঘতম সেতু (৫৫ কি.মি.) হলো— 'হংকং-ঝুহাই-ম্যাকাউ'। এটি চীনে অবস্থিত।
HSC A+ + DU Kha টার্গেটেড প্রকল্প!
DUKUAPP এর উদ্যোগে শুরু হতে যাচ্ছে "এইচএসসি এ+ + ঢাবি 'খ' টার্গেটের প্রকল্প"। HSC তে A+ এবং ঢাবি "খ" ইউনিটে চাঞ্চ এর টার্গেট।
এটি একটি প্রাইভেট প্রোগ্রাম, কোচিং নয়।
সৌভাগ্যবান ছাত্ররা দ্রুত যোগাযোগ করুন। আসন সংখ্যা অতি সীমিত।
ক্লাস সপ্তাহে ৫দিন এবং ফি প্রতি মাসে ৫০০/- টাকা।
DU Kha Unit Admission Preparation Program (DUKUAPP)
A Project by
Md. Mahadi Hasan
Phone: 01746315639
No comments:
Post a Comment